1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

যুক্তরাষ্ট্রে ঘরে এসে কৃষ্ণাঙ্গ নারীকে হত্যা করলো পুলিশ

২৪ জুলাই ২০২৪

পুলিশের সঙ্গে কথা বলার সময় হাতে ছিল ফুটন্ত পানির পাত্র৷এ কারণে সোজা গুলি চালালো পুলিশ৷ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নারীর এমন মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে৷

নিহত সনিয়া ম্যাসি
নিহত সনিয়া ম্যাসিছবি: Uncredited/ASSOCIATED PRESS/picture alliance

সোমবার পুলিশের বডিক্যামেরার ফুটেজ থেকে জানা গেছে কীভাবে পুলিশের সাহায্য চাওয়া এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করে হত্যা করে এক পুলিশকর্মী৷

সোনিয়া ম্যাসি নামের ওই নারী ফোন করে ডেকেছিলেন পুলিশকে৷ তিনি ভেবেছিলেন তার বাসায় কেউ ঢুকে পড়েছে৷

একটি সংবাদ সম্মেলনে মঙ্গলবার নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্রাম্প এই গুলিচালনার ঘটনাকে ‘যুক্তিহীন' বলেন৷ এই ঘটনায় এক পুলিশকর্মীর বিরুদ্ধে উঠেছে হত্যার অভিযোগ৷ ক্রাম্প আরো বলেন, পুলিশ এই ঘটনায় নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে৷

সরকারের তরফে ‘নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের'- কথা বলা হয়েছে বলে জানান ক্রাম্প৷

এই হত্যার ঘটনা গোটা অ্যামেরিকাকে নাড়িয়ে দিয়েছে৷ প্রেসিডেন্ট জো বাইডেন সোনিয়া ম্যাসিকে একজন ‘ভালোবাসাময় মা, বন্ধু, মেয়ে ও কৃষ্ণাঙ্গ তরুণী' হিসাবে বর্ণনা করে বলেন, তার ‘‘বেঁচে থাকা উচিত ছিল৷''

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ভিডিও প্রকাশ, নিন্দা

01:39

This browser does not support the video element.

কী ছিল ফুটেজে?

স্যাঙ্গামন কাউন্টি শেরিফ অফিসের ভাষ্য অনুযায়ী, শিকাগো থেকে ৩২২ কিলোমিটার দূরে স্প্রিংফিল্ড অঞ্চলে নিজের বাসায় কেউ ঢুকে পড়েছে ভেবে ৯১১ নম্বরে ফোন করেন ৩৬ বছর বয়সি সোনিয়া৷ তারপর ৬ জুলাই মধ্যরাত পেরোনোর কিছু পরে তার বাসায় আসে পুলিশ৷

ভিডিওতে দেখা গেছে তিনি দুজন পুলিশ কর্মীর সাথে কথা বলছেন, পুলিশ তার পরিচয় যাচাই করেন৷

তারপর পুলিশকর্মীরা সোনিয়াকে বলেন, চুলায় বসানো ফুটন্ত পানির পাত্রের দিকে খেয়াল রাখতে৷ তারা বলেন, ‘‘আমরা চাই না আমরা থাকতে থাকতে এখানে আগুন লাগুক৷''

এক পুলিশকর্মী পেছনে সরে গেলে সোনিয়া কারণ জানতে চান, সেই কর্মী হাসতে হাসতে সোনিয়াকে নির্দেশ দেন, ‘‘ফুটন্ত পানি থেকে দূরে সরুন!''

সেই পাত্র হাতে নিয়ে ঠান্ডা গলায় সোনিয়া বলেন, ‘‘ওহ, আমি যীশুর নামে তোমায় ভর্ৎসনা করছি৷''

জবাবে এক পুলিশকর্মী গালিগালাজপূর্ণ রুক্ষ ভাষায় সোনিয়াকে পাত্রটি নামিয়ে রাখতে বলেন৷ আরো বলেন, তিনি তাকে গুলি করবেন৷

ক্ষমা চাইতে চাইতে পাত্রটি হাতে নিয়ে সোনিয়া রান্নাঘরের কাউন্টারের পেছনে সরে যান৷ পুলিশের চিৎকার শোনা যায়, ‘পাত্র নিচে রাখুন!''

তারপরই সোনিয়াকে ঘিরে ফেলে গুলি চালায় পুলিশ৷ ভিডিওতে দেখা গেছে শন জি. নামের এক পুলিশকর্মী সোনিয়াকে লক্ষ্য করে তিনবার গুলি চালান, যার মধ্যে একটি তার মাথায় গিয়ে লাগে৷

পরে, সেই পুলিশ কর্মীরা দাবি করেন, তাদের ভয় ছিল যে ফুটন্ত পানি হয়ত তাদের মাথায় এসে পড়বে৷

পুলিশকর্মীদের কী হলো?

শ্বেতাঙ্গ পুলিশকর্মী শন জি-কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েঝে৷ তার বিরুদ্ধে হত্যার অভিযোগও আনা হয়েছে৷ কাউন্টি শেরিফের তরফে প্রকাশিত বিবৃতিতে তার এই আচরণকে ‘যুক্তিহীন ও অসতর্ক সিদ্ধান্ত' বলা হয়েছে৷

গত সপ্তাহে গ্র্যান্ড জুরি শন জিকে অভিযুক্ত করে৷ ফার্স্ট ডিগ্রি খুনের সাথে তার বিরুদ্ধে রয়েছে আগ্নেয়াস্ত্রসহ গুরুতর আঘাত ও অপেশাদার আচরণের অভিযোগ৷

দোষী সাব্যস্ত হলে খুনের দায়ে ৪৫ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে তার৷ সাথে ছয় থেকে ৩০ বছরের কারাবাস আঘাতের জন্য ও দুই থেকে পাঁচ বছরের কারাবাস অপেশাদার আচরণের জন্য৷

মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের পুলিশের হাতে মৃত্যুর যে ধারা চলছে, তারই তালিকায় নতুন নাম সোনিয়া ম্যাসি৷

এসএস/এসিবি (এপি, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ