1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ সমর্থনযোগ্য’

৩ জুন ২০২০

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস মনে করেন, পুলিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ যুক্তরাষ্ট্রে পরিবর্তন আনতে পারবে৷

ছবি: Reuters/F. Bensch

ডয়চে ভেলের প্রতিবেদককে দায়িত্ব পালনে বাধা দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি৷

পুলিশি নির্যাতনে তরুণ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে৷ বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে অনেক স্থানে৷ যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে প্রতিবাদ৷

মঙ্গলবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে হাইকো মাস বলেন, পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ পুরোপুরি সমর্থনযোগ্য৷ তার ভাষায়, ‘‘আমি শুধু এ আশা করতে পারি যে, শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতায় রূপ নেবে না এবং আরো আশা করতে পারি যে, এসবের একটা প্রভাব পড়বে৷’’

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের সময় ডয়চে ভেলের প্রতিবেদকের দিকে গুলি ছোঁড়ে পুলিশ৷ এ প্রসঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ডয়চে ভেলের বিষয়ে বলবো, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি এবং পরিস্থিতি বোঝার জন্য আমরা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবো৷’’ তিনি আরো বলেন, ‘‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নিজেদের নিরাপত্তা ঝুঁকি না বাড়িয়ে সাংবাদিকরা তাদের কাজ করতে পারবেন, অর্থাৎ স্বাধীনভাবে ঘটনা তুলে ধরতে পারবেন৷’’

যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে নিজের বক্তব্য টুইটারেও লিখেছেন হাইকো মাস৷

সাংবাদিকের বিশেষ জ্যাকেট পরেই মিনেপোলিসের প্রতিবাদ, বিক্ষোভ নিয়ে কাজ করছিলেন ডয়চে ভেলের প্রতিবেদক স্টেফান সিমন্স ৷ পুলিশ একবার গুলি ছোঁড়ার পর পরিচয়পত্র দেখিয়েও স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাননি তিনি৷ আবার তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ৷

ডেভিস ভ্যানওপডর্প/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ