1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

১৮ অক্টোবর ২০১২

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার দায়ে এক বাংলাদেশি যুবককে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ৷ তাঁর সঙ্গে আল-কায়েদার সম্পর্ক রয়েছে বলে দাবি করা হচ্ছে৷ তবে নাফিসের পরিবার এই দাবি অস্বীকার করেছে৷

A courtroom sketch shows Quazi Mohammad Rezwanul Ahsan Nafis (2nd R) being arraigned in the United States District Court of the Eastern District of New York October 17, 2012. The Federal Bureau of Investigation on Wednesday arrested the 21-year-old Bangladeshi man on charges he attempted to blow up the New York Federal Reserve Bank with what he believed was a 1,000-pound (453-kg) bomb, a plot thwarted by an undercover sting operation, federal authorities said. REUTERS/Jane Rosenberg (UNITED STATES - Tags: CRIME LAW BUSINESS) // eingestellt von se
ছবি: Reuters

পুরো নাম কাজি মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস৷ বয়স ২১ বছর৷ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর দাবি, এই বাংলাদেশি যুবক নিউ ইয়র্কের ফেডারেল রিভার্জ ভবন বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিলেন৷ এজন্য এক হাজার পাউন্ড ‘বিস্ফোরক' ভর্তি গাড়ি নিয়ে হাজিরও হন ফেডারেল রিজার্ভ ভবনের সামনে৷ তবে শেষ অবধি তার এই তৎপরতা সফল হয়নি৷

নিউ ইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ভবনছবি: Reuters

মার্কিন গোয়েন্দারা কার্যত কয়েকমাস আগে থেকেই নাফিসের পিছু নিয়েছিল৷ বোমা হামলা চালানোর জন্য আসল বিস্ফোরকের আদলে নকল বিস্ফোরক তাকে সরবরাহ করেছে গোয়েন্দারাই৷ এরপর সেই বিস্ফোরক নিয়ে হামলা চালাতে যাওয়ার পর তাকে একেবারে হাতেনাতে আটক করা হয়৷

এদিকে, ঢাকায় অবস্থানরত নাফিসের পরিবার বলছে ভিন্ন কথা৷ তাঁদের দাবি, নাফিস ধর্মপ্রাণ মুসলমান, তবে সে কখনো উগ্রপন্থী মানসিকতা প্রদর্শন করেনি৷ নাফিসের নিকটাত্মীয় এরিক ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘‘বাংলাদেশে থাকাকালীন নাফিস কখনোই কোনো ধরনের উগ্রপন্থী মানসিকতা প্রদর্শন করেনি৷ সে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এবং প্রতিদিন পবিত্র কোরআন তেলওয়াত করত৷''

এরিক জানান, নাফিস গত বছর তার এক চাচার সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন৷ শুরুতে তার মিসৌরি বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা থাকলেও পরিবর্তীতে তিনি নিউ ইয়র্কে চলে যায়৷

কাজি মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসছবি: Reuters

ব্রুকলিনের ফেডারেল কৌসুলির কার্যালয় থেকে অবশ্য জানানো হয়েছে, ‘মার্কিন মাটিতে জঙ্গি হামলা চালানোর উদ্দেশ্য নিয়ে' চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নাফিস৷ শুধু তাই নয়, নাফিস যুক্তরাষ্ট্রে সক্রিয়ভাবে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্তদের সন্ধান করেছেন৷ কিন্তু নাফিসের অজান্তেই এফিবিআই-এর এক সোর্স তাঁর সঙ্গে যোগ দেয়৷

যুক্তরাষ্ট্র থেকে নিয়মিতই পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন নাফিস, এমনটাই দাবি তার আত্মীয়দের৷ এমনকি পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘণ্টা আগেও নাকি ঢাকায় পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তিনি৷

এদিকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নাসিফের কাছ থেকে বোমা হামলা সংক্রান্ত একটি সম্ভাব্য বিবৃতিও উদ্ধার করা হয়েছে৷ বিবৃতিতে নাফিস জানান যে, তিনি অ্যামেরিকাকে ধ্বংস করতে চেয়েছিলেন৷ তাছাড়া নিহত আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ‘প্রিয়' হিসেবে আখ্যা দেন তিনি

এআই/এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ