ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুলরাহিম মোসাভি বলেছেন সংঘাত বাড়ানোর মতো সাহস মার্কিন যুক্তরাষ্ট্রের নেই৷ ইরানের ৫২টি স্থাপনায় ডনাল্ড ট্রাম্পের হামলার হুমকির জবাবে এ কথা বলেন ইরানের সেনাপ্রধান৷
বিজ্ঞাপন
‘‘ইরানের ৫২টি স্থানে হামলা চালানোর সাহস মার্কিন যুক্তরাষ্ট্রের আছে কিনা এ বিষয়ে আমার সন্দেহ হয়,'' সেনা প্রধানকে উদ্ধৃত করে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ৷
তার আগে ইরানের কুদস বাহিনীর প্রধান কাসিম সোলেইমানিকে হত্যার প্রতিবাদে ইরানের প্রতিশোধের বিষয়ে ডনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন যদি এমন ঘটনা ঘটে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের কয়েক ডজন স্থাপনায় হামলা চালিয়ে এর জবাব দেবে৷
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থাপনাকে নিশানা করেছে এবং ইরান যদি মার্কিন জনগণের উপর বা কোনো মার্কিন স্থাপনায় হামলা চালায় তাহলে ইরানের স্থাপনাগুলোতে হামলার মাধ্যমে শক্ত জবাব দেওয়া হবে৷
ইরানের সাংস্কৃতিক স্থাপনা টার্গেট করেছে যুক্তরাষ্ট্র
চলমান পরিস্থিতিতে শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছিলেন ডনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, সোলেইমানিকে হত্যার প্রতিশোধের বিষয়ে খুব ভয়াবহ কথা বলছে ইরান৷
‘‘যদি তারা অ্যামেরিকার কোনো স্থাপনা বা অ্যামেরিকানদের উপর হামলা চালায় তাহলে আমরা ইরানের ৫২ স্থাপনা টার্গেট করেছি যেখানে হামলা চালিয়ে দ্রুত ও শক্ত জবাব দেব৷ এর মধ্যে রয়েছে ইরানের এমন কিছু স্থাপনা যেগুলো ইরান ও তার সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,’’ বলেন তিনি৷
জবাবে ডনাল্ড ট্রাম্পকে ‘ছদ্মবেশী সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান৷
ইরানের তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী জাভাদ আজারি-জাহরোমি এক টুইট বার্তায় বলেন, ‘‘হিটলার, আইএস, চেংগিস খান এর মতো৷ তারা সবাই অন্যের সংস্কৃতিকে ঘৃণা করে৷ ট্রাম্প একজন ছদ্মবেশী সন্ত্রাসী৷ খুব দ্রুতই সে ইতিহাস জানতে পারবে৷ ইরান এবং এর সংস্কৃতিকে কেউ ধ্বংস করতে পারবে না৷''
ট্রাম্প সমস্ত প্রশংসার যোগ্য: নেতানিয়াহু
কাসিম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেয়ায় ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ এজন্য ‘‘ট্রাম্প সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য’’ বলে অভিহিত করেন তিনি৷
রোববার ইসরায়েলের মন্ত্রীসভাকে নেতানিয়াহু জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছিল সোলেইমানি৷ ইরানের বিরুদ্ধে নেয়া অবস্থানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷
নির্বোধ আচরণ করেছে যুক্তরাষ্ট্র: হেজবুল্লাহ
জেনারেল কাসিম সোলেইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র নির্বোধের মতো আচরণ করেছে, বলেছেন লেবাননের হেজবুল্লাহ বাহিনীর উপপ্রধান৷
শেখ নাইম কাসেম রোববার বৈরুতে ইরানের দূতাবাসে শোক জানাতে যান৷ এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরান ও তার মিত্রদের আরো শক্তিশালী করবে৷ কাসেম সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সামনে বুঝতে পারবে যে তার হিসাবে ভুল ছিল৷
ভয়ঙ্কর প্রতিশোধের ঘোষণা খামেনির
সোলাইমানি হত্যায় ভয়ঙ্কর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি৷ সোলাইমানি দেখানো পথে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে লেবাননের হেজবুল্লাহও৷ চলুন দেখা যাক এই ঘটনায় কার প্রতিক্রিয়া কেমন৷
ছবি: picture-alliance/AP Photo/Office of the Iranian Supreme Leader
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা
দীর্ঘ টানাপড়েন, হুমকি-পালটা হুমকির পর অবশেষে ইরানের ওপর বড় আঘাত হানলো মার্কিন বাহিনী৷ ইরাকে মার্কিন বিমান হানায় নিহত হয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলাইমানি৷ যার ফলে অ্যামেরিকা এবং ইরানের মধ্যে যে প্রক্সি যুদ্ধ চলছিল, তা আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা৷
ছবি: picture-alliance/AP Photo/Office of the Iranian Supreme Leader
পেন্টাগন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন৷ ভবিষ্যতে ইরানকে যেকোনো হামলার পরিকল্পনা থেকে বিরত রাখতেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি৷ বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থান করা মার্কিন নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Dunaway
ডনাল্ড ট্রাম্প
বাগদাদে মার্কিন দূতাবাসে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ার হামলার পরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ট্রাম্প৷ বলেছিলেন, ‘‘কোনো প্রাণহানি বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য ইরানই দায়ী থাকবে৷ সেজন্য তাদের চড়া মূল্য দিতে হবে৷ এটা কোনো সতর্কবার্তা নয়, এটা হুমকি৷’’ সোলাইমানিকে হত্যার পর নিজের টুইটার অ্যাকাউন্টে মার্কিন পতাকা শেয়ার করেছেন ট্রাম্প৷
ছবি: Getty Images/D. Angerer
মার্কিন কংগ্রেস
তবে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এলিওট এনজেল এক বিবৃতিতে বলেছেন, কংগ্রেসকে অবগতকরণ কিংবা কোনো আলোচনা ছাড়াই সোলাইমানির বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। কংগ্রেসকে না জানিয়ে এমনতর গুরুতর পদক্ষেপ সরকারের কংগ্রেস অবমাননার শামিল বলেও মন্তব্য করেন এনজেল।
ছবি: picture-alliance/dpa/J. Schwenkenbecher
খামেনির প্রতিশোধের বার্তা
কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানিকে যারা হত্যা করেছে সেই ‘অপরাধীদের’ জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। খামেনি বলেছেন, “প্রতিরোধ বাহিনীর জিহাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে, অবশ্যই পবিত্র এ যুদ্ধে যোদ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।’’ সোলেইমানির মৃত্যুতে তিনদিনের ‘রাষ্ট্রীয় শোকের’ ঘোষণাও দিয়েছে ইরান।
ছবি: ravapress.ir
হেজবুল্লাহর শোক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হেজবুল্লাহ আন্দোলন৷ এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, বিশ্বজুড়ে সব প্রতিরোধ যোদ্ধাদের কাজ ও দায়িত্ব হচ্ছে এসব খুনি অপরাধীদের যথাযথ শাস্তি দেয়া। সোলাইমানির দেখানো পথে হেজবুল্লাহ অগ্রসর হবে বলেও জানান নাসরাল্লাহ৷
ছবি: picture-alliance/dpa/AP Photo/B. Hussein
ইরানের পাশে রাশিয়া
সোলাইমানির হত্যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা উসকে দেবে বলে মন্তব্য করেছে রাশিয়া৷ সংবাদ সংস্থা তাস পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘সোলাইমানি পরম বিশ্বস্ততার সঙ্গে ইরানিদের স্বার্থ সুরক্ষায় কাজ করেছেন। আমরা ইরানি জনগণের প্রতি গভীর শোক জানাচ্ছি।’’
ছবি: picture-alliance/dpa/TASS/A. Shcherbak
ইরাকে যুদ্ধের শঙ্কা
মার্কিন হামলায় সোলাইমানি ছাড়াও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ আরো চারজন নিহত হয়েছেন৷ এই হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইরাকের মাটিতে মার্কিন সেনা উপস্থিতির শর্তের লঙ্ঘন ঘটেছে এ হামলায়। এর ফলে ভয়াবহ যুদ্ধের আশঙ্কাও প্রকাশ করেন তিনি৷ মুহান্দিস ছিলেন আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবির উপপ্রধান।
ছবি: Getty Images/AFP/A. Al-Rubaye
তেহরানে বিক্ষুব্ধ জনতার ঢল
ইরাকে মার্কিন হামলায় ইরানি জেনারেল নিহতের ঘটনায় তীব্র বিক্ষোভ চলছে তেহরানে৷ জুম্মার নামাজের পর হাজার হাজার মানুষ নেমে এসেছেন রাস্তায়৷
ছবি: picture-alliance/AP Photo/V. Salemi
ট্রাম্পের পাশে ইসরায়েল
রাষ্ট্রীয় সফরে গ্রিসে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফর সংক্ষেপ করে দেশে ফেরত গেছেন৷ এয়ারপোর্টে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের নিজেকে রক্ষার অধিকার রয়েছে৷ ট্রাম্প দক্ষভাবে সে কাজটিই করেছেন৷ ইসরায়েল ট্রাম্পের পাশে আছে৷’’