1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি

২৮ জুলাই ২০১৪

জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজায় হামলা কমাতে সম্মত হয়েছে ইসরায়েল৷ গত একুশ দিনে ইসরায়েলের হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হলেও পবিত্র ঈদ-উল ফিতরের দিনে ক্ষয়ক্ষতির মাত্রা তাই তুলনামূলকভাবে কম৷

Flagge Israel Hand tote Farbe Symbolbild Gaza Protest
ছবি: Reuters

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রতি নিঃশর্তভাবে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বারাক ওবামা৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার আগে টেলিফোনেও নেতানিয়াহুকে এ অনুরোধ জানান৷ ওবামার এই উদ্যোগের আগে থেকেই যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ছিল৷ রোববার রাতে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠক থেকেও ইসরায়েল ও হামাসের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়৷ সর্বসম্মতিক্রমে গৃহীত জাতিসংঘের এ যুদ্ধবিরতির প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে ইসরায়েল৷ সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আপাতত হামাস কোনো রকেট ছুড়লে তার জবাবেই কেবল হামলা চালানো হবে, অন্যথায় নয়৷

গত ২১ দিনে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ১,০৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ নিহতদের মধ্যে অনেকেই নারী এবং শিশু৷ অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ৪৩ জন ইসরায়েলি সৈন্য এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে৷

পবিত্র ঈদ উপলক্ষ্যে হামাসও একদিনের যুদ্ধবিরতিতে রাজি৷ রোববার এমন এক দাবি জানানোর পর থেকে ইসলামি এই সংগঠনটি ইসরায়েলের দিকে মাত্র একটি রকেট ছুড়েছে৷ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, রকেটটি ইসরায়েলের আশকেলন শহরে আঘাত হানে৷

এদিকে সোমবার ভোরে জরুরি বৈঠকে মিলিত হয় ইসরায়েলের মন্ত্রিপরিষদ৷ বৈঠকে যুদ্ধবিরতির পাশাপাশি প্রয়োজনে গাজায় আক্রমণ আরো জোরদার করার বিষয়েও আলোচনা হয়৷ ইসরায়েল মনে করে, হামাসের রকেট হামলা বন্ধ এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস করার জন্য এখনো হামলার প্রয়োজন রয়েছে৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ