1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে শিখ নেতাকে হত্যার চেষ্টা, ভারতকে নিয়ে প্রশ্ন

২৩ নভেম্বর ২০২৩

এক খালিস্তানি নেতাকে অ্যামেরিকায় হত্যা করার চেষ্টা বানচাল করেছে যুক্তরাষ্ট্র। সেখানেও ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্যানাডায় খালিস্তানপন্থিদের বিক্ষোভ।
এবার অ্যামেরিকায় খালিস্তানি নেতাকে হত্য়ার চেষ্টা নিয়ে বিতর্ক। ছবি: Carlos Osorio/REUTERS

ক্যানাডার পর এবার অ্যামেরিকা। ক্যানাডায়প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ ছিল, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার সঙ্গে ভারত যুক্ত ছিল বলে তাদের কাছে তথ্যপ্রমাণ আছে।

সম্প্রতি যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমস খবর করে যে, অ্যামেরিকায় খালিস্তানপন্থি নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা হয়েছিল। মার্কিন কর্মকর্তারা তা হতে দেননি। এর সঙ্গেও ভারত জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

মার্কিন তদন্তকারীরা সিলবন্ধ খামে এই বিষয়ে রিপোর্ট দিয়েছেন। সেই রিপোর্ট জনসমক্ষে আনা হবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

হোয়াইট হাউসের বক্তব্য

হোাইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ওয়াটসন জানিয়েছেন, ''আমরা এই বিষয়টির উপর খুবই গুরুত্ব দিচ্ছি। মার্কিন সরকার ভারতের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি তুলেছিল। যখন বিষয়টি তোলা হয়, তখন ভারতীয় প্রতিনিধিরা আশ্চর্য হয়ে যান। তারা বারবার বলেন, ভারত কখনোই এই ধরনের নীতি নিয়ে চলে না।''

হোয়াইট হাউসের আশা, ''আগামী দিনে ভারত এই বিষয়ে আরো কথা বলবে এবং বিষয়টির তদন্ত করবে।''

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

এই বিষয়ে মিডিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচীর কাছে জানতে চেয়েছিল। অরিন্দম বাগচী জানিয়েছেন, ''ভারত-মার্কিন সুরক্ষা সহযোগিতা নিয়ে সাম্প্রতিক আলোচনায় অ্যামেরিকার তরফ থেকে কিছু সংগঠিত অপরাধী, বন্দুকবাজ, জঙ্গি ও অন্যদের সম্পর্কে তথ্য শেয়ার করা হয়। দুই দেশের কাছেই এই তথ্য চিন্তার বিষয়। দুই দেশই বিষয়টি নিয়ে ফলোআপ করবে বলে ঠিক হয়েছে।''

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো জানিয়েছেন, ''ভারত এই তথ্যগুলিকে খুবই গুরুত্ব দিচ্ছে, কারণ, তা আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও ক্ষুণ্ণ করছে। বিভিন্ন বিভাগ এই তথ্যগুলি খতিয়ে দেখছে।''

কে এই পান্নুন?

পান্নুন হলেন অ্যামেরিকার মধ্য চল্লিশের এক শিখ নেতা। তিনি 'জাস্টিস ফর শিখ' বলে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা।

গত মাসে তিনি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে শিখদের এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে মানা করা হয়। বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লে জীবন সংশয় হতে পারে।

এই হুমকির পর ১৯৮৫ সালে শিখ সন্ত্রাসবাদীদের এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাই ও ৩২৯ জন যাত্রী ও বিমানকর্মীর মৃত্যুর স্মৃতি আবার মানুষের মনে ফিরে এসেছে।

ভারতের তদন্তকারী সংস্থা এনআইএ এরপর পান্নুমের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে।

ফিনান্সিয়াল টাইমসকে পান্নুন জানিয়েছেন, অ্যামেরিকার মাটিতে, অ্যামেরিকার নাগরিকের বিরুদ্ধে এই ঘটনা তো মার্কিন সার্বভৌমত্বের কাছে একটা চ্যালেঞ্জ। বাইডেন প্রশাসনের উপর তার পূর্ণ আস্থা আছে। তারা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে বলে তিনি মনে করেন।

জিএইচ/এসজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ