1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের দুই রাজ্যে বন্দুক হামলায় নিহত ২৯

৪ আগস্ট ২০১৯

যুক্তরাষ্ট্রের দুটি রাজ্যে বন্দুক হামলার ঘটনায় অন্তত ২৯ ব্যক্তি নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷

USA Texas | Schießerei in El Paso - Patrick Crusius
ছবি: AFP/KTSM 9 News Channel

রবিবার স্থানীয় সময় রাত সোয়া একটায় দেশটির ওহিও রাজ্যের ডেটন এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে৷ এর কয়েকঘণ্টা আগে দেশটির টেক্সাস রাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে আরেক বন্দুকধারীর হামলায়  অন্তত ২০ জন নিহত হয়েছেন৷ টেক্সাস পুলিশ জানায়, এ হামলায় অন্তত ২৬ জন আহত হয়েছেন৷

হামলার ঘটনাকে ‘কাপুরুষোচিত' বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷

ওহিওর বারে হামলা

ওহিও রাজ্যের ডেটন শহরের একটি বারের সামনে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এক বন্দুকধারী৷ বন্দুকধারী এ ব্যক্তি এসময় বারে প্রবেশ করতে চাইলে ঐ এলাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে থামাতে গুলি ছুড়ে৷ তখন পুলিশের গুলিতে নিহত হন এই হামলাকারী৷ তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ৷ পুলিশ জানায় যে, ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত অবস্থায় ছিল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা৷ গুলির শব্দ শুনতে পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ও হামলাকারীকে থামাতে পাল্টা গুলি করে৷ তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কোন তথ্য জানায়নি পুলিশ৷

টেক্সাসে নিহত ২০

শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির টেক্সাস রাজ্যের এল পাসো শহরে ওয়ালমার্টের একটি দোকানে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত ও ২৬ জন আহত হন৷ এ ঘটনায় পুলিশ ২১ বছর বয়সি একজনকে আটক করেছে৷ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে যে হামলাকারী ডালাস এলাকার একজন বাসিন্দা৷

টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট এই ঘটনাকে সেখানকার 'ইতিহাসে অন্যতম ভয়াবহ দিন' বলে বর্ণনা করেছেন৷

পুলিশ জানায় তারা এই ঘটনার তদন্ত করছে৷ তবে পুলিশ এটিকে ‘হেইট-ক্রাইম' বলে সন্দেহ করছে৷ এল পাসো শহরের পুলিশ বিভাগের প্রধান গ্রেগ আলেন বলেন, ‘‘এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তাতে মনে হচ্ছে যে এটি একটি হেইট ক্রাইম৷''

ট্রাম্পের নিন্দা

ঘটনার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘‘এ ঘটনার নিন্দা জানিয়ে আমি সবার পাশে আছি৷ একটি হত্যাকাণ্ডকে সমর্থন দেওয়ার কোন কারণ থাকতে পারেনা৷'' হামলার এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট সদস্যরা৷ সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘‘এটি অসুস্থতা৷ সহ্য করার সব সীমা ছাড়িয়েছে এ হত্যাকাণ্ড৷''

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝেমাঝেই বন্দুক হামলার ঘটনা ঘটে৷ দেশটির রাজনীতিবিদদের একাংশসহ অনেকেই অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন৷ বেসরকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে, চলতি বছর দেশটিতে ২৪৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে৷

আরআর/এআই (এপি, এএফপি, ডিপিএ, সিএনএন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ