যুক্তরাষ্ট্রের স্কুলে আবারো গুলি, সেন্ট লুইসে নিহত তিনজন
২৫ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস শহরের সেন্ট্রাল ভিজুয়্যাল এন্ড পারফর্মিং আর্টস হাইস্কুলে সন্দেহভাজন বন্দুকধারী প্রবেশ করে তাণ্ডব চালায়৷ গোলাগুলিতে সন্দেহভাজনসহ অন্তত তিনজন নিহত ও সাত জন আহত হয়েছে৷
বিজ্ঞাপন
সোমবার স্থানীয় সময় সকাল ৯টার একটু পর মিজৌরি অঙ্গরাজ্যের শহরটির এই হাইস্কুলে ওই সন্দেহভাজন বন্দুকধারী প্রবেশ করে তাণ্ডব চালায়৷
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় স্কুল ভবনের দরজাগুলো বন্ধ ছিল, সন্দেহভাজন কীভাবে সেখানে প্রবেশ করেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার মধ্যেই বন্দুকধারীর অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় অনেক জীবন রক্ষা পায়৷ সেন্ট লুইস পাবলিক স্কুল বলেছে, পুলিশ বন্দুকধারীকে ‘দ্রুত থামিয়েছে'৷
সন্দেহভাজনকে ১৯ বছর বয়সি সাবেক শিক্ষার্থী বলে শনাক্ত করেছে পুলিশ, সে পুলিশের সঙ্গে গোলাগুলিতে আহত হয়ে পরে মারা যায়৷ প্রায় ৪০০ জন শিক্ষার্থী থাকা স্কুলটিতে সে কেনো হামলা চালিয়েছে তা জানা যায়নি৷ স্কুলের ভেতরেই এক কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয় এবং হাসপাতালে আরেক নারীর মৃত্যু হয় বলে পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে৷
আহত সাত জনের মধ্যে তিনজন বালিকা ও চারজন বালক৷ তাদের কারও জখমই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম৷
সেন্ট লুইসের পুলিশ কমিশনার মাইকেল স্যাক জানিয়েছেন, যখন পুলিশ কর্মকর্তারা স্কুলটিতে পৌঁছান তখন শিক্ষার্থীরা সেখান থেকে দৌঁড়ে বের হচ্ছিল, পুলিশকে দেখে তারা জানায় হামলাকারীর হাতে ‘লম্বা বন্দুক' আছে৷ তিনি জানান, স্কুলটির সাত নিরাপত্তা কর্মী দ্রুত অন্যদের সতর্ক করে এবং পুলিশে খবর দেয়৷
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলির ঘটনায় মামলা ও তার পরিণতি
যুক্তরাষ্ট্রে স্কুলে গুলির ঘটনায় বিভিন্ন সময় মামলা হয়েছে৷ এসব মামলার রায় কী হয়েছে, জানবো ছবিঘরে৷
দুই শিক্ষার্থীর হামলায় এক শিক্ষকসহ ১৩ জন নিহত হয়েছিল৷ এরপর স্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছিল৷ কিন্তু সরকারি ইমিউনিটির কারণ দেখিয়ে প্রায় সবগুলোই খারিজ করে দেয়া হয়৷ শুধু পুলিশের বিরুদ্ধে নিহত শিক্ষকের মেয়ের করা মামলাটি চলেছিল৷
ছবি: MARK LEFFINGWELL/AFP/Getty Images
আপস
শিক্ষকের মেয়ের অভিযোগ ছিল, হামলাকারীদের মৃত্যু নিশ্চিত হওয়ার পরও পুলিশ তার বাবার চিকিৎসা করতে চিকিৎসকদের সেখানে যেতে দেয়নি৷ মামলাটি সাড়ে ১৩ কোটি টাকায় রফা হয়েছিল৷ নিহতদের পরিবারেরাও দুই হামলাকারীর পরিবার ও হামলাকারীদের বন্দুক পেতে সহায়তা করা দুই ব্যক্তির সঙ্গে ২২ কোটি ৪০ লাখ টাকায় আপস করেছিল৷
ছবি: BOULDER DAILY CAMERA/AFP/Getty Images
রেড লেক সিনিয়র হাইস্কুল, মিনেসোটা, ২০০৫
সাবেক শিক্ষার্থী জেফ ওয়াইজের হামলায় সাতজন প্রাণ হারিয়েছিলেন৷ আহত হয়েছিলেন কয়েকজন৷ হতাহতদের পরিবার স্থানীয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে নয় কোটি ও স্কুলে সংকটকালীন সমস্যা মোকাবিলার পরিকল্পনা তৈরি করা একটি কোম্পানির সঙ্গে ১৩ কোটি টাকায় আপস করেছিল৷
ছবি: JEFF HAYNES/AFP/Getty Images
ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি, ২০০৭
শিক্ষার্থী সেয়ুং-হুইয়ের হামলায় ৩২ জন নিহত হয়েছিলেন৷ আহত ২৩ জন৷ হতাহতদের মধ্যে কয়েকজনের পরিবার স্কুলের বিরুদ্ধে মামলা করেছিল৷ কিন্তু ২০১৩ সালে ভার্জিনিয়া সুপ্রিম কোর্ট রায় দেন যে, তৃতীয় পক্ষের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করার আইনি দায়িত্ব স্কুলের নয়৷
ছবি: Tannen Maury/dpa/picture-alliance
স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল, কানেক্টিকাট, ২০১২
অ্যাডাম লানজার গুলিতে ছয় ও সাত বছর বয়সি ২০ জন শিশু ও ছয়জন স্টাফ প্রাণ হারান৷ নিহত পাঁচ শিশু ও চার স্টাফের পরিবার হামলায় ব্যবহার করা বুশমাস্টার এআর-১৫ রাইফেল প্রস্তুতকারক রেমিংটন আর্মসের বিরুদ্ধে মামলা করেছিল৷ পরে সেটি সাড়ে ছয়শ কোটি টাকায় রফা হয়েছিল৷ যুক্তরাষ্ট্রে গুলির ঘটনায় কোনো অস্ত্র প্রস্তুতকারকের আপসে যাওয়ার এটিই প্রথম ঘটনা৷
সাবেক শিক্ষার্থী নিকোলাস ক্রুজের হামলায় তিনজন স্টাফ ও ১৪ জন শিক্ষার্থী প্রাণ হারান৷ হামলার সময় স্কট পেটারসন নামের এক পুলিশ কর্মকর্তা স্কুলে দায়িত্বরত অবস্থায় ছিলেন৷ কিন্তু গোলাগুলি চলার সময় তিনি বাইরে থাকায় ব্যাপক সমালোচিত হন৷ পরে তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার মামলা করা হয়৷ এ বছরের শেষে বিচার শুরু হওয়ার কথা৷
ছবি: WPLG-TV/dpa/picture-alliance
সান্তা ফে হাইস্কুল, টেক্সাস, ২০১৮
শিক্ষার্থী দিমিত্রিয়স প্যাগুর্টজিসের শটগান ও রিভলবার দিয়ে চালানো হামলায় ১০ জন নিহত ও ১৩ জন আহত হন৷ নিহত দুইজনের পরিবার হামলাকারীর পরিবারের বিরুদ্ধে অস্ত্র নিরাপদে না রাখার অভিযোগে মামলা করেছে৷ এছাড়া বয়স পরীক্ষা করে না দেখে অস্ত্র বিক্রি করায় অস্ত্র বিক্রির অনলাইন পোর্টাল লাকিগানার ডটকমের বিরুদ্ধেও মামলা করেছে নিহত কয়েকজনের পরিবার৷ দুটি মামলারই প্রক্রিয়া শুরুর অপেক্ষায় আছে৷
বন্দুকধারীর কাছে প্রায় ডজনখানেক উচ্চ ক্ষমতার ম্যাগজিন ছিল আর সেগুলোতে কয়েকশ গুলি ছিল জানিয়ে স্যাক বলেন, ‘‘ঘটনা আরও অনেক খারাপ হতে পারতো৷”
স্কুলটির এক শিক্ষার্থী স্থানীয় সংবাদ স্টেশন কেএমওভিকে জানিয়েছেন, হামলাকারী হেঁটে তার এক মেয়ে বন্ধুর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, ‘‘তুমি মরতে প্রস্তুত?” রাভেন টেরি নামের এই শিক্ষার্থী বলেন, ‘‘আমরা অনেক জোরে দৌড় দেই আর আমরা কাঁদছিলাম৷ এ ঘটনায় আমরা সবাই কেঁপে উঠেছি৷”
সেন্ট লুইস পোস্ট-ডিসপ্যাচ সংবাদপত্রকে ১৬ বছর বয়সি শিক্ষার্থী তানিয়া গোলস্টন জানান, বন্দুকধারী তার ক্লাশরুমে প্রবেশ করে তাকে গুলি করার চেষ্টা করেছিল৷ তিনি বলেন, ‘‘আমি দৌড় দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দৌড়াতে পারছিলাম না৷ বন্দুকধারীর সঙ্গে আমার চোখাচোখি হয়ে যায় কিন্তু তার বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় আমি পালিয়ে বাঁচি৷”
‘‘এই অসহ্য স্কুল নিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি,” হামলাকারী এমনটি বলছিল বলে পালিয়ে যাওয়ার সময় শুনতে পান তিনি৷ পুলিশ জানিয়েছে, বন্দুকধারী গত বছর এই স্কুল থেকে গ্রাজুয়েশন করেছে এবং তার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না৷
নিহতদের মধ্যে একজনকে স্কুলটির স্বাস্থ্য বিষয়ক শিক্ষক জিন কুজকা (৬১) বলে শনাক্ত করেছে তার পরিবার৷ ২০০৮ সালে স্কুলটিতে যোগ দিয়েছিলেন কুজকা ৷
এনএস/কেএম (বিবিসি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
টেক্সাসে স্কুলে গুলি, হামলাকারী শিক্ষার্থী আটক
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটন শহরের এক স্কুলে বুধবার গুলির ঘটনা ঘটেছে৷ ঐ স্কুলের ছাত্র টিমোথি জর্জ সিম্পকিনসকে গুলি চালানোর দায়ে আটক করা হয়েছে৷
ছবি: Jeremy Lock/REUTERS
স্কুলে গুলি
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটন শহরের টিম্বারভিউ হাই স্কুলে বুধবার গুলির ঘটনা ঘটেছে৷ ঐ স্কুলেরই ছাত্র ১৮ বছর বয়সি টিমোথি জর্জ সিম্পকিনস এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়৷ কয়েক ঘণ্টা পর তাকে আটক করা হয়৷
ছবি: Jeremy Lock/REUTERS
আহত চার
গুলির ঘটনায় চারজন আহত হয়েছেন৷ এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ আহত চারজনের মধ্যে তিনজন ঐ স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: Jeremy Lock/REUTERS
সহিংস ঘটনা নয়
আর্লিংটনের সহকারী পুলিশ প্রধান কেভিন কোলবাই জানিয়েছে, শ্রেণিকক্ষে ঝগড়া থেকে গুলির সূত্রপাত৷ ‘‘এটা কোনো সাধারণ সহিংস ঘটনা ছিল না৷’’
ছবি: Jeremy Lock/REUTERS
পরিবারের বক্তব্য
আটক ছাত্র সিম্পকিনসের পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুলে সিম্পকিনসকে বুলি বা উত্যক্ত করা হয়েছে৷ এমনকি দুবার তার জিনিস চুরি করা হয়েছে৷ ‘‘সে যে কাজটা করেছে তা ঠিক করেনি৷ তবে সে নিজেকে রক্ষার চেষ্টা করেছ,’’ বলে জানান তিনি৷
ছবি: Jeremy Lock/REUTERS
বন্দুক কীভাবে পেল
সিম্পকিনস বন্দুক কীভাবে পেল তা জানতে তদন্ত শুরু হয়েছে৷
ছবি: Jeremy Lock/REUTERS
টেক্সাসে স্কুলে সবচেয়ে বড় গুলির ঘটনা
২০১৮ সালের মে মাসে হিউস্টনের কাছে সান্তা ফে হাই স্কুলে ১৭ বছর বয়সি এক কিশোর শটগান ও পিস্তল দিয়ে গুলি চালালে ১০ জন মারা যান৷ এদের বেশিরভাগই শিক্ষার্থী ছিল৷
ছবি: picture-alliance/AP Photo/KTRK-TV ABC13
স্কুলে গুলির ঘটনার পরিসংখ্যান
ওয়াশিংটন পোস্টের হিসাব বলছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ২৯টি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ ২০১৯ সালে সংখ্যাটি ছিল ২৭৷ পোস্টের হিসাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা ধরা হয়নি৷
ছবি: picture-alliance/AP Photo/KTRK-TV ABC13
যুক্তরাষ্ট্রে স্কুলে সবচেয়ে বড় গুলির ঘটনা
২০১৮ সালে ফ্লরিডার পার্কল্যান্ডের এক হাই স্কুলে গুলিতে ১৭ জন নিহত হয়েছিলেন৷ হামলাকারী ঐ স্কুলেরই সাবেক শিক্ষার্থী ছিলেন৷