1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন হয়ে গেল

১২ সেপ্টেম্বর ২০১৯

আশ্রয়প্রার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে জুলাই মাসে একটি আইন প্রণয়ন করেছিল ট্রাম্প প্রশাসন৷ কিন্তু নিম্ন আদালতের রায়ের কারণে তা বাস্তবায়ন করা যাচ্ছিল না৷ এবার সুপ্রিম কোর্ট সেটা সম্ভব করে দিল৷

Polen gemeinsame Übung von US- und polnischen Soldaten
ছবি: picture-alliance/dpa/M. Bielecki

নতুন আইনে বলা হয়েছে, মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া আশ্রয়প্রার্থীদের মধ্যে যাঁরা তৃতীয় কোনো দেশ পাড়ি দিয়ে ঐ সীমান্ত পৌঁছছেন তাঁদের প্রথমে তৃতীয় ঐ দেশে নিরাপত্তার আবেদন করতে হবে৷ এর মানে হচ্ছে হন্ডুরাস, এল সালভেদর কিংবা নিকারাগুয়া থেকে আসা আশ্রয়প্রার্থীরা যেহেতু মেক্সিকো পাড়ি দিয়ে সীমান্ত পৌঁছেছেন, তাই তাদের প্রথমে মেক্সিকোতে নিরাপত্তার আবেদন করতে হবে৷

ফলে মেক্সিকো ছাড়া অন্য কোনো দেশের নাগরিকদের সরাসরি মেক্সিকো সীমান্তে গিয়ে আর আশ্রয় আবেদনের সুযোগ থাকছে না৷

মধ্য অ্যামেরিকার দেশগুলো ছাড়াও আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন অ্যামেরিকার বিভিন্ন দেশ থেকে আশ্রয়প্রার্থীরা মেক্সিকো সীমান্তে জড়ো হয়ে থাকেন৷

ট্রাম্প প্রশাসন ১৫ জুলাই আইন প্রণয়নের পর গতমাসে যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত নয়টি রাজ্যে ঐ আইন কার্যকরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল৷

তবে সুপ্রিম কোর্ট বুধবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে রায় দিয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এতে সন্তোষ প্রকাশ করেছেন৷

অবশ্য অভিবাসীদের নিয়ে কাজ করা আইনজীবী লি জেলার্ন্ট আশা করছেন, তাঁরা আবার আশ্রয়প্রার্থীদের পক্ষে রায় নিয়ে আসতে সমর্থ হবেন৷

জেডএইচ/কেএম (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ