যুক্তরাষ্ট্রে ৩০০০ বিচারবহির্ভূত হত্যা, বাংলাদেশে তিন জন!
৮ নভেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনেক কম দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে এ বিষয়ে অসত্য তথ্য প্রচার করা হয়৷
বিজ্ঞাপন
অ্যামেরিকায় গত তিন বছরে পুলিশের হাতে ‘তিন হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার' শিকার এবং ১৫ লাখ নিখোঁজ হয়েছেন- এমন তথ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন ‘‘এই সময়ে বাংলাদেশে একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন আর নিখোঁজ হয়েছে হাতে গোনা কয়েকজন৷”
সোমবার সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
রিজার্ভ নিয়ে বিএনপি ‘অযথাই অপপ্রচার' চালাচ্ছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন দশগুণ বেশি৷ তাদের (বিএনপি) আমলে রপ্তানি ছিল মাত্র ৬ বিলিয়ন ডলারের৷ আর বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে৷”
এ কে আব্দুল মোমেন বলেন, ‘‘গত চৌদ্দ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে; এটি বিশ্বের মধ্যে রেকর্ড৷” আগামী নির্বাচনের আগে মানুষের কাছে সরকারের অবদানের কথা জানান দিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি৷
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান৷
এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷
তিনি বলেন, ‘‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায় তবে এ দেশের সর্বনাশ হয়ে যাবে৷ কেন হবে? খালেদা জিয়া ক্ষমতায় থাকতে দেশের কী দুর্দশা হয়েছিল, তা আপনারা দেখেছেন৷ ‘‘ হত্যা, খুন, গুমের মাধ্যমে বিএনপি এবং জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল৷ বিএনপির এই সন্ত্রাসবাদ এখনও চলমান আছে৷ তারা রাজপথে স্লোগান দিচ্ছে- পঁচাত্তরের হাতিয়ার, জেগে উঠো আরেকবার৷”
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘‘আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাসী৷ বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তাদের নেতা জিয়াউর রহমান পঁচাত্তরের এই দিনে (৭ নভেম্বর) সেনা সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করেছিল এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল৷”ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে অপশক্তির মোকাবেলা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷
সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গুম নিয়ে শীর্ষ ব্যক্তিদের মন্তব্য
বাংলাদেশে গুম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চেয়েছে জাতিসংঘ৷ গুম নিয়ে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিভিন্ন মন্তব্য নিয়ে ছবিঘরটি সাজানো হয়েছে৷
ছবি: Sazzad Hossain
সরকারের বক্তব্য
সম্প্রতি বাংলাদেশ সফর করেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেট৷ ১৪ আগস্ট বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন তিনি৷ তখন তাকে একটি ভিডিও দেখানো হয় বলে জানিয়েছে প্রথম আলো৷ এতে বলা হয় বাংলাদেশে তিন কারণে মানুষ ‘নিখোঁজ’ হয়৷ প্রথমত, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে জড়িত হওয়ার পর শাস্তি থেকে বাঁচার জন্য৷ দ্বিতীয়ত, কেউ ব্যবসায় লোকসান করলে৷ তৃতীয়ত, পারিবারিক কারণে৷
ছবি: Sazzad Hossain
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
মিশেল বাচেলেটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীরও বৈঠক হয়েছে৷ এ ব্যাপারে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমাদের দেশে যেটা হয়, সেটাই আমরা বলেছি৷ তাদের বলেছি, এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্সেস (গুম) শব্দ আমাদের দেশে নাই৷ তবে কিছু কিছু লোক বলেছে, ৭৬ জন লোক নাকি গত ১০ বছরে নিখোঁজ হয়েছে৷ তারা বলেছে যে সরকারই নাকি নিখোঁজ করেছে৷ ৭৬ জনের ১০ জনকে আবার দেখা গেল, পাওয়া গেছে ঘোরাঘুরি করছে৷ আর বাকিগুলো এখনো আমরা ঠিক জানি না৷’’
ছবি: Abdullah Al Momin/bdnews24.com
জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল বাচেলেট
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাচেলেট বলেন, ‘‘গুম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ৷’’ তিনি বলেন, ‘‘নির্যাতন, বিচারবির্হিভূত হত্যাকাণ্ড, গুম - এমন সব অভিযোগ রয়েছে বাংলাদেশের এলিট ফোর্স ব়্যাবের বিরুদ্ধে৷ আমি মন্ত্রীদের সঙ্গে আলোচনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছি৷ স্বাধীন, স্বচ্ছ ও প্রভাবমুক্ত তদন্তের কথা বলেছি৷ সেই সঙ্গে সংস্কারের পরামর্শ দিয়েছি৷’’
ছবি: Munir Uz Zaman/AFP
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৬ আগস্ট বিএনপির এই নেতা দাবি করেন, তাদের ৬০০-র বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে৷ বাংলাদেশে ‘গুমের’ ঘটনা নিয়ে নেত্রনিউজে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে তিনি বলেন, ‘‘নেত্রনিউজের প্রতিবেদন প্রকাশের পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট দিয়েছে৷ এই যে ভয়াবহ, ভয়ংকর মানবাধিকারের যে চিত্র, এই চিত্র অবশ্যই শুধু নিন্দা নয়, এটা জঘন্যতম একটা ঘটনা৷’’ এ বিষয়ে তদন্ত করতে তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানান৷
ছবি: bdnews24.com
ইলিয়াস আলী সম্পর্কে ব়্যাবের বক্তব্য
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীকে ‘গুম করা হয়েছে’ দাবি করার পাশাপাশি সুইডেনভিত্তিক ‘নেত্র নিউজ’ গত এপ্রিলে আরো দাবি করে যে, এর সঙ্গে ব়্যাব জড়িত৷ এ ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘‘আমরাও চেষ্টা করছি তাকে খুঁজে বের করার৷’’ তিনি বলেন, ‘‘ইলিয়াস আলীর বিষয়ে নেত্র নিউজ নামের সংবাদমাধ্যমটি যেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে, র্যাব মনে করে, তা সম্পূর্ণ ভিত্তিহীন৷’’
ছবি: bdnews24.com
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০১৭ সালে সংসদে দেয়া বক্তব্য প্রধানমন্ত্রী বলেছিলেন গুম শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও হচ্ছে৷ তিনি বলেন, ‘‘২০০৯ সালের একটি হিসাবে ব্রিটেনে দুই লাখ ৭৫ হাজার ব্রিটিশ নাগরিক গুম হয়ে গেল৷ তার মধ্যে ২০ হাজারের কোনো হদিসই পাওয়া গেল না৷ অ্যামেরিকার অবস্থা আরও ভয়াবহ৷ তাদের সব কিছু তো আধুনিক প্রযুক্তিসম্পন্ন, তারপরও সেই দেশে এত লোক গুম হয়, তার খোঁজ পাওয়া যায় না৷’’
ছবি: Oli Scarff/Getty Images
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়৷ বিভিন্ন আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে৷ বাংলাদেশে কেউ গুম হয় না৷