ক্রিকেট নিয়ে আমাদের আবেগের জায়গা রয়েছে৷ সেই আবেগের সবচেয়ে বড় নায়কের নাম সাকিব আল হাসান৷
বিজ্ঞাপন
কিন্তু জুয়াড়ির যোগাযোগের তথ্য গোপনে যে শাস্তি তাকে আইসিসি সাকিবকে দিয়েছে, এ নিয়ে খুব বেশি কিছু করার নেই বলে মনে করছেন কালের কণ্ঠের উপসম্পাদক ও ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন৷
সাকিবের শাস্তি ঘোষণার পর থেকেই এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম৷ পাল্লা দিয়ে উত্তপ্ত গণমাধ্যমও৷ বিশেষ করে ভারত সফর, ক্রিকেটারদের ধর্মঘট এবং বিসিবি সভাপতির নানা বক্তব্যের পরপরই ঘোষণা আসা, সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জন্ম দিয়েছে নানা অবিশ্বাস ও আস্থাহীনতার৷
‘‘ধর্মঘটের কারণে হয়তো আন্তরিকতার ঘাটতি ছিল’’
সাকিব কী আসলেই অন্যায় করেছেন? তিনি তো জুয়াড়ির কাছ থেকে টাকা নেননি, ম্যাচের কোনো তথ্য জুয়াড়িকে দিয়েছেন, মেলেনি এমন প্রমাণও৷ তাহলে শুধু একটা ‘ভুলের' কারণে এতো বড় শাস্তি সাকিবভক্তরা মেনে নিতে পারছেন না৷ তবে দেশের ক্রিকেটের উত্থান ও বিস্তারপর্বের সাক্ষী মোস্তফা মামুন মনে করছেন, এক্ষেত্রে আসলে বেশি বা কম হিসেব করার কোনো অবকাশ নেই৷ বরং সাকিবকে দুই বছরের সাজা দেয়া হলেও শুধু শুরুতেই সব স্বীকার করায় তার শাস্তি এক বছর স্থগিত করা হয়েছে৷
তিনি বলেন, ‘‘যেহেতু এটা ছয় মাস ধরে চলেছে এবং তিনটা ইনসিডেন্ট, ফলে আইসিসি তার আইনের জায়গা থেকে দেখেছে৷ অনেককে এক্ষেত্রে সরাসরি দুই বছর নিষেধাজ্ঞা দিয়ে দেয়া হয়, যেমন সনৎ জয়সুরিয়া৷ তিনি অবশ্য শুরুতে স্বীকার করেননি৷ ফলে, এটাকে আমরা যদি নৈর্ব্যক্তিকভাবে দেখি তাহলে হতাশ হওয়ার কিছু নেই৷ বরং সাকিব যাতে এক বছর পর আবার ফিরতে পারেন, সে ক্ষেত্র তৈরি করতে হবে৷''
বিসিবির সঙ্গে সাকিবের দ্বন্দ্বের কথা চিন্তা করে অনেকে দায় চাপাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটির ওপরও৷ ধারণা করছেন, ধর্মঘটের শাস্তিই এটি কিনা৷ কিন্তু আইন বলছে, কোনো দেশের বোর্ডের আসলে এই সিদ্ধান্তে হস্তক্ষেপ বা, আকসুর কাজে প্রভাব খাটানোর ক্ষমতা নেই৷ মোস্তফা মামুনও মনে করেন, এক্ষেত্রে বিসিবিকে তদন্তের বিষয়ে জানানোর কোনো বাধ্যবাধকতা আকসুর বা আইসিসির নেই৷ বরং বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডকে এসবের বাইরেই রাখা হয়৷
প্রশ্ন উঠেছে নিষেধাজ্ঞা জানানোর টাইমিং নিয়েও৷ মোস্তফা মামুন মনে করেন, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে বিসিবি আগে থেকেই বিষয়টা জানতো৷ ‘‘তদন্ত চলছে সেটা বিসিবি জানতো, কিন্তু স্পেসিফিক এটা যে সাকিব সেটা তারা সম্ভবত জানতো না৷ তাছাড়া এক ধরনের চিন্তাও থাকার কথা, ভারডিক্ট (রায়) কবে হবে৷ আইসিসি সম্ভবত বলেছিল একটু দেরি হবে৷ কিন্তু আমি যতোদূর জানতে পেরেছি, একটা ভার্সন অনুসারে সাকিবই আইসিসিকে অনুরোধ করেছিলেন যাতে ভারত সফরের মাঝখানে এমন রায় না হয়৷''
অক্টোবরের সাকিব
২০১৯ সালের অক্টোবের শেষ দিনগুলো ভুলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ এ মাসে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনকে জ্বলন্ত উনুনে চাপিয়েছেন তিনি, নিজেও জ্বলেছেন কড়া আগুনে৷ নিষিদ্ধের আগে-পরের সাকিবকে দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
ক্রিকেটারদের ধর্মঘট
ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ ১১ দফা দাবিতে সাকিবের নেতৃত্বে গত ২১ অক্টোবর অনির্দিষ্টকালের ধর্মঘটে যান ক্রিকেটাররা৷
ছবি: bdnews24.com
বিদ্রোহ নয়
কাউকে কিছু না জানিয়েই ক্রিকেটাররা ধর্মঘটে গেলেও এটিকে বিদ্রোহ হিসেবে দেখেনি কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ আলোচনার মধ্য দিয়ে দ্রুত সমস্যার সমাধান সম্ভব বলেও জানিয়েছিল বিসিবি৷
ছবি: Getty Images/D. Sarkar
যড়যন্ত্র তত্ত্ব
ক্রিকেটাররা ধর্মঘটে যাওয়ার পরের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই কর্মসূচির পেছনে বিশেষ মহলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেন৷ একইসঙ্গে আলোচনার দুয়ার খোলা আছে বলেও জানান তিনি৷
ছবি: bdnews24
'ষড়যন্ত্র নয়, রুটি-রুজির দাবি'
ক্রিকেটারদের আন্দোলনের পেছনে কোনো একটি মহলের ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন বিসিবি সভাপতি৷ তবে কোনো ষড়যন্ত্র নয় বরং এই আন্দোলনকে সাধারণ ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তার লড়াই বলে জানান ক্রিকেটারদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান৷
ছবি: bdnews24.com
ধর্মঘটের অবসান
বিসিবির সঙ্গে বৈঠকে অধিকাংশ দাবি পূরণের আশ্বাস পেয়ে ২৩ অক্টাবর ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা৷ বিসিবি প্রধান জানান, ২৫ অক্টোবর থেকে ভারত সফরের পূর্ব নির্ধারিত ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা৷
ছবি: bdnews24.com
অনুশীলনে নেই সাকিব
ভারত সফরের আগে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন অধিনায়ক সাকিব অংশ নেননি৷ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না থাকলেও অনুশীলনে ছিলেন ওপেনার ইমরুল কায়েস৷ সাকিব কেন অনুশীলনে অনুপস্থিত তখন কেউই তা জানত না৷
ছবি: Getty Images/M. Steele
নিষিদ্ধ সাকিব
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি৷
ছবি: picture-alliance/A. Salahuddin
দুঃখ প্রকাশ সাকিবের
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান শাস্তি মেনে নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী কার্যক্রমে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন৷
ছবি: picture-alliance/T. Basnayaka
এমসিসি কমিটি থেকে পদত্যাগ
আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর ৩০ অক্টোবর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ান সাকিব৷ ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি৷ সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে৷
ছবি: Munir uz Zaman/AFP/Getty Images
ট্রেনিংয়ের সুবিধা
নিষেধাজ্ঞা পেলেও সাকিবকে অনুশীলনের সুযোগ-সুবিধা দেবে বলে বিসিবি জানায়৷ তবে দলের সঙ্গে ট্রেনিং করতে পারবেন না তিনি৷
ছবি: AP
শাস্তি কমানোর আইনি দিক দেখছে বিসিবি
সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ কোনোভাবে খানিকটা হলেও কমানো যায় কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে ৩১ অক্টোবর জানায় বিসিবি৷ বোর্ডের আইনি দল এনিয়ে কাজ করছে বলে বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
এমন মুখ দেখেনি কেউ
নিষিদ্ধ হওয়ার পর বিসিবিতে ৩০ মিনিট ছিলেন সাকিব৷ বিসিবি কর্তাদের সঙ্গে ১৫ মিনিট কথা বলেন, এরপর বিসিবির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন তিনি৷ লিখিত বক্তব্য শেষে সাকিবকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ বিসিবি প্রধান পাপন সবাইকে থামিয় দিয়ে কথা বলেন, এসময় সাকিব তার পাশে দাঁড়িয়ে ছিলেন প্রায় মূর্তির মত৷
ছবি: bdnews24.com
ঢাকা পড়ল নক্ষত্র
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷ আইসিসির নিষেধাজ্ঞায় ভক্তদের কাছে নক্ষত্রতুল্য এই ক্রিকেটারর ব্যাট-বল কিছুদিনের জন্য উঠিয়ে রাখতে হবে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
ফিরবেন সাকিব
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পাওয়া সাকিব শিগগিরই ক্রিকেটে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি পাপন৷ কঠিন এই সময়ে বিসিবিসহ সর্বস্তরের মানুষও তাঁর পাশে থাকার অঙ্গিকার করেছে৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
শুধুই ফেরা নয়
নিষেধাজ্ঞার দিনটিতে সতীর্থদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন সাকিব৷ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে ২০২৩ সালের বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই ফাইনালে খেলবে বাংলাদেশ৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
15 ছবি1 | 15
ভারত সফরে সাকিব না থাকায় বাংলাদেশের যেমন ক্ষতি হয়েছে, ভারতেরও বড় ক্ষতি হয়েছে বলে মনে কেরন এ সাংবাদিক৷ সাকিবের ব্র্যান্ড ভ্যালুর কারণে সফর আকর্ষণীয় হলে বরং আয়োজক দেশ হিসেবে ভারতও কম লাভবান হতো না বলে মনে করেন তিনি৷
‘আন্দোলনের শাস্তিস্বরূপ সাকিবের নিষেধাজ্ঞা এসেছে', এমন মন্তব্য একেবারেই মানতে নারাজ এই ক্রীড়া সাংবাদিক৷ তবে ধর্মঘট বা অন্যান্য কারণে খেলোয়াড় ও বিসিবির মধ্যে দূরত্ব সৃষ্টি না হলে বিষয়টা নিয়ে দুই পক্ষ আরো আন্তরিকভাবে কাজ করতে পারতো বলে মনে করেন তিনি৷ তিনি বলেন, ‘‘ধর্মঘটের কারণে হয়তো আন্তরিকতার ঘাটতি ছিল৷ এখন যেটা হয়েছে বিসিবি একেবারেই আনুষ্ঠানিক যে অবস্থান নেয়া যায়, সেটিই ঘোষণা করেছে৷ অন্যসময় হলে হয়তো সাকিবও একটি আগে বিসিবিকে জানাতো, বিসিবিও আইনজীবীর সঙ্গে আলোচনা সাকিবকে সহায়তা করা বা ইনফরমাল চ্যানেলে নানা ধরনের সহযোগিতার চেষ্টা করতো৷''
যোগাযোগের ঘাটতির কথা উঠে এসেছে বাংলাদেশের বিসিবি এবং ভারতের বিসিসিআই-এর মধ্যেও৷ আইপিএলের একটি ম্যাচের আগে জুয়াড়ির সাকিবের সঙ্গে যোগাযোগের যে ঘটনাটি উঠে এসেছে, সেটি নিয়ে বিসিসিআই-এর সঙ্গে যোগোযোগ করে আইসিসি৷ ফলে বিসিবির সঙ্গে ভালো যোগাযোগ থাকলে অনানুষ্ঠানিকভাবেও সাকিবের বিরুদ্ধে তদন্তের বিষয়টি বিসিবির অনেক আগেই জেনে যাওয়ার কথা৷ এক্ষেত্রে বিসিবির কূটনৈতিক ব্যর্থতা দেখছেন মোস্তফা মামুন৷
তবে মামুন মনে করেন, খেলোয়াড় একবার অপরাধ স্বীকার করে নিলে তারপর আসলে আর বোর্ডের তেমন কিছু করার থাকে না৷ বরং তখন সাকিবকে এখন কিভাবে ফিরতে সহযোগিতা করা যায়, সে চেষ্টাই এখন করতে হবে৷ আইসিসিকে সব সহযোগিতা করলে বেশকিছু ক্ষেত্রে সাজা কমানোর উদাহরণও রয়েছে৷ ফলে আগামী বছর ‘টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন সাকিব', এমন প্রত্যাশা একেবারেই অমূলক নাও হতে পারে৷
প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷