1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

২৯ অক্টোবর ২০১২

সিরিয়ায় তিন দিনের যুদ্ধবিরতির উদ্যোগ ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বান কি-মুন৷ তবে জাতিসংঘ মহাসচিব আবারও বলেছেন, দেশটিতে তাড়াতাড়ি শান্তি ফিরিয়ে আনতে হবে৷

ছবি: Getty Images

শান্তি ফিরতে পারে কেবল যুদ্ধ থামলেই৷ কিন্তু সে সম্ভাবনা একেবারেই নেই এখন৷ তুমুল যুদ্ধ চলছে সিরিয়ায়৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সে দেশে বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনী বিদ্রোহীদের ওপর যুদ্ধবিমান থেকে ব্যাপক বোমা বর্ষণ করেছে৷ অন্যদিকে দামেস্কের কাছে জারামানায় গাড়ি বোমা হামলায় মারা গেছে ১০ জন৷ সরকারি টেলিভিশন এ খবর প্রচার করেছে৷ জাতিসংঘ এবং আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি সিরিয়ার পরিস্থিতি নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠক শেষে তিনি বলেন, ‘‘এটা আগেও বলেছি এবং এখনো আবার আমাকে বলতে হচ্ছে যে, সিরিয়া সংকট ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে৷ সেখানে পরিস্থিতি খারাপ থেকে ক্রমশ আরো খারাপ হচ্ছে৷ একে গৃহযুদ্ধ না বলে কী বলা যেতে পারে আমি তা জানিনা৷ এই গৃহযুদ্ধের অবশ্যই অবসান দরকার৷’’

এর আগে ঈদ উপলক্ষ্যে যুদ্ধ বিরতির উদ্যোগ নিলেও তা কার্যকর না হওয়ার কারণেও হতাশা ঝরেছে তাঁর কন্ঠে৷ এ জন্য অবশ্য বিদ্রোহীদেরই দায়ী করেছে সিরিয়ার সেনাবাহিনী৷ রাষ্ঠ্রীয় টেলিভিশনে প্রচার করা এক বিবৃতিতে বিদ্রোহীরা সিরিয়াকে খণ্ডবিখণ্ড করে দিতে চায় – এমন দাবি করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘‘এই সন্ত্রাসবাদী গোষ্ঠীকে অবশ্যই মোকাবেলা করতে হবে৷ এ দেশকে তাদের হাত থেকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা নিতে হবে৷’’

জাতিসংঘ মহাসচিব বান কি-মুনছবি: Getty Images

এর আগে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও হতাশা প্রকাশ করেন৷ তবে বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধ থামিয়ে সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনারও ইচ্ছে প্রকাশ করেন তিনি৷

ওদিকে চীনের গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে সিরিয়ায় বিদ্রোহীদের হয়ে যুদ্ধরত বিদেশিদের মধ্যে চীনের মুসলমানরাও রয়েছেন৷ এক প্রতিবেদনে বলা হয়, গত জুন থেকে উইঘুর মুসলমানরা আল-কায়েদাসহ বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে মিলে আসাদ সরকারের অনুগত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে৷ এ সম্পর্কে চীন সরকারের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি৷

সিরিয়ায় সোমবার গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে খ্রিষ্টান অধ্যুষিত জারামানা এলাকায়৷ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবর অনুযায়ী, একটি বেকারির সামনে গাড়িটি বিস্ফোরিত হলে নারী ও শিশুসহ ১০ জন মারা যায়৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ