1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে যা জানা দরকার

৫ নভেম্বর ২০১৮

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে কেমন দেশ পরিচালনা করেছেন তার মূল্যায়ন জানা যাবে এই নির্বাচনে৷

USA Midterm Wahlen 2018 Stimmauszählung
ছবি: DW/B. Karakas

ইতিহাস বলছে, মধ্যবর্তী নির্বাচনগুলোতে প্রেসিডেন্টের দল সাধারণত ভালো করতে পারে না৷ বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট'-এর তথ্য বলছে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস'-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে৷ আর সেনেটে পেরেছে মাত্র পাঁচবার৷

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া দুই মধ্যবর্তী নির্বাচনে দুইবারই ডেমোক্র্যাটিক দল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সেনেটে আসন হারিয়েছে৷ উল্লেখ্য, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হচ্ছে মার্কিন সংসদ কংগ্রেসের নিম্নকক্ষ আর সেনেট উচ্চকক্ষ৷

মঙ্গলবারের নির্বাচনে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস'-এর সব আসনে (৪৩৫) নির্বাচন অনুষ্ঠিত হবে৷ বর্তমান হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ২৩৫ আসনে প্রতিনিধিত্ব আছে৷ ডেমোক্র্যাট দলের আছে ১৯৩টিতে৷ কংগ্রেসের এই নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ২১৮টি আসনে জিততে হয়৷

কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের আসন সংখ্যা ১০০টি৷ বর্তমান সেনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫১টি৷ আর ডেমোক্র্যাটদের ৪৭টি৷ বাকি দুজন স্বতন্ত্র প্রার্থী৷

অর্থাৎ দেখা যাচ্ছে, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডোনাল্ড ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা আছে৷ সেই কারণে তিনি একের পর এক বিল সহজে পাস করিয়ে নিতে পেরেছেন৷

মঙ্গলবারের নির্বাচনের পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের পক্ষে আসতে পারে বলে দুই দলেরই বিশ্লেষকরা মনে করছেন৷ আর সেনেটে রিপাবলিকানদের আসন আরো বাড়বে বলে তাঁদের ধারণা৷ কারণ, ১০০ আসনের সেনেটের মাত্র ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার৷ এর মধ্যে ২৪টি আসনই ডেমোক্র্যাটদের দখলে আছে৷ ফলে রিপাবলিকানদের দখলে থাকা মাত্র নয়টি আসনে মঙ্গলবার ভোট হবে৷ সেক্ষেত্রে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কিছু আসন এবার বাগিয়ে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷

প্রেসিডেন্ট ট্রাম্পও মনে করছেন সেনেটে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে সেটিকেই তিনি বিজয় হিসেবে ধরে নেবেন৷

ট্রাম্পের ইম্পিচমেন্ট?

মার্কিন প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে হলে ৬৭ জন সেনেট সদস্যের ভোট প্রয়োজন হয়৷ মঙ্গলবারের নির্বাচনের পর ট্রাম্পকে সরিয়ে দেয়ার মতো সেনেটে ঐ সংখ্যক সদস্য থাকবে বলে কেউ মনে করছেন না৷

তবে কংগ্রেসের দুই কক্ষের মধ্যে ডেমোক্র্যাটরা যদি অন্তত একটির নিয়ন্ত্রণ পায়, তাহলে পরবর্তী দুই বছরে ইচ্ছেমতো নীতি বাস্তবায়ন করতে ট্রাম্পকে বেগ পেতে হবে৷ ট্রাম্পের সমর্থক এবং ‘ওমেন ফর ট্রাম্প'-এর নেতা অ্যামি ক্রেমার মনে করছেন, একটি কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের কাছে যাওয়াটা সর্বনাশা হবে৷ ‘‘যদি তারা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ পায়, তাহলে তিনি (ট্রাম্প) ‘লেম-ডাক' (অকার্যকর) প্রেসিডেন্ট হয়ে পড়বেন এবং তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না,'' বলে মনে করেন ক্রেমার৷

জেডএইচ/এসিবি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ