1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রে ১৩০ মিলিয়নেরও বেশি ক্রেডিট কার্ড চুরি

১৮ আগস্ট ২০০৯

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনা ধরা পড়েছে৷ মার্কিন বিচার বিভাগ জানিয়েছে যে, এ্যালবার্ট গঞ্জালেস নামের এক ব্যক্তি এই পর্যন্ত ১৩০ মিলিয়নেরও বেশি ক্রেডিট এবং ডেবিট কার্ডের নাম্বার চুরি

ছবি: RIA Novosti

গ্রেফতার হওয়া এ্যালবার্ট গঞ্জালেস যুক্তরাষ্ট্রের মিয়ামি অঙ্গরাজ্যের ফ্লোরিডাতে বসবাস করত৷ তিনি এবং তাঁর দুই সহযোগী মিলে বিভিন্ন কোম্পানির কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে গোপন তথ্য চুরি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে৷ তবে তাঁর দুই সহযোগীর নাম প্রকাশ করা হয়নি৷ এই দুইজন রাশিয়া নয়তো তার আশেপাশের কোন দেশে অবস্থান করছেন বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা৷ তাঁরা আরো জানিয়েছেন যে, ২০০৬ সালের অক্টোবার মাস থেকে এই কাজ শুরু করে এ্যালবার্ট গঞ্জালেস ও তাঁর সহযোগীরা৷ তারা হ্যাকিং এর মাধ্যমে ১৩০ মিলিয়নেরও বেশি ক্রেডিট এবং ডেবিট কার্ডের তথ্য চুরি করে৷ তারা বিভিন্ন কোম্পানিকে টার্গেট করে এবং সেসব কোম্পানির কম্পিউটারের নেটওয়ার্কগুলোর প্রটেকশন ভেঙ্গে তাতে প্রবেশ করে৷ দক্ষ হ্যাকারদের মত তারাও এন্টি ভাইরাসের বাধা অতিক্রম করতে সক্ষম হয়৷ তাদের অপকর্মের শিকার হয়েছে হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেম, সেভেন ইলেভেন ইনকর্পোরেশন এবং হ্যানাফোর্ড ব্রাদার্স কোম্পানির মত বড় বড় সব প্রতিষ্ঠান৷

এ্যালবার্ট গঞ্জালেস তাঁর অপকর্মের সময় অনলাইনে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন৷ এগুলো ছিল segvec, sournazi এবং j4guar17৷ নিউ জার্সির এটর্নি অফিস থেকে জানানো হয় যে, মার্কিন ইতিহাসে এটি সবচেয়ে বড় ধরণের ক্রেডিট কার্ড চুরির ঘটনা৷ অভিযোগ প্রমাণিত হলে এ্যালবার্টকে কমপক্ষে ২৫ বছরের কারাদণ্ড পেতে হবে এছাড়া পাঁচ লাখ ডলার জরিমানাও হতে পারে৷ এছাড়া আগামী মাসে নিউ ইয়র্কে তাঁর বিরুদ্ধে চেইন রেস্তোরাগুলোর কম্পিউটার হ্যাকিং করার অভিযোগে আলাদাভাবে বিচারের মুখোমুখি হতে হবে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ