1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে জার্মান পর্যটকরা কেন বিপাকে পড়ছেন?

২১ মার্চ ২০২৫

এই বছরেই মোট চারজন জার্মান নাগরিককে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেসন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই আটক করেছে। কেন এমন হলো?

কানসাসে একজন আইসিই অফিসার।
অন্য দেশের নাগরিকরাও অভিযোগ করেছেন, অ্যামেরিকায় ঢোকার সময় তাদের আটক করা হয়েছে। ছবি: The Wichita Eagle/ZUMA Press/picture alliance

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তারা সবসময়েই কিছুটা আক্রমনাত্মক বলে পরিচিত। তবে ইইউ দেশগুলির নাগরিকরা এই কঠিন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া থেকে খানিকটা ছাড় পেতেন। ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথারাইজেশান বা বেড়ানোর বিশেষ সম্মতিপত্র বা পারমিট থাকলে তারা ৯০ দিন আমেরিকাতে বেড়াতে পারেন।

অথচ এই বছরেই মোট চারজন জার্মান নাগরিককে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেসন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই আটক করেছে।

নিস্তার নেই গ্রিন কার্ডেও

১৭ মার্চ-এ ফ্যাবিয়ান স্মিডট কে আটক করে অভিবাসন কর্তারা। ফ্যাবিয়ান এবং তার মা অ্যাস্ট্রিড সিনিয়র পর্যটক নন। গ্রিন কার্ড হোল্ডার। রীতিমতো আইনত যুক্তরাষ্ট্র নিবাসী। ২০০৭ থেকে তারা আমেরিকায় থাকেন। বস্টনের স্থানীয় মিডিয়াকে অ্যাস্ট্রিড বলেন, "আমি অসহায় বোধ করছি।"

তিনি আরো জানান, ৩৪ বছরের ফ্যাবিয়ানকে জার্মানি থেকে আমেরিকায় ফেরার পর ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হয়। প্রায় কোনো জবাবদিহি ছাড়াই। কেবলমাত্র বলা হয় গ্রিন কার্ড সম্পর্কে নতুন সতর্কতা জারি হয়েছে।

অ্যাস্ট্রিড আরো জানান, তার ছেলের খাওয়া হয়নি, ঘুম হয়নি, এমনকি জলও খেতে পারেনি সে। তার উদ্বেগের ওষুধও খেতে দেওয়া হয়নি তাকে।

এই প্রশ্নে আইসিই হাসপাতালে যাওয়ার কথা স্বীকার করলেও আইনি ব্যবস্থা চলছে এটা জানিয়ে বাকি ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেনি। ফ্যাবিয়ানের আইনজীবী ডেভিড কেলার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক করার কোনো কারণ তাকে বা তার মক্কেলকে জানানো হয়নি।  

অ্যামেরিকা অভিবাসন আইনজীবী জন গিহন ডিডাব্লিউকে জানান, বিনা প্রশ্নে কাউকে আটক করার ক্ষেত্রে আইসিইর কোনো সময়সীমা নেই। তিনি বলেন, "অতীতে ৭২ ঘণ্টার মধ্যে কাগজপত্র পেশ করার নীতি থাকলেও সেই নিয়ম এখন কার্যকর নয়।"

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক ডিডাব্লিউকে জানিয়েছেন, বস্টনের কনসাল জেনারেল বিষয়টি সম্পর্কে অবহিত এবং তাদের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া সম্ভব তা নেওয়া হচ্ছে। আটক ব্যক্তি, তার বাড়ির লোক এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

সাধারণ পর্যটকরা আটক

অন্যদিকে এই মাসের শুরুতে পূর্ব জার্মানির বাট বিবরা শহরের বাসিন্দা ২৫ বছরের লুকাস শিলাফ ডের স্পিগেল পত্রিকাকে আমেরিকায় তার সঙ্গে ঘটা একইরকম কষ্টকর অভিজ্ঞতার কথা জানান। দুই সপ্তাহ তাকে বন্দি রেখে জার্মানিতে ফেরত পাঠানো হয়।

লুকাস জানান, তার নেভাডা-নিবাসী বাগদত্তার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে আটক করে অভিবাসন কর্তৃপক্ষ। এর আগেও তিনি বহুবার যুক্তরাষ্ট্রে যাতায়াত করেছেন। এইবার আইসিই তাকে আটক করে। কোমরে শিকল দিয়ে ক্যালিফোর্নিয়ার একটি শিবিরে নিয়ে যাওয়া হয় এবং ১২৮ জনের সঙ্গে বন্দি করা হয়। 

একই রকম ভাবে আইসিইর বন্দিশালায় আটক ছিলেন বার্লিনের ট্যাটু শিল্পী জেসিকা ব্র্যোশে। মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশের সময় তার ব্যাগে ট্যাটুর সরঞ্জাম পান অভিবাসন কর্তারা। এর পরে  তাকে অবৈধ অনুপ্রবেশকারী ধরে নিয়ে বন্দি করা হয় এবং ছয় সপ্তাহ পরে তাকে জার্মানিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

একই অভিজ্ঞতা হয়েছে ২২ বছরের সেলিন ফ্লাডের। ডের স্পিগেলকে তিনি জানান, নিউ ইয়র্ক মায়ামিতে বেড়াতে যাওয়ার সময় তাকে আটক করা হয় তার পাসপোর্টে গোলমাল আছে এই অভিযোগে। তিনি অবশ্য জানিয়েছেন, বৈধ পাসপোর্ট ও পারমিট নিয়েই তিনি সফর করছিলেন।

বার্লিনের নয়া পর্যটন নির্দেশিকা

এই চার জার্মান পর্যটক এবং যুক্তরাষ্ট্র নিবাসীরাই নন, আরো বহু মানুষ অ্যামেরিকার নয়া অভিবাসন অনুশাসনের জাঁতাকলে বিপর্যস্ত হচ্ছেন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অভিবাসীদের গ্রেপ্তার করার আইন আনতে চেয়েছিলেন। আদালতের নির্দেশে তা খারিজ হয়ে যায়।

জার্মানি ছাড়াও ফ্রান্স বা ক্যানাডার মতো দেশের পর্যটকরাও একই অভিজ্ঞতার শিকার হচ্ছেন।

এই অবস্থা জার্মান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যামেরিকা পর্যটনের একটি নয়া নির্দেশিকা বের করে। তাতে জানানও হয় বৈধ ভিসা বা পারমিট থাকলেও জার্মান নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

মন্ত্রণালয় থেকে ডিডাব্লিউকে জানানো হয় এই সাম্প্রতিক ঘটনাগুলি খুবই গুরুতর।

এসসি/জিএইচ(ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ