টানা দুই সপ্তাহ অনেক আলোচনা, বিতর্ক আর নাটকীয় ঘটনার জন্ম দিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অচলাবস্থার অবসান হয়েছে৷ ফলে স্বস্তি ফিরে এসেছে মার্কিন সহ বিশ্ব অর্থনীতিতে৷
বিজ্ঞাপন
প্রথমে ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ সেনেট, পরে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ এবং তারপর প্রেসিডেন্ট বারাক ওবামার বিল সইয়ের মাধ্যমে দূর হয় সব দুশ্চিন্তা, যার ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে এশিয়ার শেয়ার বাজারে৷
বুধবার রাতে পাস হওয়া সমঝোতা প্রস্তাবের ফলে আগামী ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ পর্যন্ত ঋণসীমা (ডেট সিলিং) বাড়ানো হয়েছে৷
পরিবর্তিত পরিস্থিতিতে ১৬ দিন ধরে বন্ধ থাকা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে খুলে দেয়া হয়েছে৷ কর্মীদেরও কাজে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে৷
ফলে আপাতত স্বস্তি ফিরে এলেও আগামীতে যে আবারও এরকম পরিস্থিতি তৈরি হবে না সেটা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ৷ কেননা মাত্র দু'বছর আগেই একইরকম অবস্থার সৃষ্টি হয়েছিল৷ আর নতুন পাস হওয়া প্রস্তাবে ঋণসীমা যেহেতু মাত্র চারমাস বাড়ানো হয়েছে তাই তারপর যে আবারও এমনটা হবে না সে ব্যাপারে আশ্বস্ত হতে পারছেন না বিশ্লেষকরা৷ যেমন ‘সেন্টার ফর অ্যামেরিকান প্রগ্রেস'-এর গবেষক মাইকেল ওয়ের্জ ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান কট্টরপন্থিরা আমাদের এমন পরিস্থিতিতে নিয়ে গেলেন৷ দিনদিন এটা একটা মডেলে পরিণত হচ্ছে এবং এর ফলে বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে৷''
ওবামার প্রতি জার্মানদের মুগ্ধতা
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বারাক ওবামার প্রতি জার্মানরা বেশ মুগ্ধ ছিল৷ কিন্তু এখনও কী সেটা আছে?
ছবি: AP
অনুমোদন দেননি আঙ্গেলা ম্যার্কেল
২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য জার্মানিতে এসেছিলেন বারাক ওবামা৷ তিনি বার্লিনের ঐতিহাসিক ‘ব্রান্ডেনবুর্গ গেট’-এর সামনে বক্তব্য রাখতে চেয়েছিলেন৷ কিন্তু সে অনুমতি দেননি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তাঁর যুক্তি ছিল, বিদেশি নির্বাচনি প্রচারণার অংশ হতে দেয়া যাবে না এই নিদর্শনকে৷ পরে অবশ্য বার্লিনের আরেক জায়গায় বক্তৃতা দেন ওবামা৷ প্রায় দুই লক্ষ মানুষ তাঁর কথা শোনেন৷
ছবি: AP
প্রেসিডেন্ট হিসেবে প্রথম বার্লিন সফর
২০০৮ সালে প্রচারণার সময় প্রচুর জার্মানের সমর্থন পেলেও প্রেসিডেন্ট হিসেবে ওবামা প্রথমবারের মতো রাজধানী বার্লিনে আসছেন আগামী মঙ্গলবার৷
ছবি: picture-alliance/dpa
‘ওবামা ফিঙ্গার্স’
প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জার্মানির একটি ফ্রোজেন ফুড কোম্পানি ‘ওবামা ফিঙ্গার্স’ নামে ফ্রাইড চিকেন বাজারে ছেড়েছিল৷ সঙ্গে ছিল মজাদার সস৷
ছবি: AP
ওবামার কাছ থেকে শিক্ষাগ্রহণ
২০০৮ সালের এই ছবিতে বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরাইটের সঙ্গে ওবামাকে দেখা যাচ্ছে৷ ওবামার নির্বাচনি প্রচারণার সফলতা দেখে জার্মান রাজনীতিবিদরা ওবামার কাছ থেকে অনেক কৌশলই গ্রহণ করেছেন৷ যেমন অনলাইনে উপস্থিতি বাড়ানো, তৃণমূলকে শক্তিশালী করা, ক্যাম্পেইন ব্লগ চালু, অনলাইনে চাঁদা সংগ্রহ করা ইত্যাদি৷
ছবি: AP
২০০৯ সালে একবার
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম সরকারি সফরে বার্লিনে আসছেন ওবামা৷ তবে এর আগে ২০০৯ সালে জার্মানিতে এসেছিলেন তিনি৷ সেবার মিশর থেকে ফ্রান্স যাওয়ার পথে ড্রেসডেন শহরে ক্ষণিকের যাত্রা বিরতি করেছিলেন ওবামা৷
ছবি: Getty Images
চিত্রকর্মে ওবামা
গত এপ্রিলে কোলন শহরে অনুষ্ঠিত একটি মেলার ছবি এটি৷ চিত্রশিল্পী ফিক মুনোৎসের আঁকা এই ছবিটির নাম ‘ওবামা’৷
ছবি: Reuters
খেলনায় ওবামা
২০০৯ সালের ফেব্রুয়ারিতে জার্মানির ন্যুরেমব্যার্গ শহরে আন্তর্জাতিক খেলনা মেলা অনুষ্ঠিত হয়৷ সেখানেও ছিল ‘ওবাম্যানিয়া’-র চিহ্ন৷
ছবি: AP
ম্যার্কেলের যুক্তরাষ্ট্র সফর
২০১১ সালের জুন মাসে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক অ্যাওয়ার্ড ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেয়া হয়৷ এরপর ম্যার্কেলের সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তখন থেকে এই দুই বিশ্বনেতা একে অপরকে তাদের প্রথম নামে ডাকেন – অ্যাঙ্গেলা ও বারাক৷
ছবি: AP
8 ছবি1 | 8
অর্থনীতিবিদদের ধারণা দুই সপ্তাহ ধরে ‘শাটডাউন' এ জন্য যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২৪ বিলিয়ন ডলার৷
প্রতিক্রিয়া
সেনেটে সমঝোতা প্রস্তাব পাস হওয়ার পর প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘‘সংকট তৈরি করে দেশ পরিচালনার অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে৷'' রিপাবলিকানদের উদ্দেশ্যে তিনি এই কথা বলে থাকতে পারেন৷ কেননা ওবামার একান্ত উদ্যোগে ২০১০ সালে পাস হওয়া স্বাস্থ্য খাত সংস্কার ব্যবস্থাকে সমালোচনার মুখে ফেলতেই রিপাবলিকানরা এই জটিল পরিস্থিতি তৈরি করেছিলেন বলে অনেকের ধারণা৷
সমঝোতা প্রস্তাব পাস হওয়ার পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বেইনার বলেছেন, ‘‘আমরা একটি ভালো লড়াই চালিয়ে গেছি, তবে জয়লাভ করতে পারিনি৷''