1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে গুলিতে ৫০ জন নিহত

২ অক্টোবর ২০১৭

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যাল চলার সময় বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন লাস ভেগাস মেট্রো পুলিশের শেরিফ জোসেফ লোম্বার্ডা৷ আহত হয়েছেন প্রায় ৪০৬ জন৷

USA Schießerei in Las Vegas
ছবি: Getty Images/D. Becker

এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণহারে গুলি চালিয়ে মানুষ মারার ঘটনা বলে মনে করা হচ্ছে৷

রবিবার ঐ উৎসব চলার সময় উৎসবস্থলের পাশের ‘ম্যান্ডালে বে’ নামের একটি হোটেলের ৩২ তলা থেকে গুলি ছোড়া হয় বলে সোমবার এক ব্রিফিংয়ে জানান লোম্বার্ডা৷ হামলাকারীকে হত্যা করা হয়েছে বলেও জানান তিনি৷

লাস ভেগাস মেট্রো পুলিশের এই শেরিফ বলেন, হামলাকারী একাই হামলা চালিয়েছেন৷ তাঁর নাম স্টেফেন প্যাডোক৷ বয়স ৬৪৷ তিনি লাস ভেগাসেরই বাসিন্দা৷ 

এদিকে, মেরি লু ডেনলি নামে এশীয় যে নারীকে পুলিশ খুঁজছিল তাঁকে পাওয়া গেছে বলে ধারণা করছেন লোম্বার্ডো৷ ঐ নারী হামলাকারীর সঙ্গী ছিলেন বলে জানান তিনি৷

তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এই হামলার দায় স্বীকার করেছে৷ তাদের দাবি, হামলাকারী কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন৷ আইএস এর সংবাদমাধ্যম আমাক এই তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স৷

নিহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷

সমবেদনা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও৷ 

প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

ফ্রান্সে ছুরি হামলায় নিহত দুই

ফ্রান্সের মার্সেই শহরের প্রধান রেলস্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়ে দুই নারীকে হত্যা করেছে৷ রবিবার এই ঘটনা ঘটে৷ তার আগের দিন হামলাকারীকে পুলিশ দোকানে চুরির অপরাধে আটক করেছিল ও পরে ছেড়ে দিয়েছিল বলে জানা গেছে৷ পুলিশ বলছে, হামলাকারীর নাম সন্ত্রাসীর তালিকায় ছিল না এবং তার কাছে ফ্রান্সে বসবাসের অনুমতি সংক্রান্ত কোনো কাগজ পাওয়া যায়নি৷

ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে৷ হামলার পর পুলিশের গুলিতে হামলাকারী প্রাণ হারান৷

নিহত দুই জনের বয়স ১৭ থেকে ২১-এর মধ্যে৷ তাঁরা ‘কাজিন’ ছিলেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা৷

ক্যানাডায় সন্ত্রাসী হামলা

পশ্চিম ক্যানাডায় একজন পুলিশসহ চার পথচারীকে আহত করার অপরাধে সোমালিয়ার এক শরণার্থীকে আটক করা হয়েছে৷ শনিবার রাতে তিনি প্রথম গাড়ি নিয়ে একজন পুলিশ কর্মকর্তার উপর হামলা চালান৷ এরপর ছুরি দিয়ে ঐ পুলিশ সদস্যকে কয়েকবার আঘাত করে পালিয়ে যান৷ এর কয়েক ঘণ্টা পর এক চেকপয়েন্টে পুলিশ ঐ হামলাকারীকে গাড়িসহ আটক করতে গেলে হামলাকারী গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করেন৷ তবে পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করতে সমর্থ হয়৷ ঐ সময় হামলাকারীর গাড়ির আঘাতে চার পথচারী আহত হন৷

গ্রেপ্তার হওয়া সোমালীয় শরণার্থীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ গঠন করা হয়েছে৷

হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে৷ হামলাকারীর গাড়িতে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর পতাকা পাওয়া গেছে৷

এদিকে, পুলিশ বলছে, ৩০ বছর বয়সি হামলাকারীর বিরুদ্ধে দুই বছর আগে সন্ত্রাসী মতবাদ প্রচারের অভিযোগে তদন্ত হয়েছিল৷ তবে তাকে ‘হুমকি’ বলে মনে হয়নি বলেও জানিয়েছে পুলিশ৷

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ