1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের হাতে ‘শহিদ' হয়েছেন লাদেন: ইমরান খান

২৬ জুন ২০২০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মন্তব্য করেছেন, ২০১১ সালে অভিযান চালিয়ে আল-কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে৷ ওয়াশিংটনের সঙ্গে পূর্বসূরিদের সম্পর্ক ও মার্কিনিদের ‘ওয়ার অন টেরর'-এর বরবাবরই সমালোচক ইমরান৷

Osama Bin Laden Porträt
ছবি: Getty Images/AFP

বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে ইমরান খান এ মন্তব্য করেন৷ তিনি বলেন, ‘‘আমরা যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেরর অবস্থানের পক্ষ নিলাম৷ কিন্তু তারা এখানে অভিযান করল এবং তাকে হত্যা করল, শহিদ করল এবং ... পুরো দুনিয়া আমাদের বিরুদ্ধে অবমাননাকর কথা বলল, আমাদের কিছু জানাল না (অভিযানের বিষয়ে), যেখানে আমরা এই ওয়ার অন টেররের কারণে ৭০,০০০ মানুষকে হারিয়েছি৷''

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

২০১১ সালের ২ মে মার্কিন নেভির সিল বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন অভিযান চালিয়ে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে৷ এ সময় লাদেনের কয়েকজন সহযোগীও মারা যান৷

ওয়াশিংটন সবসময় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, তারা সন্ত্রাসী ও জঙ্গিদের লালন করে৷ ইসলামাবাদও সবসময় তা অস্বীকার করে আসছে৷ ইমরান ওয়াশিংটনকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘‘ওয়ার অন টেররে আমরা অ্যামেরিকাকে সমর্থন দিয়েছি এবং এর বদলে শুধু অপমানই সয়েছি৷ আফগানিস্তানে সব ব্যর্থতার জন্য তারা আমাদের ওপরই দোষ চাপিয়েছে৷ তারা আফগানিস্তানে সফল হতে পারেনি, সে কারণে আমাদের ওপর খোলাখুলিভাবে দোষ চাপিয়েছে৷''

লাদেনকে শহিদ বলে উল্লেখ করায় অবশ্য কড়া সমালোচনার মুখে পড়েছেন ইমরান খান৷ বিরোধী নেতা খাজা মোহাম্মদ আসিফ বলেন, ‘‘তিনি (বিন লাদেন) আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু তাকে তিনি (ইমরান) শহিদ বলে ডাকছেন৷''

এদিকে, ইমরান খানের সমালোচনা করে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি টুইটারে লিখেছেন, ওসামাকে প্রধানমন্ত্রীর শহীদ হিসেবে উল্লেখ করা পাকিস্তানের ‘সহিংস সন্ত্রাসবাদকে তোষণ করার ইতিহাসকেই তুলে ধরেছে৷’ 


জেডএ/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ