1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আবার স্কুলে গুলি, মৃত তিন

১৭ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের স্কুলে আবার গুলি চললো। উইসকনসিনে অপ্রাপ্তবয়স্ক পড়ুয়ার গুলিতে মৃত দুই, আহত ছয়। পড়ুয়াও মারা গেছে।

ম্যাডিসনের এই স্কুলেই গুলিটালনার ঘটনা ঘটেছে।
গুলিচালনার ঘটনার খবর পেয়েই পুলিশ স্কুলে পৌঁছায়। ছবি: Cullen Granzen/REUTERS

উইসকনসিনের ম্যাডিসনে বেসরকারি স্কুল অ্যাবান্ডান্ট লাইফ খ্রিস্টান স্কুলে এই গুলিচালনার ঘটনা ঘটে। এই স্কুলে চারশ জন ছাত্রছাত্রী পড়ে। কিন্ডারগার্টেন থেকে ১২ ক্লাস পর্যন্ত পড়ানো হয়। 

ম্যাডিসনের পুলিশ প্রধান জানিয়েছেন, গুলিচালনার ঘটনায় যে ছয়জন আহত হয়েছেন, তার মধ্যে দুইজনের অবস্থা সংকটজনক। দুইজন সামান্য আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। বন্দুকধারীর গুলিতে মৃত দুইজনের মধ্যে একজন শিক্ষক।

ম্যাডিসনের পুলিশ প্রধান শন বার্নেস বলেছেন, বন্দুকধারীর হাতে হ্যান্ডগান ছিল। তাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে।

তার বা অন্য যারা মারা গেছেন এবং আহত হয়েছেন, তাদের পরিচয় জানায়নি পুলিশ। এমনকী বন্দুকধারী ছেলে না মেয়ে সেকথাও জানানো হয়নি। কেন সে গুলি চালিয়েছিল, সেটাও জানাতে পারেনি পুলিশ।

পুলিশ যা বলেছে

বার্নেস জানিয়েছেন, অভিযুক্ত বন্দুকধারী স্কুলের পড়ুয়া। সে তার হ্যান্ডগান দিয়ে হামলা করেছে। তাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে পুলিশ কোনো গুলি চালায়নি।

ঘটনা ক্লাসরুমের ভিতরে না বাইরে হয়েছে, সেটাও পুলিশ জানায়নি।

বার্তাসংস্থা এপি ও মার্কিন মিডিয়া সিএনএন পুলিশ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, আক্রমণকারী একজন ১৭ বছর বয়সি মেয়ে। সে প্রথমে অন্যদের উপরে হামলা করে। পরে নিজেকে গুলি করে।

বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, সমীক্ষা অনুসারে স্কুল বা অন্যত্র যারা গুলি চালিয়েছে, তাদের মধ্যে তিন শতাংশ নারী, বাকিরা সকলেই পুরুষ।

বার্নেস জানিয়েছেন, অভিযুক্তের পরিবার তাদের সবধরনের সাহায্য করছে।

স্কুলের ডিরেক্টর অফ রিলেশনস বারবারা উইয়ার্স  বলেছেন, একমাস আগেই স্কুলে অ্যাকটিভ শুটার প্রশিক্ষণ হয়েছিল।

তিনি জানিয়েছেন, স্কুলের জন্য কোনো নির্দিষ্ট পুলিশ অফিসার নেই। তবে আক্রমণের সময় পড়ুয়ারা খুবই ভালোভাবে পরিস্থিতি সামলেছে।

সাংবাদিক সম্মেলনে বার্নেস বলেছেন, ''আজ শুধু ম্যাডিসনের জন্য নয়, অ্যামেরিকার জন্যই দুঃখের দিন। এই ঘটনা আমাদের সমাজে সহিংসতার কথা মনে পড়িয়ে দেয়। ওই স্কুলবাড়ির প্রতিটি পড়ুয়া এই ঘটনায় চিরদিনের মতো প্রভাবিত হবে। সারা জীবন ধরে তাদের মনে এই আতঙ্ক থেকে যাবে।'' 

২০২৪ সালের ৩২২তম ঘটনা

কে-১২ স্কুল শুটিং ডেটাবেস ওয়েবসাইট অনুসারে, ম্যাডিসনে এই গুলিচালনার ঘটনা হলো এই বছরে স্কুলে গুলিচালনার ৩২২তম ঘটনা। অ্যামেরিকার ইতিহাসে স্কুলে গুলিচালনার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছিল গতবছর। তারপরই দুই নম্বরে থাকবে ২০২৪ সালে ৩২২টি স্কুলে গুলিচালনার ঘটনা।

মেয়র সত্যা রোডস কনওয়ে বলেছেন, ''দেশের জন্য, সমাজের জন্য স্কুলে গুলিচালনার ঘটনা বন্ধ করতেই হবে।''

জিএইট/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ