1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে মুসলিম: বৈষম্য সত্ত্বেও সুখী

৩০ আগস্ট ২০১১

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জরিপে সেখানে বসবাসকারী মুসলিমরা বলেছেন যে, নাইন-ইলেভেন পরবর্তী সময়ে নানা ধরনের বৈষম্যমূলক আচরণ সত্ত্বেও তারা মোটামুটি সুখেই আছেন৷

অ্যামেরিকায় মুসলিমরা বলছেন, তারা ভালো আছেনছবি: picture alliance/Photoshot

যুক্তরাষ্ট্রের সাড়ে সাতাশ লক্ষ মুসলিমদের সম্পর্কে একটি কথা নিশ্চিৎ করে বলা যায়: তারা প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্র্যাটদের উদগ্র সমর্থক এবং ওবামা সরকারের নীতির সঙ্গে সম্পূর্ণ একমত৷ নাইন-ইলেভেনের দশম বার্ষিকী আসতে চলেছে৷ এই মুহূর্তে মার্কিন মুসলিমদের নিয়ে একটি জরিপে একদিকে যেমন মুসলিমদের সম্পর্কে বাকি মার্কিনিদের ভুল ধারণা, তেমনই তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বাড়ার একটা স্পষ্ট অনুভূতির প্রতিফলন ঘটলেও, সাধারণভাবে সন্তোষই প্রকাশ পেয়েছে৷

নিউ ইয়র্কে গ্রাউন্ড জিরোছবি: AP

জরিপের উদ্যোক্তা পিউ রিসার্চ সেন্টারের গবেষকরা বলছেন, তাদের তথ্য থেকে দেখা যাচ্ছে যে,  মার্কিন মুসলিমরা পুরোপুরি সমাজের কেন্দ্রস্থলে এবং তারা নরমপন্থি৷ তাদের একটি বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ চরমপন্থি আদর্শের বিরোধী৷ তাদের মতে ইসলাম ধর্ম রক্ষার নামে আত্মঘাতী সন্ত্রাসী আক্রমণ চালানোর কোনো যৌক্তিকতা নেই৷ জরিপে মার্কিন মুসলিমদের প্রায় ৫৬ শতাংশ বলেছেন যে, অধিকাংশ মুসলিম যারা যুক্তরাষ্ট্রে আসেন, তারা মার্কিন রীতিনীতিই গ্রহণ করতে চান৷ কিন্তু যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মাত্র এক-তৃতীয়াংশ বিশ্বাস করে যে, অভিবাসী মুসলিমরা মার্কিন সমাজের অঙ্গ হয়ে উঠতে চায়৷

মার্কিন সমাজে মুসলিমরা প্রায়ই বৈষম্যমূলক আচরণের শিকার হনছবি: AP

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধহয় এই পরিসংখ্যান যে, পাঁচজন মার্কিন মুসলিমের মধ্যে চারজনের বিশ্বাস, তাদের জীবন ঠিক পথে এবং ঠিকভাবেই চলেছে৷

মার্কিন মুসলিমদের ৫৫ শতাংশ বলেছেন যে, নাইন-ইলেভেন যাবৎ যুক্তরাষ্ট্রে মুসলিম হিসেবে বসবাস করাটা আরো কঠিন হয়ে উঠেছে৷ অথচ তাদের ৪৮ শতাংশের ধারণা, মার্কিনিরা সাধারণত মুসলিমদের প্রতি বন্ধুভাবাপন্ন৷ অপরদিকে সাধরণ মার্কিনিদের ধারণা যে, নাইন-ইলেভেন'এর পর থেকে মার্কিন মুসলিমদের মধ্যে উগ্রপন্থিদের প্রতি সমর্থন বেড়েছে৷ খোদ মুসলিমদের মধ্যে মাত্র চার শতাংশের সেই ধারণা৷

বলতে কি, মার্কিন মুসলিমদের উদার মনোভাব প্রকাশ পেয়েছে অন্য একটি ক্ষেত্রে: তাদের ৯০ শতাংশের ধারণা, মেয়েদের বাড়ির বাইরে কাজ করার অধিকার আছে৷ ৬৮ শতাংশ মনে করেন, রাজনৈতিক নেতা হিসেবে স্ত্রী-পুরুষের মধ্যে কোনো তারতম্য নেই৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ