যুক্তরাষ্ট্র করোনা আক্রান্ত শিশুর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে
১৬ আগস্ট ২০২১
অ্যামেরিকার হাসপাতালগুলোতে বর্তমানে ১,৯০০-র বেশি করোনা আক্রান্ত শিশু ভর্তি রয়েছে৷ এর আগে দেশটিতে এত কোভিড আক্রান্ত শিশু একসঙ্গে হাসপাতালে ভর্তি হয়নি৷
বিজ্ঞাপন
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা সংস্করণ ছড়িয়ে পড়ায় আক্রান্তের হার দ্রুত বাড়ছে৷ দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, ১,৯০২ জন করোনা আক্রান্ত শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে যা এক রেকর্ড৷
করোনায় নতুন আক্রান্তদের মধ্যে যারা টিকা নেননি তাদের সংখ্যা সবচেয়ে বেশি৷ দেশটির দক্ষিণাঞ্চলের হাসপাতালগুলো রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে৷
মার্কিন যুক্তরাষ্ট্রে ১২ বছরের কম বয়সি শিশুদের এখনো করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে না৷ হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যা ২.৪ শতাংশ৷ আর হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের এক পঞ্চমাংশই ফ্লোরিডা রাজ্যের বাসিন্দা৷ সেখানে শনিবার অবধি করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬,১০০ জন৷ এছাড়া কানেকটিকাট এবং ম্যাসাচুসেটস রাজ্যেও এই ভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে৷
ভ্যাকসিন নিলে ইউরোপের কোথায় বেড়াতে যেতে পারবেন
ভ্যাকসিনের দুই ডোজ নেয়া হয়ে গেলে ইউরোপের অনেক দেশেই এখন যাওয়া যাবে। ফ্রান্স, স্পেন, গ্রিস পর্যটকদের যেতে দিচ্ছে।
ছবি: Christian Hartmann/REUTERS
ফ্রান্সে যেতে গেলে
দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। দ্বিতীয় ডোজ নেয়ার দুই সপ্তাহ পর ফ্রান্সে ঘুরতে যাওয়া যাবে। ৯ জুন থেকে পর্যটকদের ঢুকতে দিচ্ছে ফ্রান্স। ইইউ এবং ফ্রান্সের সবুজ তালিকায় থাকা দেশগুলির নাগরিকদের কোভিড নেগেটিভ সার্টিফিকেটও নিতে হবে না। এই সব দেশের ভ্যাকসিন না নেয়া পর্যটকরা নেগেটিভ রিপোর্ট নিয়ে ঢুকতে পারবেন ফ্রান্সে।
ছবি: picture-alliance/dpa/F. Gierth
অরেঞ্জ তালিকার দেশের ক্ষেত্রে
ফ্রান্সের অরেঞ্জ তালিকায় আছে অ্যামেরিকা, ব্রিটেন এবং এশিয়া ও আফ্রিকার অধিকাংশ দেশ। এখান থেকে পর্যটক এলে তাদের আর ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে না। তবে ভ্যাকসিনের দুই ডোজের পাশাপাশি তাদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
ছবি: ROBIN UTRECHT/picture alliance
কোন ভ্যাকসিন নিলে যাওয়া যাবে
ইইউ স্বীকৃত ভ্যাকসিন নিলেই ফ্রান্সে যাওয়া যাবে। এর মধ্যে আছে, ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন।
ছবি: Lafargue Raphael/ABACA/picture alliance
স্পেনে যেতে হলে
গত ৭ জুন থেকে স্পেনের দরজা পর্যটকদের জন্য খুলে গেছে। এখানে ভ্যাকসিনের দুই ডোজ ছাড়াও করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। আর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ১৪ দিন পরেই স্পেনে ঢোকা যাবে।
ছবি: AFP/D. Martin
গ্রিসের ক্ষেত্রে
বিশ্বের প্রায় ৫০টি দেশের পর্যটকদের ঢুকতে দিচ্ছে গ্রিস। তবে ভ্যাকসিন সার্টিফিকেট ছাড়াও করোনা নেগেটিভ রিপোর্টও সঙ্গে নিতে হবে। তারপরেও বিমানবন্দরে করোনা পরীক্ষা করা হতে পারে।
ছবি: Nicolas Economou/NurPhoto/picture alliance
সাইপ্রাসে ভ্যাকসিন নিলেই হবে
দুই ডোজ ভ্যাকসিন নিলেই সাইপ্রাসে যাওয়া যাবে। তবে গোটা বারো দেশের ক্ষেত্রে এই সার্টিফিকেট ছাড়াই সেখানে যাওয়া যাবে। দুই ডোজ ভ্যাকসিন নিলে ১৪ দিন অপেক্ষা করারও দরকার নেই। তবে বিমানে ওঠার আগে সাইপ্রাস ফ্লাইট পাসের জন্য আবেদন করে তা নিতে হবে।
ছবি: Getty Images/AFP/F. Choblet
ক্রোয়েশিয়ার জন্য
ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে ক্রোয়েশিয়া যাওয়া যাবে। তবে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে গেলে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে।
ছবি: Grgo Jelavic/PIXSELL/picture alliance
জার্মানিতে কড়াকড়ি
ইইউ-র বাইরের দেশের মানুষ জরুরি দরকার ছাড়া জার্মানিতে ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে ভ্যাকসিন সার্টিফিকেট জরুরি। যে সব দেশকে করোনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মনে করে জার্মানি, সেখানকার মানুষদের এরপরেও কোয়ারান্টিনে থাকতে হবে।
ছবি: Annette Riedl/dpa/picture alliance
8 ছবি1 | 8
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্লোরিডা এবং অ্যারিজোনা রাজ্যের স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে, যদিও রাজ্য দু'টির রিপাবলিকান গর্ভনররা এ ধরনের সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য ‘সঠিক সিদ্ধান্ত নেয়ায়' স্কুল কর্তৃপক্ষকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন৷
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের পুনরায় সশরীরে স্কুলে গিয়ে ক্লাস করার নিয়ম চালুর পর থেকেই মাস্কপরা নিয়ে বিতর্ক চলছে৷