1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধকালীন ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার জোলি

২৩ এপ্রিল ২০১৯

তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ধর্ষণকে যুদ্ধকৌশল হিসেবে ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান তৈরির আহ্বান জানিয়েছেন৷

Irak Schauspielerin Angelina Jolie in Dohuk
ছবি: picture-alliance/AP Photo/C. Thomas

মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টে যৌথভাবে জোলি ও মাস একটি মতামত লিখেছেন৷ সেখানে তাঁরা যৌন নিপীড়নের শিকারদের প্রতি সহযোগিতার মাত্রা বাড়ানো এবং যুদ্ধে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহারকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন৷

তাঁদের এই বিবৃতি এলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মঙ্গলবারের বিশেষ বৈঠকের ঠিক আগে৷ জার্মানি চাইছে এ বিষয়ে তাদের প্রস্তাব গৃহীত হোক৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দেয়ার হুমকি দিয়েছে৷

অভিনেত্রী জোলি যুক্তরাজ্যের প্রিভেন্টিং সেক্সচুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট ইনিশিয়েটিভ-এর সহ-প্রতিষ্ঠাতা৷ তিনি জার্মানির এই উদ্যোগের একজন সমর্থক৷

মাস ও জোলি যে বিষয়গুলো তুলে ধরেছেন, তা হলো:

- সংঘাতপূর্ণ এলাকায় ধর্ষণকে ‘এখনো বিচারের আওতায় আনা হয় না'৷

- যারা এ অপরাধ করছে, তাদের ওপর ‘সরাসরি নিষেধাজ্ঞা জারির প্রস্তাব' করেছে জার্মানি৷

- এসব ‘অপরাধের সাক্ষ্য-প্রমাণ জোগাড় করতে' তদারকি আরো বাড়াতে হবে৷

- যারা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন, তাঁদের প্রতি ‘সহযোগিতা বাড়াতে হবে'৷

- অপরাধের শিকাররা ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তার দাবি রাখেন, যেন তাঁরা ‘সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারেন'৷

- এই প্রস্তাব পাশ হবার মধ্য দিয়ে যারা অপরাধ করছে, তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যাবে যে, এখানে ‘ইমপিউনিটি'র আর কোনো সুযোগ নেই৷

জার্মান বার্তা সংস্থা ডিপিএ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলেছে যে, আনুষ্ঠানিকভাবে অপরাধ তদারকি করবার বিষয়টি নিয়ে আপত্তি আছে চীন, যু্ক্তরাষ্ট্র ও রাশিয়ার৷ তাই এ অংশটি বাদ দেয়া হয়েছে৷ এছাড়া নারীর যৌন ও মাতৃস্বাস্থ্য বিষয়ক কিছু অংশের বিবরণ ও শব্দের ব্যবহার নিয়ে আপত্তি আছে যুক্তরাষ্ট্রের৷

জেডএ/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ