যুদ্ধক্ষেত্রের অবস্থা কঠিন, বিদেশি সাহায্য চাই: জেলেনস্কি
২০ ফেব্রুয়ারি ২০২৪
পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্র পরিদর্শন করার পর জেলেনস্কি জানান, দ্রুত বিদেশি সাহায্য প্রয়োজন।
বিজ্ঞাপন
জেলেনস্কি স্বীকার করে নিয়েছেন, পরিস্থিতি কঠিন হয়ে গেছে। পশ্চিমা সামরিক সাহায্য না পেলে বা দেরি হলে অবস্থা খুবই সংকটজনক হয়ে যাবে।
রাশিয়া পূর্ব ইউক্রেনের একটা গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়ার পর ওই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরো বাড়ানোর চেষ্টা করছে।
এর মধ্যে অ্যামেরিকায় প্রেসিডেন্ট বাইডেনের ছয় হাজার কোটি ডলারের প্যাকেজ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে আটকে দিয়েছে রিপাবলিকানরা।
জেলেনস্কি ও সেনা অফিসারদের বক্তব্য
উত্তরপূর্ব খারকিভে সেনাদের সঙ্গে দেখা করার পর জেলেনস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রের অনেক অংশে পরিস্থিতি খুবই কঠিন জায়গায় চলে গেছে।
তিনি বলেছেন, ইউক্রেনের কাছে সামরিক সাহায্য আসতে দেরি হচ্ছে। তার সুযোগ ও সুবিধা রাশিয়া পাচ্ছে। ইউক্রেনের কাছে গোলাবরুদ, এয়ার ডিফেন্স সিস্টেম, দূরপাল্লার অস্ত্র কমে গেছে।
দক্ষিণ দিকে ঝাপোরিজ্ঝিয়াতে রাশিয়ার সেনা সমানে গুলি চালাচ্ছে। ইউক্রেনের সিনিয়র কম্যান্ডার তারনাভস্কি বলেছেন, রোবোটাইন গ্রামে রাশিয়ার আক্রমণ তীব্র হয়েছে। ২০২৩ সালে এই গ্রাম থেকে রাশিয়ার সেনাকে সরিয়ে দিতে পেরেছিল ইউক্রেনের সেনা।
রুশ-অধিকৃত ইউক্রেনে শিশুদের শিক্ষার লড়াই
ইউক্রেনের কিছু অংশ দখল করে অবৈধভাবে রাশিয়ায় সংযুক্ত করার পর অনেক শিক্ষককে রুশ ভাষায় কাজ করতে এবং মস্কো-অনুমোদিত পাঠ্যক্রম অনুসরণ করতে বাধ্য করা হয়েছে।
ছবি: Alexander Reka/Tass/IMAGO
ভূখণ্ড দখলের পর ভবিষ্যৎ দখলের লড়াই
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল - ঝাপোরিজঝিয়া, খেরসন, দোনেৎসক এবং লুহানস্ক রাশিয়াতে অন্তর্ভুক্ত করা হয়। ভূখণ্ড দখলের পর সেখানকার জনগণের, বিশেষ করে শিশুদের রুশিকরণের দিকে নজর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।
ছবি: Yuri Kadobnov/AFP/Getty Images
ইউক্রেন যুদ্ধকে বৈধতা দিয়ে পাঠ্যবই
ইউক্রেনের রুশ-অধিকৃত এলাকায় অভিভাবক ও শিক্ষকেরা মস্কোর আরোপ করা নতুন শিক্ষানীতি না মানলে ভয়ভীতি ও হুমকির সম্মুখীন হন। রুশ ভাষায় পাঠ্যক্রমে ইউক্রেন যুদ্ধের ন্যায্যতা প্রমাণ করে নতুন ইতিহাসের বইও অন্তর্ভুক্ত করা হয়েছে।
লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক তাদের প্রথম ভাষা হিসাবে রুশ ভাষায় কথা বলে। ২০১৪ সালের ইউরোময়দান আন্দোলনের পর কিয়েভ আইন পাস করে স্কুল, টেলিভিশন এবং সরকারি খাতের কর্মীদের মধ্যে ইউক্রেনীয় ভাষার ব্যাপক ব্যবহার বাধ্যতামূলক করে। ইউক্রেন সরকারের বিরুদ্ধে রুশভাষী সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছিল মস্কো। এবার একইভাবে দখল করা পূর্ব ইউক্রেনে পালটা বয়ান তৈরির চেষ্টা করছে রাশিয়া।
ছবি: Gaelle Girbes/Getty Images
শিক্ষা যখন প্রোপাগান্ডা মেশিন
২০২৩ সালের এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাশিয়ার বিরুদ্ধে "শিক্ষাকে শিশুদের প্ররোচিত করার জন্য একটি প্রচার যন্ত্রে পরিণত করার" অভিযোগ করেছে। অনুসারে, মস্কো বর্তমানে ২০১৪ সালে সংযুক্ত করা ক্রিমিয়ান উপদ্বীপসহ ইউক্রেনের ১৮ শতাংশেরও কম এলাকা নিয়ন্ত্রণ করছে। ইউক্রেন জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১৭ বছর বয়সি শিশুদের জন্য প্রায় ৯১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ছিল অধিকৃত এলাকায়।
ছবি: Genya Savilov/AFP/Getty Images
শিক্ষাবিদদের 'গেরিলা' কৌশল
অ্যামনেস্টি জানিয়েছে, ইউক্রেনীয় ভাষায় পড়াশোনা চালু রাখতে রুশ হুমকি উপেক্ষা করেই ঝুঁকি নিচ্ছেন কিছু শিক্ষক, ছাত্র এবং অভিভাবক। বাগানে গর্ত খুঁড়ে বা অন্য কোথাও লুকিয়ে রাখছেন ল্যাপটপ এবং মোবাইল ফোন। স্কুল গ্রন্থাগারিকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের সঙ্গে গোপন বৈঠক করে তারা সরবরাহ করছেন ইউক্রেনীয় বই। রুশ সামরিকবাহিনী প্রায়ই বিভিন্ন গ্রামে নির্বিচারে তল্লাশি চালায় বলেও জানিয়েছে অ্যামনেস্টি।
ছবি: Alexander Reka/Tass/IMAGO
5 ছবি1 | 5
তারনাভস্কির দাবি, রাশিয়ার সেনার আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়েছে।
বাইডেন আলোচনা চান
ইউক্রেনকে সাহায্য করার জন্য ছয় হাজার কোটি ডলারের প্যাকেজ মার্কিন সেনেটে অনুমোদিত হয়েছে। কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি এই প্যাকেজ বিবেচনার জন্য হাউসে পেশ করবেন না।
সোমবার বাইডেন বলেছেন, তিনি জনসনের সঙ্গে আলোচনা করতে চান। তিনি চান, বিলটি হাউসে পাস হোক।
বাইডেন বলেছেন, ''স্পিকারের যদি কিছু বলার থাকে তো আমি নিশ্চিতভাবে তার সঙ্গে দেখা করে তা শুনব।''
আগামী ২৮ ফেব্রুয়ারি কংগ্রেসের অধিবেশন আবার বসবে। ১ মার্চের আগে বাজেট পাস করতে হবে।
বাইডেন সংবাদিকদের বলেছেন, ''ইউক্রেনের জন্য প্যাকেজ আটকে দিয়ে রিপাবলিকানরা বড় ভুল করছে। এটা খুবই চিন্তার বিষয়। আমি এর আগে কখনো এরকম ঘটনা ঘটতে দেখিনি।''
বাইডেন বলেছেন, পুটিন-বিরোধী নাভালনির মৃত্যুর পর রিপাবলাকানদের এখন আরো বেশি করে এই প্যাকেজ অনুমোদন করা উচিত। তবে তিনি জানিয়েছেন, নাভালনির মৃত্যুর কোনো প্রভাব রিপাবলিকানদের উপরে পড়বে কিনা, তা তিনি বলতে পারছেন না।
তিনি জানিয়েছেন, নাভালনির মৃত্যুর পর রাশিয়ার বিরুদ্ধে অ্যামেরিকা নতুন করে আরো নিষেধাজ্ঞা জারি করবে।