1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে ফিটনেস

১৬ সেপ্টেম্বর ২০১২

আলু বাজারে আগুন লেগেছে৷ পেটপুরে পোড়া আলু খেয়ে ফেরার সময় গোপাল ভাঁড় জানতে চাইলেন, ‘আবার কবে পুড়বে?’ কারো পৌষ, কারো সর্বনাশ! যুক্তরাষ্ট্রে মোটাদের যখন সর্বনাশ, অনেকের তখনই পৌষ মাস!

Seniorengruppe trainiert mit Latexband Gruppe im Fitnesscenter trainiert mit Gymnastikband Frau; Mann; Gruppe; Sport; Fitness; Senioren; Latexband; Bewegung; turnen; Fitnesscenter; Gymnastik; Aerobic; Kurs; Reha; Senior; Gymnastikband; alt; Turnhalle; dehnen; strecken; Gesundheit; Freude; Rentner; Ball; Training; Übung; älter; Pilates; Fitnessstudio; bejahrt; glücklich; lächeln; Frauen; Männer; fit; Körper; aktiv; sportlich; gesund; Rückenübung; Seniorin; pensioniert; Beweglichkeit; Gesicht; Kopf; Mensch; Menschen; Europäer
ছবি: Fotolia/Robert Kneschke

বেশি মুটিয়ে যাওয়া সব বয়সি মানুষের জন্যই চিন্তার কথা৷ যুক্তরাষ্ট্রে এমন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে৷ তাই দিন দিন বাড়ছে জিম, ফিটনেস সেন্টারে ভিড়, বাড়ছে ফিটনেস ট্রেনার, ইন্সট্রাকটরদের চাহিদা৷ চাকরির বাজারে তাঁদের দারুণ কদর৷ বছরে ৫৩ হাজার ডলার বেতন, ভালো করলে বেতন আরো বাড়বে – এমন চাকরি কে না চায়!

শুরুতে বেশি লেখাপড়ারও দরকার নেই৷ হাই স্কুল ডিপ্লোমাটা নিয়েই ঢুকে পড়া যায় কাড়ি কাড়ি টাকা কামানোর কাজে৷ পরে অবশ্য যত ডিগ্রি ততই লাভ৷ উন্নতির সিঁড়িগুলো পেরোনো যায় তরতর করে৷ যুক্তরাষ্ট্রে তাই অনেক তরুণ-তরুণীরই স্বপ্ন ফিটনেস ট্রেনার হওয়া৷ গত ২০ বছরে অতিরিক্ত মোটা মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে৷ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানাচ্ছে, সে দেশের মোট প্রাপ্তবয়স্কের দুই তৃতীয়াংশই নাকি অতি মোটা৷

ছবি: picture-alliance/dpa

তাঁদের পাশে দাঁড়াচ্ছেন ফিটনেস ট্রেনাররা৷ যত রোগী তত ট্রেনার৷ অ্যামেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ (এসিই)-র মুখ্য বিজ্ঞান কর্মকর্তা সেড্রিক ব্রায়ান্ট বলছেন, স্থূলতার প্রাদুর্ভাবকে প্রতিরোধ করার মতো দক্ষ লোক তৈরি হয়ে কাজেও নেমে পড়েছে, ‘বেশি মুটিয়ে যাওয়ার রোগের প্রাদুর্ভাব নিয়ে অনেক কথা হয়েছে৷ এ নিয়ে এত চিন্তার কিছু নেই৷' সেড্রিক যে এত জোর গলায় কথা বলতে পারছেন, তার কারণ হলো, তাঁর সংস্থা থেকেই প্রতি বছর প্রশিক্ষণ নিয়ে বেরোচ্ছেন শত শত মানুষ৷ এখন নাকি যুক্তরাষ্ট্রে সার্টিফিকেটপ্রাপ্ত ফিটনেস প্রশিক্ষকের সংখ্যা ৫০ হাজারেরও বেশি৷

প্রশিক্ষকের সঙ্গে পাল্লা দিয়ে ফিটনেস সেন্টারও বাড়ছে৷ ট্রেনারদের অনেকে নিজেই খুলছেন এমন প্রতিষ্ঠান৷ অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে সেখানে৷ সেরকম না হলে বিশ্বমন্দার ধাক্কা সামলে ফিল আর মিশেল বাঁচতেন কী করে? জিমে ১৫ বছর কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুজনে মিলে বাবা-মায়েদের জন্য ব্রেক-থ্রু-ফিটনেস খুলেছিলেন বলেই না রক্ষা! দিব্যি চলে যাচ্ছে তাঁদের জীবন৷

এসিবি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ