1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু মোকাবিলা

৪ আগস্ট ২০১৫

জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ‘ক্লিন পাওয়ার প্ল্যান' ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ দেশে সমালোচনা এবং প্রতিবাদের মুখে পড়লেও যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

Washington Obama Clean Power Plan PK
ছবি: Reuters/J. Ernst

সোমবার জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন মোকাবিলার জন্য ‘ক্লিন পাওয়ার প্ল্যান' ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তাঁর ঘোষণা করা স্বচ্ছ বা পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিকল্পনার মূল লক্ষ্য, ১৫ বছরের মধ্যে দেশের সব বিদ্যুৎ কেন্দ্রে গ্রিনহাউস গ্যাসের নির্গমন প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনা৷ ‘ক্লিন পাওয়ার প্ল্যান' ঘোষণার সময় ওবামা বলেন, ‘‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু পরিবর্তনের চেয়ে বড় কোনো হুমকি নেই৷''

‘ক্লিন পাওয়ার প্ল্যান' অনুযায়ী আগামী ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিদ্যুৎ খাত থেকে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ ৩২ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে৷ এই ঘোষণা অবশ্য যুক্তরাষ্ট্রে সব মহলের প্রশংসা কুড়ায়নি৷ রিপাবলিকান মনে করে, এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে৷ যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের কয়েকটি সংগঠন বলেছে, তারা মনে করে, ওবামার এই পরিকল্পনা এক অর্থে ‘কয়লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা'৷

তবে যুক্তরাষ্ট্রে সরকার বিরোধী এবং জ্বালানি শিল্প সংশ্লিষ্টদের কারো কারো সমালোচনার মুখে পড়লেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ওবামা প্রশাসনের এই জলবায়ুর ক্ষতিকর পরিবর্তন রোধের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে৷ টুইটারে ওবামা প্রশাসনের প্রশংসা করে ইইউ-র জলবায়ু বিষয়ক কমিশনার আরিয়াস মিগেল কানিয়েটে লিখেছেন, ‘আগামীর দিকে এ এক ইতিবাচক পদক্ষেপ৷'

ডিসেম্বরে প্যারিসে অনুষ্ঠিত হবে জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন৷ তার আগে ওবামার ঘোষণা করা এই পরিকল্পনাকে জলবায়ু বিশেষজ্ঞরা খুব তাৎপর্যপূর্ণ মনে করছেন৷ বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন৷ তারপরই যুক্তরাষ্ট্রের অবস্থান৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ