1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ আসন্ন?

১৪ আগস্ট ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়ায় তাঁর প্রশংসা করেছেন গুয়ামের গভর্নর৷ তবে মার্কিন নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ আসন্ন নয়৷

সউলের টিভিতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা সংক্রান্ত সংবাদ পরিবেশনছবি: picture alliance/dpa/AP/A. Young-joon

গুয়ামের গভর্নর বলছেন, উত্তর কোরিয়া এই ছোট্ট দ্বীপে চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দিয়েছে এটাকে তুচ্ছ করে দেখার মতো কোনো বিষয় নয়৷ এটা একটা বড় ধরনের হুঁশিয়ারি৷ তাই ট্রাম্প সেটাকে শক্ত হাতে মোকাবিলার যেসব পদক্ষেপ নিচ্ছেন তা প্রশংসনীয়৷ এটা নিয়ে সমালোচনার কিছু নেই৷

সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে গভর্নর এডি ক্যালভো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ‘মাস্তান' হিসেবে উল্লেখ করেছেন, বলছেন তিনি এমন একজন মাস্তান যার কাছে শক্তিশালী অস্ত্র আছে৷ তাই এই মাস্তানকে শক্ত হাতে মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি৷

শনিবার উত্তর কোরিয়ার একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যে ধরনের যুদ্ধ চায় সেই ধরনের যুদ্ধের প্রয়োজনীয় সেনাবাহিনী তাদের আছে৷ ট্রাম্প বরাবরই নিজের দেশের সামরিক শক্তিকে সবচেয়ে শক্তিশালী বলে উল্লেখ করে আসছেন৷ ক্যালভো আরও বলেন, উত্তর কোরিয়া গুয়ামকে হুমকি দিচ্ছে, কেননা এখানে দু'টি বড় মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, আছে ৬ হাজার মার্কিন সেনা৷ ২০১৩ সালের চেয়ে যা তিনগুণ৷

যুদ্ধ কি আসন্ন?

রবিবার দু'টি আলাদা সাক্ষাৎকারে সিআইএ পরিচালক, সেনা প্রধান, নিরাপত্তা উপদেষ্টা আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সংঘাত এখনো এড়ানো সম্ভব৷ এক সপ্তাহ আগে যুদ্ধ নিয়ে কোন পরিকল্পনা ছিল না আমাদের৷ তবে প্রয়োজন হলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত বলে জানান সেনা প্রধান৷

চীনের নিষেধাজ্ঞা

এদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে মঙ্গলবার থেকে উত্তর কোরিয়া থেকে লোহা, লোহার আকরিক এবং সামুদ্রিক খাবার আমদানি বন্ধ করবে চীন৷ সোমবার একথা জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রী৷ উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন করতেই চীনের এ উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা৷ ৬ আগস্ট জাতিসংঘ সবশেষ উত্তর কোরিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে, যেটায় সমর্থন দেয় চীন৷ এর আগ পর্যন্ত চীন উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করে আসছিল যুক্তরাষ্ট্র৷

ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত একটা আদেশ জারি করতে পারেন আজ৷ ট্রাম্প মার্কিন প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজারের কাছে এ ব্যাপারে মতামত চাইবেন৷

পরমাণু কার্যক্রমের কারণে জাতিসংঘ উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারির পর দেশটি ওয়াশিংটনকে ‘উচিত শিক্ষা' দেয়ার হুমকি দেয়৷ এর প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরিয়া নতুন করে অ্যামেরিকার বিরুদ্ধে আরও হুমকি দিলে সে দেশের উপর এমন মারাত্মক হামলা চালানো হবে, যা বিশ্বে কেউ কখনো দেখেনি৷ ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া গুয়ামের উপর হামলা চালানোর হুমকি দিয়েছে৷ আগস্টের মাঝামাঝিতে গুয়ামের কাছে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয় তারা৷ যা নিয়ে ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ