1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধবিরতিতে ইসরায়েলের সম্মতি

২৮ জুলাই ২০১৪

জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজায় হামলা কমাতে সম্মত হয়েছে ইসরায়েল৷ গত একুশ দিনে ইসরায়েলের হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হলেও পবিত্র ঈদ-উল ফিতরের দিনে ক্ষয়ক্ষতির মাত্রা তাই তুলনামূলকভাবে কম৷

Flagge Israel Hand tote Farbe Symbolbild Gaza Protest
ছবি: Reuters

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রতি নিঃশর্তভাবে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বারাক ওবামা৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার আগে টেলিফোনেও নেতানিয়াহুকে এ অনুরোধ জানান৷ ওবামার এই উদ্যোগের আগে থেকেই যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ বাড়ছিল৷ রোববার রাতে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠক থেকেও ইসরায়েল ও হামাসের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়৷ সর্বসম্মতিক্রমে গৃহীত জাতিসংঘের এ যুদ্ধবিরতির প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে ইসরায়েল৷ সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আপাতত হামাস কোনো রকেট ছুড়লে তার জবাবেই কেবল হামলা চালানো হবে, অন্যথায় নয়৷

গত ২১ দিনে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ১,০৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ নিহতদের মধ্যে অনেকেই নারী এবং শিশু৷ অন্যদিকে হামাসের হামলায় এ পর্যন্ত ৪৩ জন ইসরায়েলি সৈন্য এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে৷

পবিত্র ঈদ উপলক্ষ্যে হামাসও একদিনের যুদ্ধবিরতিতে রাজি৷ রোববার এমন এক দাবি জানানোর পর থেকে ইসলামি এই সংগঠনটি ইসরায়েলের দিকে মাত্র একটি রকেট ছুড়েছে৷ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, রকেটটি ইসরায়েলের আশকেলন শহরে আঘাত হানে৷

এদিকে সোমবার ভোরে জরুরি বৈঠকে মিলিত হয় ইসরায়েলের মন্ত্রিপরিষদ৷ বৈঠকে যুদ্ধবিরতির পাশাপাশি প্রয়োজনে গাজায় আক্রমণ আরো জোরদার করার বিষয়েও আলোচনা হয়৷ ইসরায়েল মনে করে, হামাসের রকেট হামলা বন্ধ এবং তাদের সুড়ঙ্গগুলো ধ্বংস করার জন্য এখনো হামলার প্রয়োজন রয়েছে৷

এসিবি/জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ