যুক্তরাষ্ট্রে রোগীর চেয়ে অর্থ বড়!30.01.2011৩০ জানুয়ারি ২০১১‘স্টেম সেল’ নিয়ে গবেষণা করছে বেশ কয়েকটি মার্কিন কোম্পানি৷ তারা সফল হলে একজন অন্ধ তার চোখে আলো ফিরে পেতে পারে৷ কিন্তু একটা বিষয় গবেষণায় বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্রে৷ আর সেটা হচ্ছে অর্থ, মানে টাকা৷ কীভাবে?লিংক কপিবিজ্ঞাপন