1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে একদিনে  সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

৫ জানুয়ারি ২০২২

ওমিক্রন ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে রেকর্ড হারে করোনা বাড়ছে৷ সোমবার ১০ লাখেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে দেশটিতে৷ প্রেসিডেন্ট বাইডেন বর্তমান ঢেউকে ‘টিকা না নেয়াদের মহামারি' হিসেবে ঘোষণা দিয়েছেন৷

USA | Coronavirus | Covid-19 | Menschen schützen sich mit Masken vor einer Covid-19 Erkrankung
ছবি: SHANNON STAPLETON/REUTERS

জনস হপকিন্স  বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়, নতুন বছরের প্রথম সপ্তাহ শেষের পর সোমবার একদিনে ১০ লাখ ৮০ হাজার ২১১ জন আকান্ত হয়েছে, যা বিশ্বে একটা রেকর্ড৷ এর আগের রেকর্ড ছিল ৩০ ডিসেম্বর ৫ লাখ ৯০ হাজার ৫৭৬৷ 

বিশেষজ্ঞরা ওমিক্রন ভ্যারিয়েন্টকে সবচেয়ে ছোঁয়াচে হিসেবে ধারণা করছে৷ ক্রিসমাসের পর যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের ৫৯ ভাগ মানুষের দেহে ওমিক্রন সনাক্ত হয়েছে৷ 

মার্কিন প্রেসিডেন্টের আহ্বান

যারা এখনও টিকা নেননি তাদের অবিলম্বে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ বাকিদের বুস্টার নেয়ার আহ্বান জানিয়েছেন৷ হোয়াইট হাউসেও সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি৷  বাইডেন বলেন, টিকার ক্ষেত্রে কোন অজুহাত মানা হবে না৷ কারণ যারা টিকা নেননি তাদের জন্য এটা মহামারি হিসেবে দেখা দেবে৷ 

এপিবি/কেএম (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ