1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গাড়ি-হামলার অভিযুক্ত মৃত

২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় মৃত্যু বেড়ে ১৫। পুলিশের গুলিতে অভিযুক্ত মৃত।

নিউ অরলিন্সে ঘটনাস্থলে পুলিশ-সহ জরুরি পরিষেবার কর্মীরা।
অভিযুক্তের গাড়ি থেকে আইএসের পতাকা পাওয়া গেছে বলে এফবিআই জানিয়েছে। ছবি: Gerald Herbert/ASSOCIATED PRESS/picture alliance

এফবিআই জানিয়েছে, ৪২ বছর বয়সি অভিযুক্তর গাড়ি থেকে আইএসের পতাকা পাওয়া গেছে। তাছাড়া গাড়িতে বিস্ফোরকও ছিল। এফবিআই জানিয়েছে, এটা জঙ্গি হানা

এফবিআই বলেছেন, ওই অভিযুক্তকে নিয়ে তারা মানুষের কাছ থেকে আরো তথ্য চাইছেন। অভিযুক্ত একসময় মার্কিন সেনাবাহিনীতেও ছিল।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, এফবিআইয়ের সহকারী স্পেশ্যাল এজেন্ট অ্যালিথিয়া ডানকান সাংবাদিকদের জানিয়েছেন, ''আমরা মনে করি না, অভিযুক্ত একাই এই কাণ্ড ঘটিয়েছে। আমরা প্রতিটি সূত্র ধরে তদন্ত করছি। অভিযুক্তের পরিচিত সহযোগীদের বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে। এর পিছনে একাধিক মানুষ  থাকতে পারে বলে মনে করা হচ্ছে।''

পালাবার সময় পুলিশের গুলিতে মৃত

নিউ অরলিন্সের পুলিশ প্রধান অ্যানে কির্কপ্যাট্রিক জানিয়েছেন, ''অভিযুক্ত গাড়িতে রাখা আগ্নেয়াস্ত্র দিয়ে গাড়ির ভিতর থেকেই পুলিশের দিকে গুলি ছুঁড়তে শুরু করে। এর ফলে দুইজন পুলিশ কর্মী আহত হন। অভিযুক্তর কাছে একটি পিক আপ ট্রাক ছিল। সেটাই সে বর্ষশেষের অনুষ্ঠানে সমবেত মানুষের মধ্যে চালিয়ে দেয়।''

পুলিশ প্রধান বলেছেন, ''দুই অফিসারের গায়ে গুলি লেগেছে। তবে তারা ভালো আছেন।''

তিনি জানিয়েছেন, এফবিআই এখন তদন্তের ভার নিয়েছে। এখন য়েন কেউ ওই রাস্তায় না যান। তদন্ত ও সুরক্ষার জন্যই এই নির্দেশ দেয়া হয়েছে। ঘটনাস্থলে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি পাওয়া গেছে। 

প্রচুর পুলিশ থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। ছবি: MATTHEW HINTON/AFP

ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশ ঢোকা-রনোর পথে ব্যারিকেডও করে রেখেছিল। কিন্তু তারা যখন সাময়িকভাবে ব্যারিকেড সরাচ্ছিল, তখন অভিযুক্ত ট্রাক নিয়ে ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, তারা ব্যবস্থা নেয়া সত্ত্বেও অভিযুক্ত তার পরিকল্পনামাফিক আক্রমণ করতে পেরেছে।

মার্কিন সেনায় ছিল

অভিযুক্ত মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিল। ১০ বছর সে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসাবে সেনায় ছিল। সেনা মুখপাত্র জানিয়েছেন, ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০১০ সালের জানু.য়ারি পর্যন্ত সে আফগানিস্তানে স্টাফ সার্জেন্ট হিসাবে ছিল।

পুলিশ রেকর্ড থেকে দেখা গেছে অভিযুক্ত হিউস্টনে রিয়েল এস্টেটে কাজ করত। চার বছর আগে সে একটা ভিডিও পোস্ট করে। সেখানে সে দাবি করেছে, তার জন্ম ও বেড়ে ওঠা হিউস্টন থেকে ১৩০ কিলোমিটার দূরের বোমন্ট শহরে।

তদন্তকারী কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, অভিযুক্ত একটি ভিডিও রেকর্ড করেছিল, তাতে সে আইএসে য়োগ দেয়ার স্বপ্নের কথা জানিয়েছিল। জঙ্গি সংগঠন আইএস একসময় ইরাক ও সিরিয়ায় অনেকখানি অংশ নিয়ন্ত্রণ করতো। পরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের আক্রমণে তারা শক্তি হারায়। বিশেষজ্ঞদের মতে, এখনো তারা অনলাইনে সদস্য নিয়োগ করে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ