1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি স্থগিত করলেন পুটিন

২১ ফেব্রুয়ারি ২০২৩

রাশিয়ার পার্লামেন্টে দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সংঘাতকে উস্কে দেওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেন।

ফেডারেল অ্যাসেম্বলিতে দেয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন
ফেডারেল অ্যাসেম্বলিতে দেয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনছবি: Sergei Karpukhin/TASS/IMAGO

রুশ আইনপ্রণেতা ও সামরিক কমান্ডারদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় অস্ত্র সীমিতকরণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত রাখছেন। মঙ্গলবারের এ ভাষণে ‘নিউ স্টার্ট' পারমাণবিক অস্ত্র চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণাও দেন পুটিন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০১১ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২১ সালে এর মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়।

ইউক্রেনে তার যুদ্ধ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে পুটিন বলেন, জনগণকে ‘মুক্ত' করার জন্য রাশিয়া লড়াই করছে। তার দাবি, ইউক্রেনীয়রা "নিজেদের শাসনের কাছে জিম্মি।’’

পুটিনের এমন দাবির জবাবে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, "পুতিনই এই সাম্রাজ্যবাদী যুদ্ধ শুরু করেন। পুটিনই যুদ্ধকে আরো ছড়িয়ে দিচ্ছেন।’’

একেএ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ