1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিহন্ডুরাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিল করছে হন্ডুরাস

২৯ আগস্ট ২০২৪

হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একশ বছরের বেশি সময় ধরে কার্যকর থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বক্তব্য রাখার মুহূর্তে হন্ডুরাসের প্রেসিডেন্ট  সিওমারা কাস্ত্রো
হন্ডুরাসের প্রেসিডেন্ট বামপন্থি নেতা সিওমারা কাস্ত্রো সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ওয়াশিংটনের বিরুদ্ধে হন্ডুরাসের রাজনীতিতে প্রভাব খাটানোর অভিযোগ করেন৷ ছবি: Fredy Rodriguez/REUTERS

যুক্তরাষ্ট্র দূতাবাসকে দেওয়া এ সংক্রান্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এনরিকে রেইনা৷

এর আগে বুধবার সকালে হন্ডুরাসের প্রেসিডেন্ট বামপন্থি নেতা সিওমারা কাস্ত্রো সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ওয়াশিংটনের বিরুদ্ধে হন্ডুরাসের রাজনীতিতে প্রভাব খাটানোর অভিযোগ করেন৷ তিনি বলেন, ‘‘মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও হস্তক্ষেপবাদ, এবং দূতাবাস ও অন্যান্য প্রতিনিধির মাধ্যমে হন্ডুরাসের রাজনীতি পরিচালনা করার উদ্দেশ্য অসহনীয়৷''

হন্ডুরাসের প্রতিরক্ষামন্ত্রী খোসে মানুয়েল সেলায়া ও ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর মধ্যে সম্প্রতি বৈঠক হয়েছে৷ এরপর হন্ডুরাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লাউরা ডগু বলেছিলেন, তারা ‘মাদক পাচারকারীদের' সঙ্গে বৈঠক করায় তিনি ‘অবাক' হয়েছেন৷ যুক্তরাষ্ট্র ২০২০ সালে পাদ্রিনোকে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত করেছিল৷

যুক্তরাষ্ট্র দূতাবাসকে দেওয়া একটি চিঠি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এনরিকে রেইনাছবি: Lucy Nicholson/REUTERS

হন্ডুরাসের মার্কিন দূতাবাসের কাছে প্রত্যর্পণ চুক্তি বাতিলের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলেও এখনো উত্তর পাওয়া যায়নি৷

ভেনেজুয়েলার সোশ্যালিস্ট সরকারের কট্টর সমর্থক হন্ডুরাস৷

প্রত্যর্পণ চুক্তির আওতায় হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরলান্ডো অ্যার্নান্দেসকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে৷ সেখানে তাকে মাদক পাচারের অভিযোগে দায়ী করে শাস্তি দেওয়া হয়েছে৷ হন্ডুরাসের বর্তমান প্রেসিডেন্ট কাস্ত্রো ২০২২ সালে ক্ষমতায় আসার পর অ্যার্নান্দেসকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়৷

প্রত্যর্পণ চুক্তির আওতায় হন্ডুরাসের সাবেক পুলিশ প্রধান হুয়ান কার্লোস বনিলাকেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

অভিবাসনপ্রত্যাশীরা হেঁটেই রওয়ানা দিলেন

01:09

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ