1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও উত্তর কোরিয়ার হুমকি

৭ মার্চ ২০১৬

সোমবার থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া৷ চলবে এপ্রিলের শেষ পর্যন্ত৷ উত্তর কোরিয়া এই অনুশীলনের তীব্র নিন্দা জানিয়েছে৷

Nordkorea Diktator Kim Jong-un
ছবি: Reuters/Korean Central News Agency

দক্ষিণ কোরিয়ার প্রায় তিন লক্ষ ও যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার সেনা বার্ষিক এই মহড়ায় অংশ নিচ্ছে৷ উত্তর কোরিয়া এর সমালোচনা করে একে ‘দখলের উদ্দেশ্যে আক্রমণাত্বক অনুশীলন' বলে আখ্যায়িত করেছে৷ শুধু তাই নয়, মহড়া শুরুর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর হুমকিও দিয়েছে৷ দেশটির বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘‘যদি আমরা এই মুহূর্তে বোতাম চাপি, তাহলে যেসব স্থান থেকে উসকানি দেয়া হচ্ছে সেগুলো নিমিষেই ধ্বংস হয়ে ভস্মে পরিণত হবে৷''

উত্তর কোরিয়া গত জানুয়ারিতে চতুর্থবারের মতো পরমাণু পরীক্ষা চালায়৷ এরপর ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে৷ এই দুই ঘটনায় আন্তর্জাতিক তীব্র চাপের মুখে পড়ে দেশটি৷ এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ ফলে এখন থেকে কোনো দেশ উত্তর কোরিয়ায় অস্ত্র রপ্তানি করতে পারবে না৷ এছাড়া দেশটির নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সম্পত্তিও৷

তবে এই নিষেধাজ্ঞার প্রতিবাদে পিয়ংইয়ং ছয়টি স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে৷ দেশটির নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন৷ এর আগেও নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তর কোরিয়াকে নানা পদক্ষেপ নিতে দেখা গেছে৷

এদিকে, উত্তর কোরিয়ার এই আগ্রাসী তৎপরতার কারণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এবারের যৌথ মহড়ার আকার ও পরিধি বাড়িয়েছে৷ উত্তর কোরিয়া এই অনুশীলনকে ‘আক্রমণাত্বক' বললেও দেশ দুটি বলছে এটি ‘আত্মরক্ষামূলক'৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ