1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে বায়ার্নের ‘রাজ্য’ বিস্তার

৩১ জুলাই ২০১৪

যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে৷ তাই সেই রাজ্যেও এবার হানা দেবে বায়ার্ন মিউনিখ৷ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি সে লক্ষ্যে শুরু করছে এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর৷

FIFA Klub Weltmeisterschaft Bayern München vs Raja Casablanca
ছবি: Reuters

যুক্তরাষ্ট্র সফরে দুটি ম্যাচ খেলবে বায়ার্ন৷ তবে সফরের মূল উদ্দেশ্য শুধু ম্যাচ দুটি জেতা নয়, যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের বড় একটা অংশের মন জয় করে ফেরা৷ এবার টেলিভিশনে ব্রাজিল বিশ্বকাপ দেখেছেন যুক্তরাষ্ট্রের ২ কোটি ৬৫ লক্ষ মানুষ৷ কয়েক বছর আগেও তা ছিল অকল্পনীয়৷

ব্রাজিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দলটিও দারুণ খেলেছে৷ সেই প্রসঙ্গ টেনে বায়ার্ন মিউনিখ ক্লাবের বোর্ড সদস্য ইয়র্গ ভ্যাকার জার্মানির কিকার ম্যাগাজিনকে বলেছেন, ‘‘এতদিনে যুক্তরাষ্ট্রে ফুটবলের একটা জায়গা হয়েছে, নইলে খোদ প্রেসিডেন্ট বারাক ওবামাও কি টেলিভিশনে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ম্যাচ এবং কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানকে দেখে এত আনন্দিত হতেন! ''

যুক্তরাষ্ট্রে ফুটবলের রমরমা বাজার ধরতে কোমর বেঁধে নেমেছে বায়ার্ন৷ বিশ্বকাপজয়ী জার্মান দলের কয়েকজন খেলোয়াড়কে সঙ্গে নিয়ে সফরে যাওয়ার আগেই নিউ ইয়র্কে নিজেদের অফিস খুলেছে বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা৷ অফিসটা জাতিসংঘ প্রধান কার্যালয়ের বেশ কাছে৷

তারকাখচিত দল নিয়ে কোনো ক্লাবের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে৷ গত মৌসুমে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড৷ এ যুগে ফুটবলও নিছকই এক পণ্য৷ স্টক মার্কেটে ফুটবল ক্লাবের শেয়ারও বিক্রি হয় হরদম৷ ম্যানচেস্টার ইউনাইটেডের শেয়ারও দেদার বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে৷ শুরুতে যে শেয়ার বিক্রি হয়েছে ১৭ ডলারে, এখন তার দাম বেড়ে হয়েছে ১৯ ডলার৷ এ পর্যন্ত ম্যান ইউ-র মোট ২৫ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি হয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে৷

বায়ার্ন মনে করে মূলত অ্যামেরিকান ফুটবল, বাস্কেটবল আর আইস হকির দেশ যুক্তরাষ্ট্রে ফুটবলেরও সুদিন কেবল শুরু হয়েছে৷ তাই দেরি না করে ওই রাজ্য জয় করায় নেমে পড়াই তো ভালো!

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ