1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চ্যাম্পিয়ন' হতে পারবেন হিলারি ক্লিন্টন?

১৩ এপ্রিল ২০১৫

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান হিলারি ক্লিন্টন৷ সাবেক ফার্স্ট লেডি, সেনেটর এবং পররাষ্ট্রমন্ত্রী ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় এ মুহূ্র্তে এগিয়ে৷ কিন্তু মনোনয়ন পেলেও ‘চ্যাম্পিয়ন' হতে পারবেন তো?

Hillary Clinton
ছবি: Reuters/Munoz

নিজের ওয়েবসাইটে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানাতে গিয়ে ‘চ্যাম্পিয়ন' শব্দটাই ব্যবহার করেছেন হিলারি রডহ্যাম ক্লিন্টন৷ লিখেছেন, ‘‘অ্যামেরিকানরা প্রতিদিনই একজন চ্যাম্পিয়নকে দেখতে চান৷ আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই৷''

প্রেসিডেন্ট নির্বাচিত হলে এমনিতেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক হিসেবে ‘চ্যাম্পিয়ন' হয়ে যাবেন হিলারি ক্লিন্টন৷ ৬৮ বছর বয়সি এই ডেমোক্র্যাটের সামনে এখন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবার সম্ভাবনা৷ অনেক ডেমোক্র্যাট এবং ক্লিন্টন সমর্থক সেভাবেই দেখছেন বিষয়টাকে৷ নির্বাচনি বৈতরণিতে ফার্স্ট লেডি, সেনেটর এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অতীত অভিজ্ঞতা ক্লিন্টনকে এগিয়ে রাখবে বলেই তাঁদের ধারণা৷

প্রেসিডেন্ট নির্বাচিত হলে এক হিসেবে ‘চ্যাম্পিয়ন' হয়ে যাবেন হিলারি ক্লিন্টনছবি: picture-alliances/Hillary For America via AP

কিন্তু বিরোধীপক্ষ, বিশেষ করে ডেমোক্র্যাটদের প্রধান বিরোধী রিপাবলিকানরা মনে করেন, অতীত বরং ক্লিন্টনকে ডোবাবে৷ রিপাবলিকান ন্যাশনাল কমিটি তো ক্লিন্টনের অতীতকে ইতিমধ্যে ‘গোপনীয়তা এবং কেলেঙ্কারিতে ভরা কয়েকটি দশক' হিসেবে বর্ণনা করে প্রচারে নেমেও পড়েছে৷

ক্লিন্টন-বিরোধী প্রচারে বেশি গুরুত্ব পাবে তাঁর স্বামী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের যৌন কেলেঙ্কারিতে পরিপূর্ণ অতীত এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের সময়টা৷ ক্লিন্টন যে হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিউইনস্কির সঙ্গে যথেচ্ছ যৌনাচারে লিপ্ত হয়ে অভিসংশনের মুখোমুখি হয়েছিলেন, বিশ্ববাসীর স্মৃতিতে সেই স্মৃতি এখনো তাজা৷ মি. ক্লিন্টন যে স্ত্রীর বাইরে শুধু এক নারীতেই ‘আসক্ত' ছিলেন বা একজনের সঙ্গেই ‘প্রণয়'-এ জড়িয়েছিলেন সে কথাও বলার জো নেই৷

স্বামীর কারণে স্ত্রীকে প্রত্যাখ্যানের আশঙ্কা কতটা যৌক্তিক?ছবি: AFP/Getty Images/Mario Tama

আরকানসাসের পলা জোন্সও বিল ক্লিন্টনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন৷ সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে একসময় হিলারির পাশে বসেই সাংবাদিক জেনিফার ফ্লাওয়ার্সের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেও ১৯৯৮ সালে আদালতে খুব ঘনিষ্ঠ সম্পর্কের কথাই স্বীকার করেছেন বিল ক্লিন্টন৷ মনিকা লিউইনস্কি-কেলেঙ্কারির কারণে প্রেসিডেন্টের পদ অসম্মানজনকভাবে হারানোর উপক্রম হলেও সেনেট সেই অসম্মান থেকে তাঁকে বাঁচিয়েছিল৷ তবে রিপাবলিকানরা মনে করছেন, আপাত আধুনিক যুক্তরাষ্ট্রের ভোটাররা বিবাহ-বহির্ভূত যৌনতার ব্যাপারে বেশ রক্ষণশীল এবং সে কারণে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনকে তাঁরা প্রত্যাখ্যান করবেন৷

কিন্তু স্বামীর কারণে স্ত্রীকে প্রত্যাখ্যানের আশঙ্কা কতটা যৌক্তিক? যুক্তিটা যে দুর্বল তা কোনো কোনো রিপাবলিকানও অবশ্য স্বীকার করছেন৷ তবে একটি বিষয়ে সব রিপাবলিকান একমত৷ তাঁরা মনে করেন, ২০১২ সালের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে যে সন্ত্রাসী হামলা হয়েছিল তা নিয়ে হিলারির ব্যর্থতার জবাবটা এবার ভোটাররা দেবেন৷ রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন কূটনীতিক মারা যান সেই হামলায়৷ হামলার পর যুক্তরাষ্ট্রের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন যথেষ্ট কঠোর ব্যবস্থা নেননি বলে মনে করেন রিপাবলিকানরা৷

এসিবি/জেডএইচ (ডিডাব্লিউ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ