1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুর গুলিতে নিহত দুজন

১১ এপ্রিল ২০১৩

চার বছরের এক শিশুর গুলিতে ছয় বছরের ছেলে নিহত৷ তারও আগে চার বছরের আরেক শিশুর গুলিতে নিহত মামী৷ ঘটনা দুটোই যুক্তরাষ্ট্রের এবং মাত্র কদিন আগের৷

Centerville, UNITED STATES: A Glock 9MM pistol, which according to media reports is similar to one of the weapons used by 23-year-old South Korean student Cho Seung-Hui in the Virginia Tech massacre, is pictured 17 April 2007 in Centerville, Virginia. Cho Seung-Hui moved to the United States when he was just eight, but 15 years later his name is set to be permanently etched on the tragic roll call of US school and campus killings after he mowed down 32 people before turning his gun on himself. AFP PHOTO/Tim Sloan (Photo credit should read TIM SLOAN/AFP/Getty Images)
ছবি: Tim Sloan/AFP/Getty Images

প্রথম ঘটনাটি নিউ জার্সির৷ সেখানে ব্র্যান্ডন হল্ট নামের যে ছেলেটি নিহত হয়েছে সে ঘটনার দিন খেলাধুলা করছিল৷ সঙ্গী ছিল চার বছরের শিশুটি৷ এক পর্যায়ে চার বছরের শিশুটি ঘরে গিয়ে বাবা-মার বন্দুক নিয়ে এসে গুলি চালালে সেটা গিয়ে লাগে হল্টের মাথায়৷ এর একদিন পর সে মারা যায়৷

দ্বিতীয় ঘটনার স্থান টেনেসি৷ সেখানে মামী জোসেফিন ফ্যানিং তাঁর ভাগ্নেকে নিয়ে একটা ঘরে ঢুকেছিল যেখানে ফ্যানিং এর স্বামী এক আত্মীয়কে অস্ত্রের সংগ্রহ দেখাচ্ছিল৷ এমন সময় শিশুটি একটি বন্দুক নিয়ে গুলি করলে নিহত হন ফ্যানিং৷

অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছেছবি: imago stock&people

এই দুই ঘটনায় বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রে অস্ত্র কতটা সহজলভ্য৷ চার মাসে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছিল ২০ জন শিশু সহ ২৬ জন৷

তখন থেকেই অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা শুরু হয়৷ রাজনীতিবিদরাও সেটা নিয়ে কথাবার্তা বলছেন৷ স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের কথা বলছেন৷

কিন্তু যুক্তরাষ্ট্রে অস্ত্র ব্যবসায়ীরা খুবই শক্তিশালী৷ তাই তারা নতুন কোনো আইন বা আইনের ব্যাপ্তি বাড়ানোর বিরোধিতা করছে৷

তবে শেষ পর্যন্ত একটা বিষয়ে মোটামুটি সমঝোতায় আসা গেছে৷ সেটা হচ্ছে, এখন থেকে ইন্টারনেটে বা কোনো মেলা থেকে বন্দুক কিনতে গেলে ক্রেতার অপরাধ ও মানসিক অবস্থা বিষয়ক অতীত পরীক্ষা করে দেখা হবে৷

এই শর্তটা অবশ্য এখনও রয়েছে৷ তবে সেটা শুধু যখন কেউ লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছ থেকে বন্দুক বা আগ্নেয়াস্ত্র কিনতে যায় তখন৷

মার্কিন প্রেসিডেন্ট ওবামা অবশ্য আরও বেশি চেয়েছিলেন৷ তিনি ‘অ্যাসল্ট রাইফেল' বিক্রি বন্ধের পক্ষে ছিলেন৷ কিন্তু তা বোধ হয় হচ্ছে না৷

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ