1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থগিত করছেন ট্রাম্প

২১ এপ্রিল ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইটে সে দেশে সাময়িকভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ রাখবেন বলে জানিয়েছেন৷ তবে কবে থেকে তা শুরু হবে জানাননি তিনি৷

ছবি: AFP/M. Ngan

‘‘অদৃশ্য শত্রুর কাছ থেকে হামলা এবং মহান মার্কিন নাগরিকদের চাকরি বাঁচানোর জন্য় আমি যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের জন্য় একটি নির্বাহী আদেশে সই করবো,’’ টুইটে লেখেন ট্রাম্প৷

প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের কারণ, কবে থেকে এটি শুরু হবে এবং এর আইনগত বৈধতার বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে হোয়াইট হাউস৷

ডেমোক্র্যাট দলের কয়েকজন নেতা ইতিমধ্যে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন৷ তাঁদের অভিযোগ, করোনা মোকাবিলায় প্রশাসনের ধীরগতি ও ব্যর্থতা ঢাকতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন৷

ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী অ্য়ামি ক্লোবুচার এক টুইটে লিখেছেন, ‘‘আমাদের দেশ যখন মহামারির বিরুদ্ধে লড়ছে, কর্মীদের জীবন যখন বিপদের মুখে, তখন প্রেসিডেন্ট অভিবাসীদের আক্রমণ করছেন এবং নিজের ব্য়র্থতার জন্য অন্যদের দায়ী করছেন৷’’

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের অন্যতম অঙ্গীকার ছিল অভিবাসন কমানো৷ দায়িত্ব নেয়ার পর তিনি ও তাঁর কর্মকর্তারা বৈধ ও অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করেন৷ 

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছেন, যা বিশ্বে সর্বোচ্চ৷

গতমাসে দুই কোটি ২০ লাখের বেশি মার্কিন নাগরিক বেকার ভাতার জন্য আবেদন করেন৷

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থনীতি চাঙা করতে চাইছেন ট্রাম্প৷ তাই শিগগিরই অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর উপর জোর দিচ্ছেন তিনি৷

এই অবস্থায় অভিবাসন স্থগিত ‘একটি নির্বোধ সিদ্ধান্ত' বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলের আরেক সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জুলিয়াম ক্য়াস্ট্রো৷ এক টুইটে তিনি লিখেছেন, ‘‘অভিবাসন বন্ধের অর্থ ইতিমধ্যে দুর্বল হয়ে যাওয়া অর্থনীতিকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়া৷''

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ