1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বললেন ব্লিংকেন

২০ আগস্ট ২০২৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন জানালেন, যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু রাজি। হামাসকেও তা মেনে নেয়ার অনুরোধ।

ইসরায়েলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে এই সপ্তাহেই আলোচনা শুরু হবে। ছবি: Kevin Mohatt/REUTERS

সোমবার তেল আভিভে ব্লিংকেন জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেয়ানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন। এখন হামাস তা মেনে নিক।

ব্লিংকেন বলেছেন,  ''ইসরায়েলের বন্দিদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে।''

হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে ইইউ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল-সহ কয়েকটি দেশ।

ব্লিংকেন বলেছেন, ''এটা নির্ণায়ক মুহূর্ত। যুদ্ধবিরতি করে বন্দিদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না।''

ব্লিংকেন এখন কাতার যাবেন। কাতারও মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাতারের সঙ্গে তিনি যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলবেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।

মধ্যস্থতাকারীদের একাংশ মনে করছেন, যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে, তবে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরো বাড়ার আশংকাও করছেন অনেকে।

এই সপ্তাহের শেষদিকে মিশরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ১০ মাসে এই নিয়ে নয়বার মধ্যপ্রাচ্য সফর করলেন ব্লিংকেন।

নেতানিয়াহু জানিয়েছেন, তার সঙ্গে ব্লিংকেনের বৈঠক সদর্থক হয়েছে। এই সময় কেউ যেন এমন কোনো কাজ না করে, যাতে এই প্রক্রিয়া বানচাল হয়ে যায়।

দায় স্বীকার করলো হামাস, ইসলামিক জেহাদ

রোববার তেল আভিভে বিস্ফোরণের দায় স্বীকার করলো হামাস ও ইসলামিক জেহাদ। এই বিস্ফোরণে একজন পথচারীর মৃত্যু হয়েছে।

হামাস ও ইসলামিক জেহাদ জানিয়েছে, তারা এই আত্মঘাতী হামলা করেছে।

ইসরায়েল সরকারের মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ব্যাকপ্যাক ভর্তি বিস্ফোরক নিয়ে একজন ফিলিস্তিনি যাচ্ছিলেন। জনবহুল জায়গায় যাওয়ার আগেই বিস্ফোরণ হয়।

ব্লিংকেন তেল আভিভে পা রাখার ঘণ্টাখানেক আগে এই বিস্ফোরণ হয়। ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসের সংঘাতে ৪০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

দক্ষিণ লেবাননে সহিংসতা বেড়েছে

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় দুইজন হেজবোল্লা সদস্যর মৃত্যু হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, হেজবোল্লা তাদের সেনাকে লক্ষ্য করে একাধিক আক্রমণ করে। তার ফলে একজন সেনার মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও তারা জানিয়েছে।

হেজবোল্লাকে ইরান সমর্থন করে, তবে ইইউ তাদের সন্ত্রাসবাদী সংগঠন বলে মনে করে। হেজবোল্লার অভিযোগ, ইসরায়েল লেবানন সীমান্ত দিয়ে ঝুকে পড়তে চাইছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ