ওমিক্রন ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে রেকর্ড হারে করোনা বাড়ছে৷ সোমবার ১০ লাখেরও বেশি করোনা আক্রান্ত হয়েছে দেশটিতে৷ প্রেসিডেন্ট বাইডেন বর্তমান ঢেউকে ‘টিকা না নেয়াদের মহামারি' হিসেবে ঘোষণা দিয়েছেন৷
বিজ্ঞাপন
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত রিপোর্টে বলা হয়, নতুন বছরের প্রথম সপ্তাহ শেষের পর সোমবার একদিনে ১০ লাখ ৮০ হাজার ২১১ জন আকান্ত হয়েছে, যা বিশ্বে একটা রেকর্ড৷ এর আগের রেকর্ড ছিল ৩০ ডিসেম্বর ৫ লাখ ৯০ হাজার ৫৭৬৷
বিশেষজ্ঞরা ওমিক্রন ভ্যারিয়েন্টকে সবচেয়ে ছোঁয়াচে হিসেবে ধারণা করছে৷ ক্রিসমাসের পর যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের ৫৯ ভাগ মানুষের দেহে ওমিক্রন সনাক্ত হয়েছে৷
যুক্তরাষ্ট্রে শিশুদের টিকা দেয়া শুরু
করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে৷ তবে ব্যাপকহারে টিকা দেয়া শুরুর পর থেকে মৃত্যুহার কমছে৷ ঝুঁকির বাইরে রাখতে শিশুদেরও টিকা দেয়া শুরু হয়েছে৷ দেখুন ছবিঘরে...
ছবি: Michelle McLoughlin/REUTERS
কোন শিশুরা?
যুক্তরাষ্ট্রে বড়দের দুই ডোজ টিকা দেয়ার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে৷ এখন শুরু হলো ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের কোভিড-১৯ টিকা দেয়ার কার্যক্রম৷ ওপরের ছবিতে কানেক্টিকাটের স্টোরস এলাকার টিকাকেন্দ্রে কোনো এক শিশুর জন্য রাখা একটি ফাইজার-বায়োনটেক টিকা৷
কানেক্টিকাটে টিকা নেয়ার সময় সাত বছর বয়সি এমা ইঙ্গল কান্না জুড়ে দেয়৷ শিশুদের টিকা বা ইনজেকশন দেয়ার সময় এমন দৃশ্য অবশ্য সব দেশেই দেখা যায়৷
ছবি: Michelle McLoughlin/REUTERS
মা আর মেয়রের স্নেহ
পাঁচ বছর বয়সি কার্টার ডিকার্সনকে তার মা একা সামলাতে পারছিলেন না৷ ভয় কাটাতে শিশুর হাতে হাত রাখতে হয়েছিল ওয়াশিংটন ডিসির মেয়র মারিয়েল বাওজারকেও৷
ছবি: Tom Brenner/REUTERS
মায়ের কোলে নিশ্চিন্ত ক্লারা
ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে টিকা নেয়ার সময় ছয় বছর বয়সি ক্লারা বেংলে একটুও কাঁদেনি৷ মায়ের কোলে নিশ্চিন্ত ছিল সে৷
ছবি: Mike Blake/REUTERS
কারো পৌষমাস, কারো সর্বনাশ
ছয় বছর বয়সি সন লিয়ামকে টিকা দেয়াতে পেরে মা মনিকা স্ট্রিকল্যান্ড আর বোন ম্যাডেলিন খুব খুশি৷ মা আর বোন যখন ‘থাম্বস আপ’ করছে লিয়াম কিন্তু তখনো ব্যথায় কাঁদছে!
ছবি: Mike Blake/REUTERS
আট লাখের পথে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত সাত লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন৷ ওপরে ওয়াশিংটনের মেরি’জ সেন্টারে করোনা টিকার পরিত্যক্ত বেশ কিছু সিরিঞ্জে৷
ছবি: Tom Brenner/REUTERS
7 ছবি1 | 7
মার্কিন প্রেসিডেন্টের আহ্বান
যারা এখনও টিকা নেননি তাদের অবিলম্বে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ বাকিদের বুস্টার নেয়ার আহ্বান জানিয়েছেন৷ হোয়াইট হাউসেও সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি৷ বাইডেন বলেন, টিকার ক্ষেত্রে কোন অজুহাত মানা হবে না৷ কারণ যারা টিকা নেননি তাদের জন্য এটা মহামারি হিসেবে দেখা দেবে৷