1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেকর্ড সামরিক চুক্তি

১৪ সেপ্টেম্বর ২০১৬

১০ মাসের দীর্ঘ আলোচনার পর সামরিক চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশেষে কিছুটা ছাড় দিতে সম্মত হয়েছেন৷ তবে তাদের চাহিদা ছিল আরও বেশি৷

USA Israel Benjamin Netanjahu & Barack Obama Weißes Haus Washington
ছবি: Reuters/K. Lamarque

ইসরায়েলকে আগামী ১০ বছর বছরে ৩৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র, যা এ যাবতকালের একটি রেকর্ড৷ বর্তমানে যে ১০ বছরের চুক্তিটি বহাল আছে, তা শেষ হবে ২০১৮ সালে, এতে প্রতি বছর ৩১০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে৷

আজ বুধবারই দু'দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হওয়ার কথা৷ ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ অন্যদিকে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইসরায়েলের পক্ষে উপস্থিত থাকবেন তাদের ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব নাজেল৷ ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে৷ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি৷

‘দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং' বা এমওইউ চুক্তিটি ওয়াশিংটনে মার্কিন পরররাষ্ট্র মন্ত্রণালয়ে সই হবে৷ তবে দুই রাষ্ট্রপ্রধান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকছেন না৷ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা দেখার অপেক্ষায় আছেন৷ আর পরবর্তী প্রেসডেন্টের সঙ্গে আরও ভালো চুক্তির আশা করছেন তিনি৷

কেননা স্বাক্ষরে সম্মত হলেও এই রেকর্ড চুক্তিতে নাখোশ ইসরায়েল৷ তাদের চাহিদা ছিল আরও বেশি৷ আরও সাড়ে চার কোটি মার্কিন ডলারের সহায়তা চেয়েছিল তারা৷ এছাড়া ইসরায়েল এ ব্যাপারে সম্মত হয়েছে যে, নতুন কোনো যুদ্ধে না জড়ালে মার্কিন কংগ্রেসের কাছে অতিরিক্ত সামরিক সহায়তার আবেদন করবে না তারা৷ চুক্তি অনুযায়ী, ইসরায়েল তাদের সামরিক পণ্যের ধীরে ধীরে বিকাশ ঘটাবে৷ এছাড়া তাদের সামরিক জ্বালানি খাতেও ব্যয় করবে৷

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প তাদের প্রচারণায় ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ