যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়ছে৷ তাই সেই রাজ্যেও এবার হানা দেবে বায়ার্ন মিউনিখ৷ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটি সে লক্ষ্যে শুরু করছে এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর৷
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র সফরে দুটি ম্যাচ খেলবে বায়ার্ন৷ তবে সফরের মূল উদ্দেশ্য শুধু ম্যাচ দুটি জেতা নয়, যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের বড় একটা অংশের মন জয় করে ফেরা৷ এবার টেলিভিশনে ব্রাজিল বিশ্বকাপ দেখেছেন যুক্তরাষ্ট্রের ২ কোটি ৬৫ লক্ষ মানুষ৷ কয়েক বছর আগেও তা ছিল অকল্পনীয়৷
ব্রাজিল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দলটিও দারুণ খেলেছে৷ সেই প্রসঙ্গ টেনে বায়ার্ন মিউনিখ ক্লাবের বোর্ড সদস্য ইয়র্গ ভ্যাকার জার্মানির কিকার ম্যাগাজিনকে বলেছেন, ‘‘এতদিনে যুক্তরাষ্ট্রে ফুটবলের একটা জায়গা হয়েছে, নইলে খোদ প্রেসিডেন্ট বারাক ওবামাও কি টেলিভিশনে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ম্যাচ এবং কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানকে দেখে এত আনন্দিত হতেন! ''
বুন্ডেসলিগার সাবেক তারকারা
বুন্ডেসলিগার গত ৫০ বছরের তারকারা
ছবি: picture-alliance/Pressefoto UL
উভে জেলার
১৯৬৩ সালে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার খেলা শুরু হওয়ার আগেই হামবুর্গ দলের ফরোয়ার্ড উভে জেলার খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন৷ তখন তাঁকে সবাই আদর করে ডাকতেন ‘আমাদেরই উভে’ বলে৷ ১৯৫৪ সাল থেকে তিনি জাতীয় দলে খেলতেন৷ বুন্ডেসলিগার ২৩৯ ম্যাচে অংশগ্রহণ করে ১৩৭টি গোল করেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
গ্যার্ড ম্যুলার এবং ফ্রানৎস বেকেনবাওয়ার
গ্যার্ড ম্যুলার (বাঁয়ে) বুন্ডেসলিগার ৪২৭ খেলায় ৪৬৫ গোল করেন৷ তাঁর এই অবিশ্বাস্য গোল করার ক্ষমতার জন্য তাঁকে ‘বোম্বার’ বলা হতো৷ ফ্রানৎস বেকেনবাওয়ার (ডানে) ও গোল জেপ মায়াযের সাথে মিলে ১৯৬৫ থেকে সত্তরের দশকের শেষ পর্যন্ত তিনি বায়ার্ন মিউনিখ দলের হয়ে বহু শিরোপা জেতেন৷
ছবি: picture-alliance/dpa
গ্যুন্টার নেৎসার এবং ভল্ফগাং ওবারাথ
জার্মান জাতীয় দলে ভল্ফগাং ওবারাথ (ডানে) গ্যুন্টার নেৎসারের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন৷ তবে নেৎসার এফসি কোলন দলের ওবারাথের চেয়ে বোরুসিয়া ম্যোয়েনশেনগ্লাডবাখের হয়ে বুন্ডেসলিগায় একটি শিরোপা বেশি জেতেন৷ ১৯৭৩ সালে নেৎসার স্পেনের রেয়াল মাদ্রিদ এবং পরে সুইজারল্যান্ডের ফুটবল লিগে যোগদান করেন৷ কিন্তু ওবাররাথ বুন্ডেসলিগার কোলন দলেই থেকে যান৷
ছবি: picture-alliance/dpa
ক্লাউস ফিশার
শালকে দলের ফরোয়ার্ড ফিশারও গোল করায় পারদর্শী ছিলেন৷ কিন্তু গ্যার্ড ম্যুলারের সময়ে সক্রিয় থাকায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় তাঁকে সবসময় দ্বিতীয় স্থানেই থাকতে হয়েছে৷ বুন্ডেসলিগায় তিনি ৫৩৫ খেলায় অংশ নিয়ে ২৬৮টি গোল করেন৷
ছবি: picture-alliance/WEREK
কেভিন কেগেন
ছোটোখাটো মানুষটি ১৯৭৭ সালে হামবুর্গ দলে যোগ দেন এবং খুব তাড়াতাড়িই দর্শকদের নজর কাড়েন৷ ‘মাইটি মাউস’ হিসেবে পরিচিত কেগেন ৯০ খেলায় অংশ নিয়ে ৩২টি গোল করেন৷ সংগীত জগতেও তিনি অবদান রেখেছেন৷ সে সময় তাঁর গাওয়া ‘হেড ওভার হিলস ফর লাভ’ গানটি জার্মানির হিট গানের তালিকায় দশম স্থান অধিকার করেছিল৷
ছবি: picture-alliance/dpa/dpaweb
হারাল্ড ‘টনি’ শুমাখার
১৫ বছর ধরে এফসি কোলন দলের গোলরক্ষক ছিলেন শুমাখার৷ এরপর ‘আনফিফ’ বা ‘হুইসেল’ নামে তাঁর একটি বিতর্কিত বই প্রকাশিত হওয়ার পর ১৯৮৭ সালে তাঁকে খেলোয়াড় হিসেবে সাসপেন্ড করা হয়৷ তবে পরে তিনি শালকে, ইস্তাম্বুল, মিউনিখ এবং ডর্টমুন্ডে খেলেন৷ শুমাখার বুন্ডেসলিগার মোট ৪৬৪ টি খেলায় অংশগ্রহণ করেন৷
ছবি: picture-alliance/dpa
লোথার মাথিউস
জার্মান জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মাথিউসের৷ বুন্ডেসলিগায়ও তিনি দীর্ঘ ২১ বছর ধরে খেলেছেন৷ ১৯৭৯ সালে বুন্ডেসলিগায় প্রথম খেলা শুরু করার পর তিনি বায়ার্ন মিউনিখে যোগ দেন৷ বুন্ডেসলিগায় তিনি ৪৬৪ খেলায় অংশ নিয়ে ১২১ গোল করেন৷
ছবি: imago/Uwe Kraft
রুডি ফ্যোলার
১৯৮২ সালে তিনি ভের্ডার ব্রেমেন দলের হয়ে খেলা শুরু করেন৷ অল্পদিনের মধ্যেই তিনি তারকা হয়ে ওঠেন৷ পরে রোম এবং ফ্রান্সের মার্সেই দলেও খেলেছেন তিনি৷ এরপর আবারও বুন্ডেসলিগায় ফিরে বায়ার লিভারকুজেন দলের ক্রীড়া পরিচালক হন৷
ছবি: picture-alliance/dpa
ইয়োর্গেন ক্লিসমান
ক্লিসমান জার্মানির স্টুর্টগার্ট, বায়ার্ন মিউনিখ, ইটালির মিলান, মোনাকো, ইংল্যান্ডের টটেনহ্যাম, জেনুয়া এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দলে খেলেছেন৷ বুন্ডেসলিগায় ২২১টি খেলায় ক্লিসমানের গোল সংখ্যা ১১০টি৷ বর্তমানে তিনি মার্কিন জাতীয় দলের কোচ৷
ছবি: picture-alliance/dpa
অলিভার কান
বায়ার্ন মিউনিখ দলের গোলরক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন খেলেছেন৷ জার্মান জাতীয় দলেরও একজন খ্যাতিমান গোলরক্ষক হিসেবে কান পরিচিত ছিলেন৷ বেশ কয়েকবার জার্মান লিগ শিরোপা অর্জন করেন তিনি৷একসময় তিনি জার্মান জাতীয় দলের ক্যাপ্টেনও ছিলেন৷
ছবি: AP
মিশায়েল বালাক
নামি ফুটবল খেলোয়াড় বালাকের ফুটবল জীবন কখনও পূর্ণতা পায়নি৷ তাঁকে গণ্য করা হয় দ্বিতীয় স্থান অধিকারী তারকা হিসেবে৷ কারণ তিনি বিশ্বকাপ শিরোপা বা ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ – কোনটাই অর্জন করতে পারেননি৷ তবে বুন্ডেসলিগায় ২৬৭টি খেলায় অংশগ্রহণ করে ৭৭টি গোল করেন৷ মিশায়েল বালাক মোট চারবার লিগ শিরোপা জেতেন৷
ছবি: picture-alliance/Pressefoto UL
11 ছবি1 | 11
যুক্তরাষ্ট্রে ফুটবলের রমরমা বাজার ধরতে কোমর বেঁধে নেমেছে বায়ার্ন৷ বিশ্বকাপজয়ী জার্মান দলের কয়েকজন খেলোয়াড়কে সঙ্গে নিয়ে সফরে যাওয়ার আগেই নিউ ইয়র্কে নিজেদের অফিস খুলেছে বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা৷ অফিসটা জাতিসংঘ প্রধান কার্যালয়ের বেশ কাছে৷
তারকাখচিত দল নিয়ে কোনো ক্লাবের যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে৷ গত মৌসুমে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড৷ এ যুগে ফুটবলও নিছকই এক পণ্য৷ স্টক মার্কেটে ফুটবল ক্লাবের শেয়ারও বিক্রি হয় হরদম৷ ম্যানচেস্টার ইউনাইটেডের শেয়ারও দেদার বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে৷ শুরুতে যে শেয়ার বিক্রি হয়েছে ১৭ ডলারে, এখন তার দাম বেড়ে হয়েছে ১৯ ডলার৷ এ পর্যন্ত ম্যান ইউ-র মোট ২৫ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রি হয়েছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে৷
বায়ার্ন মনে করে মূলত অ্যামেরিকান ফুটবল, বাস্কেটবল আর আইস হকির দেশ যুক্তরাষ্ট্রে ফুটবলেরও সুদিন কেবল শুরু হয়েছে৷ তাই দেরি না করে ওই রাজ্য জয় করায় নেমে পড়াই তো ভালো!