1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়ায় ‘বিরতি’

১৪ এপ্রিল ২০২১

এক ডোজেই কাজ হয় বলে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রতি আগ্রহ বাড়ছিল৷ কিন্তু ছয় জনের রক্তে জমাট বাঁধায় এবং তাদের মধ্যে এক জনের মৃত্যু হওয়ায় এ টিকা আপাতত বন্ধ রাখলো যুক্তরাষ্ট্র৷

USA | Coronavirus | Impstoff von Johnson & Johnson
ছবি: Mary Altaffer/AP Photo/picture alliance

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার সুপারিশে এ টিকা দেয়ার কার্যক্রম স্থগিত করা হয়৷ আজ সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র টিকা নেয়ার পর ছয় জনের রক্ত জমাট বাঁধার বিষয়টি খতিয়ে দেখবে৷
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, রক্ত জমাট বাঁধা ছয় জনই নারী৷ তাদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে৷ ছয় জনের এক জন মারা গেছেন, আরেক জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের ছয় লাখ ৮০ হাজার ডোজ দেয়া হয়েছে৷ এর মধ্যে মাত্র ছয় জনের রক্ত জমাট বাঁধলেও সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র এবং খাদ্য ওষুধ প্রশাসন বিভাগ এক যৌথ বিবৃতিতে বলেছে, টিকা দেয়ার পরে ছয় জনের দেহে যে জটিলতা দেখা দিয়েছে তা বেশ বিরল৷ কয়েকদিন আগে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও জনসন অ্যান্ড জনসনের টিকা নেয়ার পর চার ব্যক্তির রক্ত জমাট বাঁধার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ