1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়, রেকর্ড ছাড়াবে ঠান্ডা বাতাসের তোড়

৫ জানুয়ারি ২০১৮

ইস্ট কোস্টের বাসিন্দারা রীতিমতো যেন ডিপ ফ্রিজে বসে আছেন৷ প্রচণ্ড তুষারপাত ও ঝড়ের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে বন্যাও হয়েছে৷ মারা গেছেন সাতজন৷

Iran KW01 Nebel Schneesturm
ছবি: MIZAN/K. Gholami

আবহাওয়া পূর্বাভাষে বলা হচ্ছে, পুরো সপ্তাহান্ত জুড়েই এমন অবস্থা থাকতে পারে৷ বৃহস্পতিবার বার্তা সংস্থা এপিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ ব্রায়ান হার্লি বলেন, ‘‘শুধু ঠান্ডা নয়, কঠিন ঠান্ডা৷''

তিনি জানান যে, আর্কটিকে বিস্ফোরণের কারণে ফিলি থেকে বিয়েনটাউন পর্যন্ত তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রিতে নেমে আসতে পারে৷ মেরিল্যান্ড ও ভার্জিনিয়া রাজ্যের বাসিন্দাদেরও মাইনাস ১০ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হজম করতে হতে পারে৷ এছাড়া উত্তর-পূর্বের উপকূলীয় এলাকাগুলোতে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রির নিচে থাকবে৷

ছবি: Getty Images/AFP/K. Betancur

মেক্সিকো উপসাগরে দু'দিন আগে ঝড়টি শুরু হয়৷ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্যানহ্যান্ডল উপকূলে প্রথম আঘাত হানে৷

বৃহস্পতিবার নাগাদ এটি পুরো পূর্ব উপকূলে তাণ্ডব চালাতে শুরু করে৷ বাতাসের গতি তখন ছিল ঘন্টায় ৭০ মাইল৷ কোথাও কোথাও ৪৬ সেন্টিমিটার পুরু বরফের স্তর পড়ে গেছে৷

 

নিউ ইংল্যান্ডে ঝোড়ো হাওয়ার সঙ্গে বরফ পানিতে ভেসে গেছে অনেক এলাকা৷ বৈরি আবহাওয়ার কারণে সাতজনের মৃত্যু হয়েছে৷

 

এর মধ্যে নর্থ ও সাউথ ক্যারোলাইনায় বরফ পড়া রাস্তায় গাড়ির চাকা পিছলে চারজন মারা যান৷

ফিলাডেলফিয়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের গায়ে আঘাত করে৷ এতে গাড়ির এক আরোহী মারা যান৷ 

আবহাওয়াবিদ হার্লি বলছেন, আবহাওয়া পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷

কার্ল এরিকসন নামের আরেক আবহাওয়াবিদ বলেন যে, কোথাও কোথাও মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো ঠান্ডা অনুভূত হতে পারে৷

রোববার গড় তাপমাত্রা সবচেয়ে বেশি হবার আশঙ্কা করা হচ্ছে৷

জেডএ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ