যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা সোমবার বলেছেন, ২০১৮ সালের পর দেশটিতে শিশুশ্রম আইন লঙ্ঘন ৭০ শতাংশ বেড়েছে৷ গত অর্থবছরে ৮৩৫টি কোম্পানি এই আইন লঙ্ঘন করে৷
ছবি: Andrew Harnik/AP Photo/picture alliance
বিজ্ঞাপন
আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোর জরিমানার পরিমাণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান ঐ কর্মকর্তারা৷ বর্তমানে একজন শিশু শ্রমিকের জন্য মাত্র ১৫ হাজার ১৩৮ ডলার জরিমানা করা হয়৷
এছাড়া আইন মানা হচ্ছে কিনা, তা নজরে রাখতে তহবিল বাড়ানোরও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান শ্রম বিভাগের কর্মকর্তারা৷
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন অনুযায়ী, ১৬ বছরের কমবয়সিদের অধিকাংশ ফ্যাক্টরিতে নিয়োগ দেয়া যায় না৷ আর ১৮ বছরের কমবয়সিদের শিল্পখাতের বেশিরভাগ বিপজ্জনক কাজে নেয়া যায় না৷
আটটি রাজ্যে মাংস প্যাকেটজাত কাজে ১০০-র বেশি কম বয়সিদের নিয়োগ দেয়ায় যুক্তরাষ্ট্রের একটি বড় ফুড সেফটি স্যানিটেশন কোম্পানি এ মাসের শুরুতে ১.৫ মিলিয়ন ডলার জরিমানা দিয়েছে৷ শ্রম বিভাগের তদন্তে ঐ কোম্পানির অপরাধ করা পড়েছিল৷
শিশুদের অধিকারগুলো
প্রতিটি শিশুরই নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে৷ জাতিসংঘের শিশু অধিকার চুক্তি ১৯৮৯-তে শিশুদের জন্য সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্য সম্পর্কিতসহ ৫৪টি অধিকার নির্ধারণ করা আছে৷ এনিয়েই এই ছবিঘর৷
ছবি: DW/Unbreen Fatima
নাম
সন্তান জন্মের সঙ্গে সঙ্গে তার নাম রেখে নিবন্ধনের কাজটি পিতা-মাতাকে করতে হবে৷ পিতা-মাতাকে জানার এবং তাদের লালন-পালনে বেঁচে থাকার সুযোগ পাওয়া শিশুর অধিকার৷
ছবি: picture-alliance/OKAPIA KG, Germany
পিতা-মাতার সহায়তা
কোনো শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা-মার কাছ থেকে আলাদা করা উচিত নয়৷ কোনো শিশুকে তখনই তার পিতা-মাতার কাছ থেকে আলাদা করা যাবে যখন তারা ওই শিশুর জন্য ক্ষতিকর৷
ছবি: imago/Westend61
মতামত প্রকাশ
প্রত্যেক শিশুরই অধিকার আছে মতামত দেওয়ার৷ যদি কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আদালত পর্যন্ত যেতে হয়, তবে শিশুর কথাও শুনতে হবে৷ তবে কোনো শিশুর মতামতকে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা তার বয়সের উপর নির্ভর করবে৷
ছবি: Fotolia/Sebastian Duda
ডিজিটাল মাধ্যম ব্যবহার
সভ্য সমাজে শিশুদের বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার নিয়ে অবস্থানটি বিতর্কিত৷ তবে সব শিশুর দেশি এবং বিদেশি মিডিয়াগুলোতে প্রবেশযোগ্যতা থাকা উচিত৷
ছবি: picture alliance/blickwinkel
সহিংসতা প্রতিরোধ
শিশুদের যে কোনো ধরনের মারধর বা অবহেলা থেকে রক্ষা করা তার বাবা-মা, শিক্ষক বা অভিভাবকদের দায়িত্ব৷ এটি নিশ্চিত করতে সরকারের উচিত আইনি বা প্রশাসনিক বিধি তৈরি করে এ বিষয়ে জনগণকে সচেতন করা৷
ছবি: Colourbox/Phovoir
প্রতিবন্ধীদের অধিকার
প্রতিবন্ধী শিশুরা যাতে সমাজের সক্রিয় অঙ্গ হিসেবে কাজ করতে পারে সেই অধিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে৷
ছবি: Imago/M. Winter
সুস্বাস্থ্য ও পরিষেবা
শিশুদের সর্বোত্তমভাবে বেড়ে উঠার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে৷ তাদের স্বাস্থ্যসেবায় যেন কোনো ঘাটতি না থাকে তা-ও সরকারকেই নিশ্চিত করতে হবে৷
ছবি: Getty Images/AFP/S. Maina
শিক্ষার অধিকার
প্রতিটি শিশুর পড়াশোনার অধিকার আছে৷ এজন্য প্রাথমিক বিদ্যালয়ে কোনো ফি নেওয়া উচিত নয়৷ আর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করা শিশুদের জন্য বাধ্যতামূলক৷
ছবি: Imago/View Stock
সংখ্যালঘুদের অধিকার
সংখ্যালঘু বা উপজাতি গোষ্ঠীতে জন্ম নেওয়া শিশুর নিজস্ব ধর্ম, ভাষা, আচার এবং রীতিনীতিকে সম্মান করতে হবে৷
ছবি: imago/imagebroker
খেলাধুলা
শিশুদের বিশ্রাম, খেলাধুলা এবং অবসর নেওয়ার জন্য প্রতিদিনের রুটিনে পর্যাপ্ত সময় এবং সুবিধা রাখতে হবে৷
ছবি: Imago Images/UIG
হয়রানি থেকে রক্ষা
কোনো শিশু যাতে অপহরণ বা যৌন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব৷
ছবি: Getty Images/AFP/A. Karimi
মৃত্যুদণ্ড নয়
শিশুরা বড় ভুল বা অপরাধ করলেও তাদের মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না৷ কারণ, ভুল থেকেই শিশুরা শিক্ষা নেয়৷
ছবি: AFP/T. Aljibe
12 ছবি1 | 12
এদিকে বার্তা সংস্থা রয়টার্স গতবছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে শিশুশ্রম নিয়ে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছিল৷ এর মধ্যে একটিতে অ্যালাবামা রাজ্যের এক মুরগি প্রক্রিয়াজাত প্ল্যান্টে শিশু শ্রমিক নিয়োগের বিষয় প্রকাশ করা হয়েছিল৷
রয়টার্সের প্রতিবেদনগুলোতে যে শিশু শ্রমিকদের খবর পাওয়া গিয়েছিল তাদের বেশিরভাগই মধ্য অ্যামেরিকার বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছে৷
রয়টার্সের অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক অপ্রাপ্তবয়স্ক শিশু প্রবেশ করেছে, যাদের সঙ্গে কোনো আত্মীয় নেই৷