1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গুলিতে চার পুলিশ সদস্য নিহত

৩০ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের শার্লটে সোমবার গোলাগুলিতে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে৷ তাদের দিকে গুলি ছোঁড়া ব্যক্তি ঘটনাস্থলে প্রাণ হারান৷

নর্থ ক্যারোলাইনা রাজ্যের শার্লটে পুলিশ সদস্যরা
নর্থ ক্যারোলাইনা রাজ্যের শার্লটে অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েন পুলিশ সদস্যরাছবি: Nell Redmond/AP Photo/picture alliance

অবৈধ অস্ত্র রাখার দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে গিয়ে গুলির মুখে পড়েন পুলিশ সদস্যরা৷

শার্লট-ম্যাকলেনবুর্গ পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জনি জেনিংস এক সংবাদ সম্মেলেন জানান, পুলিশের দিকে গুলি ছোঁড়া সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়েছে৷ আরও দুজন বন্দুকধারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷ চারজন নিহত হওয়ার পাশাপাশি এ ঘটনায় চার পুলিশ সদস্য আহতও হয়েছেন বলে জানান তিনি৷ আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷

নিহত চারজনের মধ্যে তিনজন ইউএস মার্শাল টাস্ক ফোর্সের সদস্য৷ অন্যজন শার্লট-ম্যাকলেনবুর্গ পুলিশ ডিপার্টমেন্টের সদস্য৷ তার নাম জশুয়া আয়ার৷ কয়েক সপ্তাহ আগে তিনি সেরা পুলিশ কর্মকর্তার পুরস্কার পেয়েছিলেন৷

জেনিংস জানান, ওয়ারেন্ট নিয়ে এক বাড়িতে যাওয়ার পর পুলিশের দিকে গুলি ছোঁড়া হয়৷ তখন পুলিশও গুলি করলে এক সন্দেহভাজন বাড়ির সামনে নিহত হন৷ এরপর বাড়ির ভেতর থেকে গুলি শুরু হয়৷ তিন-চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷

এক নারী ও ১৭ বছর বয়সি এক তরুণকে উচ্চক্ষমতাসম্পন্ন রাইফেলসহ বাড়িতে পাওয়া যায় বলে জেনিংস জানিয়েছেন৷

প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে৷ তিনি নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ