1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের সেনার গাড়িতে জার্মানির ট্রাকের ধাক্কা

২১ ডিসেম্বর ২০২১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তৈরি করা ঘাঁটির দিকে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গাড়িবহর৷ হঠাৎ একটি গাড়ির পেছনে জোরে ধাক্কা দেয় বেসরকারি প্রতিষ্ঠানের এক ট্রাক৷ ট্রাকচালক নিহত হলেও সেনাসদস্যরা অক্ষত রয়েছেন৷

Deutschland | Lkw rammt US-Militärkonvoi auf Autobahn
ছবি: Markus Rath/Mittelbayerische Zeitung/dpa/picture alliance

বাভারিয়ার মহাসড়ক দিয়ে হোহেনফেলস থেকে গ্রাফেনভ্যোর সেনাঘাঁটির দিকে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গাড়িবহর৷ ওবারপ্ফালৎসে পৌঁছানোর পর বহরের চারটি গাড়ি একটু পিছিয়ে পড়ে৷ চারটির একেবারে পেছনেরটিতে হঠাৎ ধাক্কা মারে একটা ট্রাক৷ ট্রাকে কাঠ ছিল বলে পুলিশ জানিয়েছে৷ সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা মারার পরই ট্রাকটিতে আগুন লেগে যায়৷ পেছনে কাঠ থাকায় সমস্ত গাড়িতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ পুলিশ বলছে, এ কারণে চেষ্টা করেও ট্রাকচালককে বের করে আনা সম্ভব হয়নি৷ ট্রাকের ভেতরেই মারা যান তিনি৷

পুলিশ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গাড়িগুলোতেও আগুন লাগার ঝুঁকি ছিল, কারণ, সেগুলো ফুয়েল ট্যাঙ্কার৷ ২৫০০ লিটারের মতো জেট ফুয়েল ছিল প্রতিটি ট্যাঙ্কারে৷ কিন্তু সেগুলোতে আগুন না লাগায় সেনাসদস্যরা অক্ষত থেকে যান৷

তবে সেভেন্থ আর্মি ট্রেনিং কমান্ডের মুখপাত্র ডনাল্ড রেন জানিয়েছেন, আটজন সেনা সদস্যকে ডাক্তারি পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে৷

ট্রাকটি সেনাবাহিনীর একটি গাড়ির পেছনে হঠাৎ ধাক্কা দিলেও তার প্রতিক্রিয়ায় সামনের বেশ কিছু গাড়ির ক্ষতি হয়েছে৷ কিছু গাড়ি থেকে ধোঁয়াও বের হতে থাকে৷ তবে কারো বড় কোনো ক্ষতি হয়নি৷ সোমবারের এ দুর্ঘটনার পর দীর্ঘসময় এ-থ্রি হাইওয়েতে গাড়ি চলাচল বন্ধ ছিল৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ