1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে আবার বন্দুকধারীর তাণ্ডব

২ অক্টোবর ২০১৫

বৃহস্পতিবার সকাল৷ অরেগন রাজ্যের রোজবার্গ শহরের আম্পকোয়া কমিউনিটি কলেজ৷ সশস্ত্র আততায়ী একটি ক্লাসে ঢুকে ন'জনকে হত্যা করে, আহত হন সাতজন৷ আততায়ী নিজেও পুলিশের গুলিতে নিহত হয়৷

Oregon - Amoklauf
ছবি: Reuters

‘‘আমার মুখে তার নাম কোনোদিন শুনবেন না’’: শেরিফ জন হ্যানলিন

01:52

This browser does not support the video element.

মার্কিন যুক্তরাষ্ট্রের ধারা অনুযায়ী, ২৬ বছর বয়সি হত্যাকারীর নাম ইতিমধ্যেই মিডিয়ায় প্রকাশ হয়ে গেছে, যদিও কর্তৃপক্ষ এখনও সরকারিভাবে তার নাম ঘোষণা করেননি৷ ডগলাস কাউন্টি শেরিফ জন হ্যানলিন একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি আততায়ীর নাম ঘোষণা করে তার সম্ভাব্য উদ্দেশ্য সফল হতে দিতে চান না৷

পুলিশ আম্পকোয়া কলেজের বাইরে ছাত্রদের তল্লাসি করছে...ছবি: picture-alliance/Mike Sullivan/Roseburg News-Review via AP

সিএনএন-এর খবর অনুযায়ী আততায়ীর সাথে ছিল তিনটি হ্যান্ডগান ও একটি ‘‘লং গান''; সে বডি আর্মার পরে ছিল৷ আততায়ী দৃশ্যত ভীত ছাত্রদের একের পর এক উঠে দাঁড়িয়ে তাদের ধর্ম কী, তা বলতে বলে – তারপর তাদের একের পর এক গুলি করে মারে৷ এক প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী আততায়ী লেকচার হলে ঢোকার পরেই অধ্যাপককে অতি কাছ থেকে গুলি করে মারে৷

তারপর সে অকুস্থলে দাঁড়িয়ে উপস্থিত ছাত্রদের একের পর এক প্রশ্ন করতে থাকে: ‘‘তুমি কি খ্রিষ্টান? যদি তুমি খ্রিষ্টান হও, তবে তুমি উঠে দাঁড়াও৷ যেহেতু তুমি খ্রিষ্টান, সেহেতু তুমি ঈশ্বরকে আর এক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে৷'' তারপর সে গুলি চালায়; এইভাবে একজনের পর একজনকে হত্যা করে৷

অরেগন-এর হত্যাকাণ্ড ধরলে, যুক্তরাষ্ট্র্রে এ বছর ২৯৪টি ‘মাস শুটিং' বা এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে, বলে জানাচ্ছে মাস শুটিং ট্র্যাকার ওয়েবসাইট, একটি ক্রাউড-সোর্সড ডাটাবেজ৷ যুক্তরাষ্ট্রের শিথিল আগ্নেয়াস্ত্র আইনের বিরোধীরা এই ওয়েবসাইটটি চালান৷

স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ক্ষোভ চেপে রাখতে পারেননি৷ ‘‘এ যেন গতানুগতিক হয়ে দাঁড়িয়েছে'', বলেছেন ওবামা৷ ‘‘এ নিয়ে খবর করা গতানুগতিক হয়ে দাঁড়িয়েছে, এই পোডিয়ামে দাঁড়িয়ে আমার প্রতিক্রিয়া জানানোটাও গতানুগতিক হয়ে দাঁড়িয়েছে৷ আমরা যেন অবশ হয়ে পড়েছি৷''

‘‘আমার মুখে তার নাম কোনোদিন শুনবেন না’’: শেরিফ জন হ্যানলিন

01:52

This browser does not support the video element.

প্রেসিডেন্ট তাঁর বার্তায় মার্কিন গান লবিকেও এক হাত নিয়েছেন৷ ‘‘এই মুহূর্তে নানা ধরনের প্রেস রিলিজ ছাড়া হচ্ছে, বলে আমি ধরে নিতে পারি৷ ‘আমাদের আরো বন্দুক চান', হবে একটি যুক্তি, ‘আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইনের সংখ্যা কমাও৷' সেটা কি কেউ বিশ্বাস করে?'', বলেছেন ওবামা৷

‘‘অ্যামেরিকায় আজ প্রতিটি পুরুষ, মহিলা অথবা শিশুকে ধরলে, সকলের মাথাপিছু অন্তত একটি করে বন্দুক আছে৷ কাজেই আরো বেশি বন্ধুক আমাদের নিরাপত্তা বাড়াবে, এই যুক্তি কি আন্তরিকভাবে উত্থাপন করা চলে?'' প্রশ্ন করেছেন বারাক ওবামা৷

এসি/ডিজি (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ