যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপের কাহুলুই বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের চাকার ল্যান্ডিং গিয়ার অংশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মাউই পুলিশ বিভাগ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিজ্ঞাপন
ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২০২ শিকাগোর ও'হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের কাহুলুই বিমানবন্দরে অবতরণ করার পর বিমানের চাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিমানের বোয়িং ৭৮৭-১০ মডেলের ল্যান্ডিং গিয়ারের অংশে মৃতদেহটি পাওয়া যায়।
ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, চাকার ওই অংশে শুধু বিমানের বাইরের দিক থেকেই প্রবেশ্য করা যায়। "মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি কীভাবে এবং কখন ওই স্থানে প্রবেশ করেছিলেন, তা এখনো অস্পষ্ট," জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানের চাকায় লুকিয়ে যাত্রার ঝুঁকি অত্যন্ত বেশি। চাকার অংশে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যায় এবং উচ্চতায় অক্সিজেনের অভাবে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। এর ফলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাণহানি ঘটে।
তবে কিছু ক্ষেত্রে সৌভাগ্যক্রমে বেঁচে থাকার নজির রয়েছে। গত বছর আলজেরিয়ার একটি বিমানের চাকায় লুকিয়ে প্যারিসে পৌঁছানো এক ব্যক্তিকে জীবিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া সাউথ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যাওয়া একটি কার্গো বিমানের চাকায় লুকানো অবস্থায় আরেক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছিল।
টিআই/এসিবি (এপি, রয়টার্স)
এক সপ্তাহে প্রায় একশটি ভারতীয় বিমানে বোমাতঙ্ক
রোববারই ভারতীয় বিমানসংস্থার ২৪টি বিমানে বোমা রাখার হুমকি-বার্তা দেয়া হয়। এক সপ্তাহে প্রায় একশটি বিমানে বোমাতঙ্ক।
ছবি: picture-alliance/dpa/M. Antin
একের পর এক বিমানে বোমাতঙ্ক
গত এক সপ্তাহ ধরে একের পর এক ভারতীয় বিমানসংস্থার বিমানে বোমা রাখার হুমকি এসেছে। ফলে সেই বিমানগুলি হয় জরুরি অবতরণ করেছে বা উড়ানের আগে তা তন্ন তন্ন করে পরীক্ষা করা হয়েছে। ইন্ডিগো, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, আকাশ এয়ারলাইন্সের বিমানে বোমাতঙ্ক হয়েছে।
ছবি: AFP/M. Sharma
দেশে ও বিদেশেও
এই বোমাতঙ্ক দেশে ও বিদেশে ভারতীয় বিমানসংস্থার বিমানে হচ্ছে। গত সপ্তাহে মুম্বই থেকে শিকাগোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেয়া হয়। বিমানটি ক্যানাডার একটি শহরে জরুরি ভিত্তিতে অবতরণ করে। এক সপ্তাহ ধরে নিয়মিত ভারতের বিমানসংস্থার বিমানে বোমা রাখার ভুয়ো বার্তা আসছে।
ছবি: Nicolas Economou/NurPhoto/picture alliance
জার্মানির ফ্রাংকফুর্টে
জার্মানির ফ্রাংকফুর্টে ভিস্তারার একটি বিমান বোমাতঙ্কের জন্য জরুরি অবতরণ করে। বিমানটি দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল। সেই বোমা রাখা হয়েছে বলে সামাজিক মাধ্যমে হুমকি দেয়া হয়। ফ্রাংকফুর্টে জরুরি অবতরণের পর বিমানটি তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি। পরে তা আবার লন্ডন যাত্রা করে।
ছবি: Markus Mainka/picture alliance
রোববার ২৪টি বিমানে
রোববার ভারতে ২৪টি বিমানে বোমা রাখার হুমকি দেয়া হয়। তার মধ্যে দেশের ভিতর ও বাইরের ফ্লাইট ছিল। ইন্ডিগো, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও আকাশ এয়ারলাইন্সের বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দেয়া হয়। অধিকাংশ হুমকিই দেয়া হচ্ছে সামাজিক মাধ্যমে।
ছবি: Getty Images/AFP/P. Pavani
মুম্বইতে গ্রেপ্তার এক
মুম্বইতে একজন অপ্রাপ্তবয়স্ককে এই বোমার হুমকি দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত যতগুলি হুমকি দেয়া হয়েছিল, তার সবগুলিই ভুয়া ছিল। তবে এই সব ক্ষেত্রে একটুও ঝুঁকি নেয়া হয় না। গত শুক্রবার অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, ভুয়া বোমাতঙ্কের পিছনে অপ্রাপ্তবয়স্ক ও প্র্যাংকস্টারদের হাত আছে।
ছবি: IHA via AP/picture alliance
কী ব্যবস্থা নেয়া হচ্ছে?
মন্ত্রী জানিয়েছেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এই ধরনের ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে। তারা যাত্রীদের নিরাপত্তা বজায় রাখতে এবং ভুয়া ভোমাতঙ্ক বন্ধ করতে চাইছে। সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। একটা প্রস্তাব নিয়ে বিবেচনা করা হচ্ছে, যারা এই হমকি দিচ্ছে, তাদের অপরাধ প্রমাণ হলে তারা ভবিষ্যতে বিমানে চড়তে পারবে না।