1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপর ছুরি হামলা

২৯ ডিসেম্বর ২০১৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শহরতলী এলাকায় ইহুদিদের নববর্ষ উদযাপন অনুষ্ঠানে হামলায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ৷

New York Monsey Angriff auf Ultraorthodoxe Juden
ছবি: Reuters/E. Munoz

নিউইয়র্কের পাশ্ববর্তী মনসি এলাকায় ইহুদি ধর্মাম্বলীদের একটি বাড়িতে শনিবার সন্ধ্যায় হানুক্কাহ নববর্ষ উদযাপন অনুষ্ঠান করতে শতাধিক মানুষ জড়ো হন৷ এ সময় ছুরি হাতে এক ব্যক্তি প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ৷

ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ধর্মীয় রীতিতে হানুক্কাহ নববর্ষ উদযাপন করে থাকেন ইহুদি ধর্মাবলম্বীরা৷

হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ৷ তাবে তাকে চিহ্নিত করা গেছে বলে দাবি পুলিশের৷

এ ঘটনার পূর্ণ তদন্তের আদেশ দিয়েছেন নিউইর্কের গভর্নর আন্ড্রেও কিউমো৷

ঘটনাটিকে ‘ভয়াবহ' উল্লেখ করে নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, ‘‘এ এলাকাটিতে অনেক ইহুদি পরিবার রয়েছে৷ তারা আতঙ্কের মধ্যে আছেন৷ তারা অত্যন্ত আতঙ্কিত৷ এমনকি নিজেদের ধর্মীয় পোশাক পরে বাইরে যেতেও ভয় পান তারা৷''

এ হামলাকে ‘বর্বর আক্রমণ' বলে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷

মনসি এলাকায় মূলত অর্থোডক্স ইহুদিরা বাস করেন৷ নিউইয়র্ক ও এর আশেপাশের এমন এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে পুলিশ অন্তত ছয়টি ইহুদিবিদ্বেষী হামলার কথা জানিয়েছে৷

নিউইয়র্ক গভর্নর কিউমো বলেন, ‘‘আমি স্পষ্ট করে বলতে চাই, ইহুদী বিদ্বেষ ও ধর্মান্ধতা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক৷ এ বিষয়ে আমরা জিরো-টলারেন্স নীতি অনুসরণ করবো৷''

আরআর/এডিকে (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ