যুক্তরাষ্ট্র আর রাশিয়ার কূটনীতিক বহিষ্কারের ‘লড়াই’
৩০ ডিসেম্বর ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ ‘হ্যাকিং’-এর অভিযোগকে কেন্দ্র করে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন৷ মস্কোও ইটের বদলে পাটকেলে তার প্রতিক্রিয়া দেখিয়েছে৷
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ওবামা ঘোষণা করেন যে, মেরিল্যান্ড আর নিউ ইয়র্কে দু'টি রুশ অফিস ও প্রাঙ্গণ বন্ধ করে দেওয়া হবে৷ শুক্রবার দ্বিপ্রহর থেকে কোনো রুশ কূটনীতিক সেখানে যেতে পারবেন না৷ রুশ কর্মকর্তারা গুপ্তচরবৃত্তি সংক্রান্ত কার্যকলাপের জন্য এই দু'টি কমপাউন্ড ব্যবহার করতেন৷
পরে স্টেট ডিপার্টমেন্ট আরো জানায়, রুশ গুপ্তচর বিভাগের ৩৫ জন কর্মকর্তাকে ‘পার্সোনা নন গ্রাটা' বা কূটনৈতিক পরিভাষায় ‘অবাঞ্ছিত ব্যক্তি' বলে ঘোষণা করে হচ্ছে, অর্থাৎ তাদের ৭২ ঘণ্টার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পরিত্যাগ করতে হবে৷
মস্কোর জবাব
ওবামার ঘোষণার পরদিনই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, অন্তত ৩৫ জন মার্কিন কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার করা হবে; তাদের মধ্যে ৩১ জন মস্কোয় নিযুক্ত, বাকি চারজন কাজ করেন সেন্ট পিটার্সবার্গের মার্কিন কনস্যুলেটে৷
ভ্লাদিমির পুটিনের ভিন্ন রূপ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ ছবিঘরে পুটিনের ব্যক্তিত্বের বিভিন্ন দিক ফুটে উঠেছে৷
ছবি: Reuters/A. Novosti/RIA Novosti/Kremlin
কেজিবি থেকে ক্রেমলিন
পুটিন সাবেক সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তা সংস্থা কেজিবিতে যোগ দেন ১৯৭৫ সালে৷ আশির দশকে তিনি কেজিবি এজেন্ট হিসেবে জার্মানির ড্রেসডেনে কর্মরত ছিলেন৷ বার্লিন ওয়ালের পতনের পর রাশিয়ায় ফিরে গিয়ে বরিস ইয়েলৎসিনের ক্রেমলিনে প্রবেশ করেন তিনি৷ ইয়েলৎসিন তাঁর উত্তরসূরি হিসেবে পুটিনের নাম ঘোষণা করলে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়৷
ছবি: picture alliance/dpa/M.Klimentyev
প্রথম প্রেসিডেন্সি
বড় পদে যাওয়ার আগ অবধি রাশিয়ার সাধারণ জনতা পুটিনকে বলতে গেলে চিনতেনই না৷ ১৯৯৯ সালের আগস্টে চেচনিয়ার একদল সশস্ত্র মানুষ রাশিয়ার দাগেস্তান দখল করে নিলে পুটিন লাইম লাইটে আসেন৷ প্রেসিডেন্ট ইয়েলৎসিন তখন তাঁকে চেচনিয়াকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেন৷ সেবার বর্ষবরণের আগের রাতে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন ইয়েলৎসিন এবং পুটিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন৷
ছবি: picture alliance/AP Images
গণমাধ্যমে কঠোর পুরুষ
সোচিতে একটি প্রীতি হকি গেমে পুটিনের দল ১৮-৬ গোলে জয়লাভ করে৷ এরমধ্যে আটটি গোলই করেছেন স্বয়ং প্রেসিডেন্ট!
ছবি: picture-alliance/AP/A. Nikolsky
বাকস্বাধীনতায় লাগাম
পুটিন বিরোধীদের এক ব়্যালিতে এভাবে মুখে টেপ লাগিয়ে তার উপরে পুটিন লিখে হাজির হয়েছিলেন এক প্রতিবাদকারী৷ ২০১৩ সালে সেদেশের রাষ্ট্রীয় সংবাদসংস্থা রিয়া নোভোস্টিকে সংস্কারের ঘোষণা দেয় ক্রেমলিন এবং সেটির দায়িত্ব উগ্র পশ্চিমাবিরোধী মতের জন্য পরিচিত এক ক্রেমলিনপন্থির হাতে তুলে দেয়া হয়৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম সূচকে ১৭৮টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান ১৪৮তম৷
ছবি: Getty Images/AFP/V.Maximov
পুটিনের ভাবমূর্তি: কাজে বিশ্বাসী এক ব্যক্তি
রাশিয়ায় অনেকে বিশ্বাস করেন পুটিন কাজে বিশ্বাসী৷ এই ভাবমূর্তি গড়তে গিয়ে গণমাধ্যমে মাঝেমাঝেই ঊর্দ্ধাঙ্গ অনাবৃত ঘৌড়সওয়ারের বেশে বা জুডোতে প্রতিপক্ষকে ধরাশায়ী করার বেশে পুটিনের ছবি প্রকাশ হয়৷ রাশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারায় পুটিনের প্রশংসা করেন অনেকে, পাশাপাশি তাঁর বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগও রয়েছে৷
ছবি: Getty Images/AFP/A. Nikoskyi
গণতন্ত্রের কণ্ঠরোধ
২০০৭ সালে পুটিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি যখন ব্যাপক ভোটে জয়লাভ করে, তখন সমালোচকরা দাবি করেন, ভোট গ্রহণ প্রক্রিয়া মুক্ত এবং গণতান্ত্রিক ছিল না৷ পুটিনের বিরুদ্ধে গণতন্ত্রণের কণ্ঠরোধে অভিযোগে আয়োজিত এক বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করে দাঙ্গা পুলিশ৷ সেই বিক্ষোভ ব়্যালিতে একটি পোস্টারে লেখা ছিল, ‘ধন্যবাদ, না!’
ছবি: Getty Images/AFP/Y.Kadobnov
সাজানো ঘটনা
ক্রাইমিয়ার সেভাস্টোপোলে একটি ছোট সাবমেরিনের মধ্যে দেখা যাচ্ছে পুটিনকে৷ বলা হয়ে থাকে, কৃষ্ণ সাগরের গভীরে তিনি গিয়েছিলেন এই সাবমেরিনে করে৷ এরকম ছবি মাঝে মাঝেই গণমাধ্যমে প্রকাশিত হয়৷ কখনো তিনি বুনো বাঘকে কাবু করেন চেতনানাশক দিয়ে কিংবা ওড়ের বিলুপ্তপ্রায় সারসের সঙ্গে৷ এভাবে এক দুঃসাহসী অভিযাত্রীর বেশে পুটিনকে উপস্থাপন করা হয়৷
ছবি: Reuters/A. Novosti/RIA Novosti/Kremlin
7 ছবি1 | 7
মার্কিন কূটনীতিকদের মস্কোর একটি ‘ডাচা' বা গাঁয়ের বাড়ি, ও একটি মালগুদামে প্রবেশ করাও নিষিদ্ধ করা হবে বলে লাভরভ জানান৷ তবে লাভরভ স্পষ্ট করে দেন যে, ‘‘কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের আইন হলো পারস্পরিকতা'' এবং তার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷
প্রথমে ওয়াশিংটনের অভিযোগ
ওয়াশিংটনের অভিযোগ হল এই যে, রুশ সামরিক কর্তৃপক্ষের গুপ্তচরবৃত্তি সংক্রান্ত কার্যকলাপের মুখ্য পরিচালকমণ্ডলী ‘জিআরইউ' রুশ ফেডারাল নিরাপত্তা সেবা ‘এফএসবি'-র সহযোগিতায় যুক্তরাষ্ট্রে তথ্য হ্যাক করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে৷ এমনকি রাশিয়া থেকে ‘অভিসন্ধিমূলক সাইবার আক্রমণ' সম্পর্কে একটি বিশদ প্রযুক্তিগত বিশ্লেষণ প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ও এফবিআই৷
কাজেই এফএসবি'র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেই সঙ্গে জিআরইউ-এর চার জন কর্মকর্তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়৷ সংস্থাটির প্রধান ইগর ভ্যালেন্টিনোভিচ কোরোবভ স্বয়ং তাদের মধ্যে আছেন৷
মস্কোর অস্বীকার
মস্কো হ্যাকিং ও সাইবার হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ও এইসব অভিযোগকে ‘ভিত্তিহীন' বলে অভিহিত করেছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রেমলিনের এক মুখপাত্র মন্তব্য করেন যে, মার্কিন শাস্তিমূলক ব্যবস্থা ‘রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ধ্বংস করবে'৷
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, এই শাস্তিমূলক ব্যবস্থা ওবামার ‘খামখেয়ালি' ও ‘আগ্রাসী বিদেশনীতির' পরিচায়ক৷ ‘‘যে মার্কিন প্রশাসনের আর দু'সপ্তাহ সময় বাকি আছে, তাদের তরফ থেকে এ ধরনের পদক্ষেপের দু'টি লক্ষ্য আছে: রুশ-মার্কিন সম্পর্কের হানি ঘটানো - যা এমনিতেই এখন নিম্ন পর্যায়ে - এবং স্পষ্টতই প্রেসিডেন্ট-ইলেক্টের আগামী প্রশাসনের বিদেশনীতিমূলক পরিকল্পনায় আঘাত হানা,'' বলেছেন পেস্কভ৷
বারাক ওবামার জীবনের কিছু অন্তরঙ্গ মুহূর্ত
হোয়াইট হাউসে বারাক ওবামার কার্যকাল শেষ৷ এখন চলছে্ ট্রাম্প রাজত্ব৷ তাঁর সময়ের বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তাঁর ফটোগ্রাফার পিট সুজা৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
সব সময়ে স্পটলাইটে
বারাক ওবামা সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি ‘ফটোগ্রাফড’ মানুষ৷ তবে পিট সুজার মতো তাঁর এত কাছাকাছি যাবার সৌভাগ্য খুব কম মানুষেরই আছে৷ ওবামা-দম্পতির মানবিক ও অন্তরঙ্গ মুহূর্তগুলিও ধরে রাখার সুযোগ পেয়েছেন তিনি৷ যেমন ২০১২ সালে অলিম্পিক প্রতিযোগিতায় অ্যামেরিকা ও ব্রাজিলের বাস্কেটবল ম্যাচের সময় তোলা এই ছবিটি৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
পরাশক্তি ও অতিমানব
বারাক ওবামার অনবদ্য রসবোধ পিট সুজার ক্যামেরায় বার বার ধরা পড়েছে৷ যেমন এখানে ৩ বছরের এক ‘স্পাইডারম্যান’-এর অদৃশ্য জালে আটকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সুজা অবশ্য কোনো একটি ছবিকে সবচেয়ে প্রিয় বলতে পারেন না৷ ওবামা নিজে এই ছবিটিকে ২০১৫ সালের ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
সমানে-সমানে সংলাপ
এই ছবিটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল৷ বারাক ও মিশেল ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য প্রিন্স জর্জ ১৫ মিনিট বেশি জেগে থাকার অনুমতি পেয়েছিল৷ বাথরোব পরে সে দিব্যি ওবামা-দম্পতির সঙ্গে হাত মেলালো৷ তাঁর সুবিধার জন্য ওবামা হাঁটু মুড়ে বসে পড়েছিলেন৷ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট ওবামা দম্পতিকে নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন৷
ছবি: picture alliance/ZUMA Press/Pete Souza
প্রেসিডেন্ট হতে কেমন লাগে?
দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ হওয়া সত্ত্বেও ওবামা ধরাছোঁয়ার বাইরে থাকতে চান না – অন্তত অ্যামেরিকার সেই সব শিশুদের জন্য, যারা ওভাল অফিসে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পায়৷ যেমন জেকব ফিলাডেলফিয়া৷ ওবামা মানুষের সঙ্গে কত সহজে মিশতে পারেন, এই ছবি তারই এক দৃষ্টান্ত৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
‘কুল’ প্রেসিডেন্ট
এই ‘কুল’ বা স্বতঃস্ফূর্ত স্মার্ট ভাবমূর্তি বজায় রাখতে ওবামা বেশ পছন্দ করেন৷ যেমন ২০১২ সালে নির্বাচনি প্রচারের সময়ে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তোলা এই ছবিতে তাঁকে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছে৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
কী খবর ভাই?
অন্য কোনো ছবিতে সামাজিক বৈষম্য সম্পর্কে ওবামার মনোভাবের এত স্পষ্ট পরিচয় পাওয়া যায় না৷ শুনলে নির্বাচনি বুলি মনে হলেও পিট সুজার তোলা এই ছবি সেই বার্তা তুলে ধরছে৷
ছবি: White House/Pete Souza
ঐতিহাসিক মুহূর্ত যখন ক্যামেরাবন্দি
হোয়াইট হাউসের প্রেস অফিস সুন্দর ছবির ক্ষমতা সম্পর্কে অত্যন্ত সচেতন৷ জামাইকার রাজধানী কিংস্টন থেকে দেশে ফেরার আগে ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে ওঠার সময়ে আকাশে শোভা পাচ্ছিল সুন্দর রামধনু৷ ২০০৮ সালেই সুজা সেনেটর ওবামার উত্থান সম্পর্কে এক ছবির সংগ্রহ প্রকাশ করেছিলেন৷
ছবি: picture alliance/dpa/Pete Souza
স্বাভাবিক যে কোনো পরিবারের মতো
রিসেপশন, নৈশভোজের আমন্ত্রণ অথবা রাষ্ট্রীয় সফর – মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির উপর থেকে নজর কখনোই সরে যায় না৷ কিন্তু সেই সব হইহট্টগোলের বাইরে তাঁরা যে কোনো স্বাভাবিক পরিবারের মতোই আচরণ করেন৷ যেমন ফুটবল খেলা দেখতে দেখতে সন্ধ্যায় টিভির সামনে বসে নৈশভোজ সেরে নেওয়ার এই দৃশ্য দেখিয়ে দিচ্ছে৷
ছবি: Getty Images/White House/P. Souza
শিশুসুলভ মন
সারাদিন ধরে বিশ্ব রাজনীতি সম্পর্কে সিদ্ধান্তের পটভূমি হলেও ছুটির পর হোয়াইট হাউস খেলার মাঠ হয়ে যায়৷ বারাক ওবামা পারিবারিক কুকুর ‘বো’-কে নিয়ে খেলায় মেতে ওঠেন৷
ছবি: White House/Pete Souza
তোমার-আমার মতো
এই ছবিটিও ওবামার পছন্দের ভাবমূর্তি তুলে ধরে৷ এমন এক মানুষ, যিনি ক্ষমতার শীর্ষে উঠেও নিজের স্বাভাবিক সত্তা হারাননি৷ কয়েকজন সেক্রেটারি ও কংগ্রেসের কর্মীর সঙ্গে তিনি দিব্যি বাস্কেটবল খেলায় মেতে উঠেছেন৷ কিন্তু প্রেসিডেন্টকে হারানোর সাহস কার মনে আছে!
ছবি: White House/Pete Souza
10 ছবি1 | 10
রুশ সংসদের উচ্চকক্ষের মুখপাত্র কনস্টান্টিন কসাচেভ রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাকে ‘বিভিন্ন রাজনৈতিক লাশের মরণ খিঁচুনি' বলে বর্ণনা করেছেন৷
ট্রাম্পের প্রতিক্রিয়া
ডোনাল্ড ট্রাম্প আগামী ২০শে জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নিচ্ছেন৷ তারপর তিনি ওবামার আরোপিত শাস্তিমূলক ব্যবস্থা ফিরিয়ে নিতে পারেন - বিশেষ করে যখন ট্রাম্প একাধিকবার আভাস দিয়েছেন যে, তিনি মস্কোর প্রতি কিছুটা নরম মনোভাব প্রদর্শন করতে চান৷
রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার খবর পেয়ে ট্রাম্প বলেছেন যে, এটা ‘‘আমাদের দেশের পক্ষে আরো বড় ও ভালো ব্যাপারের দিকে এগিয়ে যাওয়ার সময়''৷ অপরদিকে তিনি আগামী সপ্তাহে গুপ্তচর বিভাগগুলির প্রধানদের সঙ্গে ‘‘পরিস্থিতির বাস্তব খুঁটিনাটি সম্পর্কে অবহিত হবার জন্য'' মিলিত হচ্ছেন৷
নেতৃস্থানীয় রিপাবলিকানদের প্রতিক্রিয়া
হাউস অফ রিপ্রেজেন্টিভস-এর স্পিকার পল রায়ান রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হানি ঘটানোর প্রচেষ্টার অভিযোগ করে বলেছেন, এই শাস্তিমূলক ব্যবস্থা অনেক আগেই আরোপ করা উচিৎ ছিল৷
রিপাবলিকান সেনেটর জন ম্যাককেইন এবং লিন্ডসে গ্র্যাহামও ‘‘রাশিয়ার উপর আরো জোরদার শাস্তিমূলক ব্যবস্থা আরোপ'' সমর্থন করবেন বলে জানিয়েছেন৷