1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

এবার লাতিন অ্যামেরিকার আকাশেও চীনের বেলুন

৬ ফেব্রুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের আকাশে ভেসে বেড়ানো সন্দেহজনক নজরদারি চীনা বেলুন ভূপাতিত করেছে সে দেশের সামরিক বাহিনী৷ তবে এখন আরেকটি দেখা দিয়েছে লাতিন অ্যামেরিকার আকাশে৷

বিমান থেকে মিসাইল ছুঁড়ে চীনের বেলুন সমুদ্রে ফেলে মার্কিন সামরিক বাহিনী
বিমান থেকে মিসাইল ছুঁড়ে চীনের বেলুন সমুদ্রে ফেলে মার্কিন সামরিক বাহিনীছবি: RANDALL HILL/REUTERS

শনিবার সাউথ ক্যারোলাইনায় একটি যুদ্ধ বিমান থেকে চীনা বেলুন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়৷ এই অভিযানে একাধিক যুদ্ধ বিমান নিযুক্ত করা হয়৷ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভার্জিনিয়ার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা এফ-টোয়েন্টি টু যুদ্ধ বিমান স্থানীয় সময় দুপুর দুইটা ৩৯ মিনিটে শেষ পর্যন্ত বেলুনটিতে আঘাত করে৷ এতে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য এইম-নাইন এক্স নামের একটি সুপারসনিক মিসাইল ব্যবহার করা হয় বলে জানান মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা৷

এর আগে গত বুধবার বেলুনটি ভূপাতিত করার নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ তবে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এর ধ্বংসাবশেষ যাতে উন্মুক্ত জলাভূমির উপরে পড়ে তা নিশ্চিত করতে অপেক্ষার পরামর্শ দেয় পেন্টাগন৷  বাইডেন বলেন, ‘‘তারা সাফল্যের সঙ্গে সেটিকে নামিয়েছে৷ যে বৈমানিকেরা এই কাজ করেছেন আমি তাদের অভিনন্দন জানাই৷''

যুক্তরাষ্ট্রের উপকূল থেকে ছয় নটিক্যাল মাইল দূরে আটলান্টিকের উপরে বেলুনটিতে আঘাত করা হয়৷ পরে এর অংশ সমুদ্রে ছড়িয়ে পড়ে, যা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তা৷ 

চীনের কড়া প্রতিক্রিয়া

এই ঘটনায় এরই মধ্যে চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে৷ স্থগিত করা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পূর্ব নির্ধারিত চীন সফর৷

চীন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার উপর নজরদারির জন্য বেলুনটি পাঠিয়েছে বলে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের৷ তবে চীনের দাবি আবহাওয়া ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশে বেলুনটিকে উড়ানো হয়েছিল৷ বাতাসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে যুক্তরাষ্ট্রের আকাশে চলে যায়৷ এজন্য দুঃখ প্রকাশও করে বেইজিং৷

এমন অবস্থায় বেলুনটিকে ভূপাতিত করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘‘এটিকে শান্তিপূর্ণ, পেশাদারি ও সংযত উপায়ে মোকাবিলার জন্য চীন স্পষ্ট দাবি জানিয়েছিল৷ তার বিপরীতে শক্তি প্রয়োগ আর অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র৷’’

এতে দুই দেশের সম্পর্কে ‘গুরুতর প্রভাব' পড়বে বলে উল্লেখ করেছেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝি ফ্যাং৷ 

উল্লেখ্য, ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের আলাস্কায় বেলুনটি প্রবেশ করে৷ দুইদিন পর সেটি ক্যানাডার আকাশসীমায় ঢুকে পড়ে৷ ৩১ জানুয়ারি তা আবারও মার্কিন আকাশে ফিরে আসে৷ গত বৃহস্পতিবার প্রথম বিমানটির তথ্য জানায় মার্কিন প্রশাসন৷

তাইওয়ানকে শক্তি দেখালো চীন

00:37

This browser does not support the video element.

নতুন বেলুন

এদিকে আরেকটি বেলুন ‘পথ হারিয়ে’ লাতিন অ্যামেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আকাশে ঢুকে পড়েছে বলে সোমবার স্বীকার করেছে চীন৷

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মাও নিং বলেন, ‘‘মনুষ্যবিহীন উড়োযানটি চীন থেকে গেছে বলে প্রতীয়মান হয়েছে৷''

মাও আরো বলেন, ‘সীমিত স্বয়ংক্রিয় ক্ষমতার ডিভাইসটি নির্ধারিত পথ থেকে গুরুতরভাবে বিচ্যুত হয়ে ঘটনাক্রমে লাতিন অ্যামেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে’ প্রবেশ করেছে৷

এফএস/এসিবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ