1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বিমানের ‘চাকায়’ মৃতদেহ

২৬ ডিসেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপের কাহুলুই বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের চাকার ল্যান্ডিং গিয়ার অংশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাউই পুলিশ বিভাগ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২০২ শিকাগোর ও'হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের কাহুলুই বিমানবন্দরে অবতরণ করার পর বিমানের চাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
বিমানটি অবতরণ করার পর বিমানের চাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় (ফাইল ফটো)ছবি: Niyi Fote/TheNews2/IMAGO

ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২০২ শিকাগোর ও'হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের কাহুলুই বিমানবন্দরে অবতরণ করার পর বিমানের চাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিমানের বোয়িং ৭৮৭-১০ মডেলের ল্যান্ডিং গিয়ারের অংশে মৃতদেহটি পাওয়া যায়।

ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, চাকার ওই অংশে শুধু বিমানের বাইরের দিক থেকেই প্রবেশ্য করা যায়। "মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি কীভাবে এবং কখন ওই স্থানে প্রবেশ করেছিলেন, তা এখনো অস্পষ্ট," জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

মাউই পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। 

বিমানের চাকায় লুকিয়ে যাত্রার ঝুঁকি অত্যন্ত বেশি। চাকার অংশে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় এবং উচ্চতায় অক্সিজেনের অভাবে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণহানি ঘটে। 

তবে কিছু ক্ষেত্রে সৌভাগ্যক্রমে বেঁচে থাকার নজির রয়েছে। গত বছর আলজেরিয়ার একটি বিমানের চাকায় লুকিয়ে প্যারিসে পৌঁছানো এক ব্যক্তিকে জীবিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া সাউথ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যাওয়া একটি কার্গো বিমানের চাকায় লুকানো অবস্থায় আরেক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

টিআই/এসিবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ