1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের নতুন কর্মী-সংকোচন পরিকল্পনা

২৯ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় স্তরে নতুন কর্মী কমানোর পরিকল্পনা নিয়ে এলেন ডনাল্ড ট্রাম্প। প্রতিবাদ ইউনিয়নের।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
কর্মী সংকোচন প্রকল্প নিয়ে এলেন ডনাল্ড ট্রাম্প।ছবি: Chip Somodevilla/Pool Photo/AP/picture alliance

সব ফেডারেল কর্মীর কাছে পাঠানো ই-মেইলে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের জানাতে হবে, তারা এই পরিকল্পনায় সায় দিচ্ছেন কিনা। এই পরিকল্পনা অনুসারে এখন পদত্যাগ করলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা কোনো কাজ না করে বাড়িতে বসে বেতন পাবেন।

এই পরিকল্পনাকে বলা হচ্ছে, 'ডেফারড রেসিগনেশন প্রোগ্রাম'। এই প্রোগ্রামের শরিক হতে গেলে কর্মীদের ৬ ফেব্রুয়ারির মধ্যে তা জানাতে হবে।

ট্রাম্প কর্মী কমাতে চান

ট্রাম্প প্রশাসন সরকারি কর্মীদের সংখ্যা কমাতে চায়। তাদের বক্তব্য, তারা আরো সুবিন্যস্ত ও ছোট সরকারি কর্মীবাহিনী চান।

সেনা ও কিছু কেন্দ্রীয় সংস্থায় কর্মীর সংখ্যা বাড়ানো হবে। কিন্তু অন্য বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মী কমানো হবে। দরকার হলে কর্মী ছাঁটাই করা হবে বলে ই-মেইলে বলা হয়েছে।

কয়েকদিন আগেই বিচার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, ট্রাম্পের বিরুদ্ধে মামলা লড়ার জন্য তারা বেশ কিছু আইনজীবীকে বিতাড়িত করেছেন।

ট্রাম্পের নির্দেশে বন্ধ অভিবাসন-অ্যাপ

01:55

This browser does not support the video element.

ইউনিয়নের হুমকি

প্রশাসনের এই উদ্যোগ নিয়ে অ্যামেরিকান ফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িস-এর প্রেসিডেন্ট এভারেট কেলি বলেছেন, এটাকে কখনোই স্বেচ্ছায় চাকরি ছাড়া বলা যায় না।

তিনি জানিয়েছেন, ''একের পর এক কর্মী-বিরোধী প্রশাসনিক নির্দেশ জারি করা হচ্ছে। এটা স্পষ্ট, ট্রাম্প প্রশাসন, কেন্দ্রীয় স্তরে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করছে, যেখানে কর্মীরা চাইলেও কাজ করতে পারবে না।''

তিনি জানিয়ে দিয়েছেন, ''এভাবে ফেডারেল সরকার যদি শুদ্ধিকরণের কাজ করতে চায়, নিজেদের পেটোয়া কর্মীদের রাখতে চায়, তাহলে তার বিপুল ও অনাকাঙ্খিত প্রতিক্রিয়া হবে।''

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)