1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কোন পথে?

৩ মার্চ ২০১৫

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিতে চলেছেন বেনইয়ামিন নেতানিয়াহু৷ ইসরায়েলি প্রধানমন্ত্রীর এ ভাষণের উদ্যোগকে ওবামা প্রশাসন ভালোভাবে নেয়নি৷ নেতানিয়াহুর এ উদ্যোগ কি তাহলে দু'দেশের মধ্যকার সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে?

USA Washington AIPAC Konferenz Benjamin Netanjahu Ministerpräsident Israel
ছবি: REUTERS/Jonathan Ernst

দু'দিনের সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এখন যুক্তরাষ্ট্রে৷ গত রোববার তিনি ওয়াশিংটন পৌঁছান৷ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ কংগ্রেসে তাঁর ভাষণ দেয়ার কথা৷ এ ভাষণের বিশেষ তাৎপর্য রয়েছে৷ ইসরায়েলের বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর এ সফর তাঁর আগের সফরগুলোর তুলনায় অন্যরকম, কেননা, এবার তিনি গেছেন প্রেসিডেন্ট ওবামার ডেমোক্র্যাটিক পার্টির প্রতিপক্ষ রিপাবলিকানদের আমন্ত্রণে৷ সম্প্রতি ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের বিষয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন বারাক ওবামা৷ ধারণা করা হচ্ছে, কংগ্রেসের রিপাবলিকান দলীয় স্পিকার জন বেহনারের আমন্ত্রণে নেতানিয়াহুর এই যুক্তরাষ্ট্র সফর এবং ভাষণ তারই পাল্টা ব্যবস্থা৷

নেতানিয়াহুর এ সফর সম্পর্কে হোয়াইট হাউসের অবস্থান স্পষ্ট৷ স্পষ্টতই তারা এ সফরকে সমর্থন করছে না৷ তাই হোয়াইট হাউস ইতিমধ্যে জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে এবার প্রেসিডেন্ট ওবামা দেখা করবেন না৷ কারণ হিসেবে অবশ্য কংগ্রেসের আসন্ন ভাষণের কথা বলা হয়নি৷ বলা হয়েছে, ইসরায়েলের আসন্ন নির্বাচনে এ সাক্ষাতের প্রভাব পড়তে পারে৷ আর হোয়াইট হাউস তা চায় না৷

বার্তাসংস্থা রয়টার্সকে বারাক ওবামা বলেছেন, ‘‘এ মুহূর্তে ইরানকে কীভাবে পারমানবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায়, সেদিকেই আমাদের মনোনিবেশ করা উচিত৷ ''ছবি: Reuters

ইসরায়েলে নির্বাচন হবে আগামী ১৭ মার্চ৷ সেখানে নেতানিয়াহুর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হওয়ার কথা৷ এমন গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের আগে তিনি কেন ওবামা প্রশাসনকে বিব্রত করার মতো পদক্ষেপ নিলেন? ওবামার ইরান-নীতির বিরোধিতার জন্যই এমন করা হয়ে থাকলে এর মাধ্যমে তো ওবামাকে এক অর্থে অপমান করা হলো! তবে নেতানিয়াহু বলছেন, ওবামাকে অপমান করা বা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ককে দলীয় রাজনীতির মোড়কবন্দি করা তাঁর উদ্দেশ্য নয়৷ এ সম্পর্কে মার্কিন-ইসরায়েল লবি সংগঠন এআইপিএসি-র নীতিবিষয়ক সম্মেলনে তিনি বলেছেন, ‘‘কংগ্রেসে আমি ইরান সরকারের বিষয়ে কথা বলতে চাই, যারা ইসরায়েলকে ধ্বংস করার পাঁয়তারা করছে৷''

এদিকে বার্তাসংস্থা রয়টার্সকে বারাক ওবামা বলেছেন, ‘‘এটা (নেতানিয়াহুর কংগ্রেসে ভাষণ) স্থায়ীভাবে (দু'দেশের সম্পর্ককে) ধ্বংস করবে না৷ তবে এ মুহূ্র্তে আমাদের যেদিকে দৃকপাত করা উচিত সেদিক থেকে নজর সরিয়ে দেবে৷ এ মুহূর্তে ইরানকে কীভাবে পারমানবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায়,সেদিকেই আমাদের মনোনিবেশ করা উচিত৷ ''

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ